Tag: মেয়র আ জ ম নাছির

  • বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ছুটতে ছুটতে শেষ আ’লীগ নেতার প্রাণ/মেয়রের ক্ষোভ,নওফেলের শোক

    বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ছুটতে ছুটতে শেষ আ’লীগ নেতার প্রাণ/মেয়রের ক্ষোভ,নওফেলের শোক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বুকে প্রচণ্ড ব্যাথা নিয়ে চট্টগ্রামের সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে ছুটোছুটি করতে করতেই না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানা আওয়ামী লীগের সাধারণ শফিউল আলম সগীর। মঙ্গলবার সকালে চিকিৎসা বঞ্চিত হয়ে তিনি মারা গেছেন।

    কোন হাসপাতালেই তাকে ভর্তি করেনি, চিকিৎসাও দেননি অভিযোগ স্বজনদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছিরসহ আওয়ামী লীগ নেতারা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    জানা গেছে, শফিউল আলম সগীরের হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মঙ্গলবার সকাল এগারোটার দিকে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসাতো দুরে থাক ভর্তি করাও হয়নি।

    এরপর সেখান থেকে জি ই সি মোড়স্থ মেডিকেল সেন্টার নেওয়া হয় সেখানেও তার চিকিৎসা সেবা দিতে অপারগতা প্রকাশ করে হাসপাতালের কর্মরতরা। এদিকে বুকের ব্যথায় ছটফট করা এ আওয়ামী লীগ নেতাকে নিয়ে আবারো ছুটলো নতুন হাসপাতালের খোঁজে।

    পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে তাকে নেওয়া হলে সেখানেও প্রথমে তার চিকিৎসা প্রদানে অপারগতা প্রকাশ করে। পরে অবশ্য বিভিন্ন তদবির ও কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় তাকে ভর্তি করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ভর্তি হওয়ার পর চিকিৎসা শুরুর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    স্বজনরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার। তাকে নিয়ে সরকারি বেসরকারি ৩টি হাসপাতালে ছুটোছুটি করেছি। তাদের অভিযোগ করোনা উপসর্গ সন্দেহে তাকে কোন হাসপাতালেই ভর্তি করতে চাইনি। সামান্য চিকিৎসার অভাবে নির্মমভাবেই মারা গেলেন চট্টগ্রামের এই আওয়ামী লীগ নেতা।

    চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বায়েজিদ থানা আওয়ামী লীগের সেক্রেটারি সগিরের মৃত্যুর ঘটনায় বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

    একইদিন বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের সঙ্গে এক জুমের কনফারেন্সে ক্ষোভ প্রকাশ করে সচিবকে তিনি বলেন, ‘আজকে সকালে আমাদের থানা আওয়ামী লীগের এক সেক্রেটারি স্ট্রোক করেছিলেন।

    তাকে তিন চারটা হাসপাতালে নেওয়া হলেও কোনও হাসপাতালেই সিট খালি নেয় এমন অজুহাতে ভর্তি করায় নি। পরে যখন পার্কভিউ হাসপাতালে নেওয়া হলো তখন চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন তিনি আর বেঁচে নেই।

    বায়েজীদ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুন বলেন ”হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন সগীর ভাই। কিন্তু করোনা সন্দেহ করে উনাকে চিকিৎসা দেয়নি হাসপাতালগুলো।

    সঠিক সময়ে চিকিৎসা পেলে সগীর ভাইকে এভাবে আমাদের হারাতে হতো না। আমরা আশা করবো, চট্টগ্রামের আর কোন মানুষ যেন চিকিৎসা সুবিধা বঞ্চিত হয়ে এভাবে অকালে মৃত্যুর কোলে ঢলে না পড়েন।

    শিক্ষা উপ-মন্ত্রী নওফেলের শোক : বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আলম ছগির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল(এম.পি)।

    শোক বার্তায় শিক্ষা উপ-মন্ত্রী বলেন, ছাত্রলীগ-যুবলীগ করে তৃণমূল থেকে উঠে আসা বায়েজিদ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ছগির এর মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ ও মেধাবী সংগঠক হারালো। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।

    শিক্ষা উপ-মন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চসিক বই মেলায় ১৫ গুণী পাচ্ছেন একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার

    চসিক বই মেলায় ১৫ গুণী পাচ্ছেন একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বই মেলায় ১৫ গুণী ও বিশিষ্ঠজনকে মহান একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার-২০২০ প্রদান করবে চসিক।

    আগামীকাল শুক্রবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে চসিক আয়োজিত বই মেলার মঞ্চে এসব গুণীজনদের হাতে সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান করবেন চসিক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

    সম্মাননা পদক পাচ্ছেন যারা : ভাষা আন্দোলনে আবু তালেব চৌধুরী (মরণোত্তর), শিক্ষায় অধ্যক্ষ মোজাফ্ফর আহমদ (মরণোত্তর), চিকিৎসা সেবায় প্রফেসর সৈয়দা নুরজাহান ভূঁইয়া (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে শহীদ হারুনুর রশীদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মোহাম্মদ হারিছ, সাংবাদিকতায় আকতার-উন-নবী (মরণোত্তর), সংগঠক প্রকৌশলী মো. দেলোয়ার হোসাইন পি.ইঞ্জ, সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী, ক্রীড়ায় সিরাজউদ্দিন মো. আলমগীর, সংগীতে ওস্তাদ স্বপন কুমার দাশ, সমাজসেবায় সন্ধানী (সত্রিমসিউ)।

    সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথা সাহিত্যে (অনুবাদ) ড. মাহমুদ উল আলম, প্রবন্ধ গবেষণায় অধ্যাপক নুরুল আমিন, কবিতায় ওমর কায়সার ও শিশু সাহিত্যে আকতার হোসাইন।

    মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০ দিন ব্যাপী বই মেলা আয়োজনের পাশাপাশি শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

    কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ, বিকেল ৪ টায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম চত্বরে আলোচনা সভা ও ১৫ গুণীকে একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরষ্কার-২০২০ প্রদান এবং সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

    অনুষ্ঠানে সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

     

  • এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণে মেয়র আ জ ম নাছির

    এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শণে মেয়র আ জ ম নাছির

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সারাদেশের ন্যায় সোমবার থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

    সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন। এ দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নুর জাহান আক্তার সাথী, মনিটরিং অফিসার সাহেদুল ইসলাম, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে সিটি মেয়র শান্তি ও শৃংখলার সাথে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সকল পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।