২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ঘিরে আমার ব্যক্তিগতভাবে কোন চাওয়া-পাওয়া নেই। আমার দীর্ঘ রাজনৈতিক পথচলায় আদর্শিক ও সামষ্টিক স্বার্থকেই প্রাধন্য দিয়ে আসছি।
আজ বুধবার ১১ মার্চ সকালে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের সাথে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নৌকার প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী তার প্রধান নির্বাচনী কার্য্যলয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুব মহিলা লীগের নেতাকর্মীদের উদ্দ্যোশ্য করে বলেন, আমি আপনাদের মাধ্যমে প্রতিটি এলাকায় ঘরে ঘরে আমার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌছে দিন। আমার দৃঢ় বিশ্বাস সেই কাজটি আপনারা আন্তরিকতার সাথে দায়িত্বটি পালন করবেন।
তিনি আরো বলেন, আমার পূর্বসূরী সিটি মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী এবং বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দীন চট্টগ্রামের উন্নয়নে যে পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেন, আমি মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিক্তিতে সেগুলো বাস্তবায়ন করবো।
চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর সভাপতিত্বে ও মমতাজ বেগম রোজীর সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময়র সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, উত্তর জেলা আওয়ামীলীগের নেতা জসিম উদ্দীন শাহ প্রমুখ।
মতবিনিময় সভায় যুব মহিলা লীগের ৪৩টি ওয়ার্ডের সাংগঠনিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।