Tag: মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন

  • চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

    চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

    চতুর্থ ধাপে নির্বাচনের জন্য ৫৬ পৌরসভার প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    বুধবার (১৩ জানুয়ারি) বোর্ডের সভা শেষে প্রার্থিতা ঘোষণা করা হয়।

    মনোনয়ন পেলেন যারা:

    ঠাকুরগাঁও পৌরসভায় আঞ্জুমান আরা বেগম, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট পৌরসভায় মোফাজ্জল হোসেন, লালমনিরহাটের পাটগ্রামে রাশেদুল ইসলাম, জয়পুরহাটের আক্কেলপুরে শহীদুল ইসলাম চৌধুরী, কালাইয়ে রাবেয়া সুলতানা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সৈয়দ মনিরুল ইসলাম, রাজশাহীর নওহাটায় হাফিজুর রহমান, গোদাগাড়ীতে উদ্দিন বিশ্বাস, তানোরে ইমরুল হক, তাহেরপুরে আবুল কালাম আজাদ, নাটোর পৌরসভা চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগরে রফিকুল ইসলাম, আলমডাঙ্গায় হাসান কাদের, যশোরের চৌগাছায় নুর উদ্দিন আল মামুন, বাঘারপাড়ায় কামরুজ্জামান, বাগেরহাটে খান হাবিবুর রহমান, সাতক্ষীরায় শেখ নাসিরুল হক, পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল চন্দ্র হালদার, বরিশালের মুলাদীতে শফিউজ্জামান, বানারীপাড়ায় সুজন চন্দ্র শীল, টাঙ্গাইলের গোপালপুরে রফিক-উল-হক, কালিহাতীতে নুরুন্নবী, কিশোরগঞ্জের বাজিতপুরে আনোয়ার হোসেন, হোসেনপুর এ আবদুল কাইয়ুম, করিমগঞ্জে মুসলেউদ্দিন, মুন্সিগঞ্জ মিরকাদিম আব্দুস সালাম, নরসিংদীতে আশরাফ হোসেন সরকার, মাধবদীতে মোশারফ হোসেন, রাজবাড়ীতে মোহাম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দে নজরুল ইসলাম, ফরিদপুরের নগরকান্দায় নিমাই চন্দ্র হালদার, মাদারীপুরের কালকিনিতে এফএম হানিফ, শরীয়তপুর ডামুড্ডা কামাল উদ্দিন আহমেদ, জামালপুরের মেলান্দহ শফিক জাহেদী রবিন, শেরপুর পৌরসভা গোলাম মোহাম্মদ কিবরিয়া, শেরপুরের শ্রীবরদীতে মোহাম্মদ আলী লাল মিয়া, ময়মনসিংহের ফুলপুর শশধর সেন, নেত্রকোনায় নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তাকজিল খলিফা, কুমিল্লার হোমনায় নজরুল ইসলাম, দাউদকান্দিতে নাঈম ইউসুফ, চাঁদপুরের কচুয়ায় নাজমুল আলম, ফরিদগঞ্জে আবুল খায়ের পাটোয়ারী, ফেনীর পরশুরামে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, নোয়াখালীর চাটখিলে নিজামুদ্দিন, সোনাইমুড়ীতে নুরুল হক চৌধুরী, লক্ষ্মীপুরের রামগতিতে মেজবাহউদ্দিন, চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ জাবেদ, পটিয়ায় আইয়ুব বাবুল, চন্দনাইশে মাহবুবুল হক, সিলেটের কানাইঘাটে লুৎফর রহমান, চুনারুঘাটে সাইফুল আলম, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শামসুল আলম, রাঙ্গামাটিতে আকবর হোসেন চৌধুরী এবং বান্দরবনে মোহাম্মদ ইসলাম বেবি।

  • তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

    তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

    তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

    শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. আবদুুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

    তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম। শেষ সময় পর্যন্ত মোট ৩৫২ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন। তাদের মধ্য থেকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ।

    ৬৪ পৌরসভায় নৌকার প্রার্থী যারা:

    রংপুর বিভাগের চারটি পৌরসভার মধ্যে দিনাজপুরের হাকিমপুরে এনএএম জামিল হোসেন চলন্ত, নীলফামারীর জলঢাকায় মো. মোহসীন, কুড়িগ্রামের উলিপুর মামুন সরকার ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে খন্দকার জাহাঙ্গীর আলম।

    রাজশাহী বিভাগের ১২টি পৌরসভার মধ্যে বগুড়ার ধুনটে টিআইএম নুরুন্নবী, শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক, গাবতলীতে মোমিনুল হক (শিলু), কাহালুতে হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রামে আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে গোলাম রাব্বানী বিশ্বাস, নওগাঁর ধামইরহাটে আমিনুর রহমান, নওগাঁ সদরে নির্মল কৃষ্ণ সাহা, রাজশাহীর তানোরের মুন্ডুমালায় আমির হোসেন (আমিন), মোহনপুরের কেশরহাটে শহিদুজ্জামান, নাটোরের সিংড়ায় জান্নাতুল ফেরদৌস ও পাবনা সদরে আলী মুর্তজা বিশ্বাস।

    খুলনা বিভাগের নয়টি পৌরসভার মধ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনায় মতিয়ার রহমান, ঝিনাইদহের হরিণাকুন্ডে ফারুক হোসেন, কোটচাঁদপুরে শাহাজান আলী, যশোরের মনিরামপুরে কাজী মাহমুদুল হাসান, নড়াইলের নড়াইল সদরে আঞ্জুমান আরা, কালিয়ায় ওয়াহিদুজ্জামান (হীরা), বাগেরহাটের মোরেলগঞ্জে এসএম মনিরুল হক, খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর, সাতক্ষীরার কলারোয়ায় মনিরুজ্জামান।

    বরিশাল বিভাগের আটটি পৌরসভার মধ্যে বরগুনা সদরে কামরুল আহসান (মহারাজ), পাথরঘাটায় আনোয়ার হোসেন আকন, ভোলার বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম, দৌলতখানে জাকির হোসেন, বরিশালের গৌরনদীতে হারিছুর রহমান, মেহেন্দিগঞ্জে কামাল উদ্দিন খান, ঝালকাঠির নলছিটিতে আ. ওয়াহেদ খাঁন, পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠীতে গোলাম কবির।

    ঢাকা বিভাগের ১২টি পৌরসভার মধ্যে টাঙ্গাইল সদরে এসএম সিরাজুল হক, মির্জাপুরে সালমা আক্তার, ভুঞাপুরে মাসুদুল হক মাসুদ, সখিপুরে আবু হানিফ আজাদ, মধুপুরে সিদ্দিক হোসেন খান, কিশোরগঞ্জের কটিয়াদীতে শওকত উসমান, মুন্সিগঞ্জ সদরে মোহাম্মদ ফয়সাল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ তোজাম্মেল হক টুটুল, রাজবাড়ীর পাংশায় ওয়াজেদ আলী, শরীয়তপুরের নড়িয়ায় আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জে আবদুল মান্নান হাওলাদার ও জাজিরায় অধ্যাপক আবদুল হক কবিরাজ।

    ময়মনসিংহ বিভাগের আটটি পৌরসভার মধ্যে জামালপুরের সরিষাবাড়ীতে মনির উদ্দিন, শেরপুরের নকলায় হাফিজুর রহমান, নালিতাবাড়ীতে আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহের ভালুকায় একেএম মেজবাহ উদ্দিন, ত্রিশালে নবী নেওয়াজ সরকার, গৌরীপুরে শফিকুল ইসলাম হবি, ঈশ্বরগঞ্জে হাবিবুর রহমান ও নেত্রকোনার দুর্গাপুরে আলা উদ্দিন। সিলেট বিভাগে তিনটি পৌরসভার মধ্যে সিলেটের গোলাপগঞ্জে রুহেল আহমদ, জকিগঞ্জে খলিল উদ্দিন, মৌলভীবাজার সদরে ফজলুর রহমান।

    চট্টগ্রাম বিভাগের আটটি পৌরসভার মধ্যে কুমিল্লার লাকসামে আবুল খায়ের, বরুড়ায় বক্তার হোসেন, চৌদ্দগ্রামে মীর হোসেন মীরু, চাঁদপুরের হাজীগঞ্জে মাহবুব-উল আলম, ফেনী সদরে নজরুল ইসলাম স্বপন, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুনীতে আক্তার হোসেন, হাতিয়ায় কেএম ওবায়েদ উল্যাহ, লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের পাটওয়ারী।

    তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

    উল্লেখ্য, ইসির তফসিল অনুযায়ী- প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হবে ১৬ জানুয়ারি। ৬১ পৌরসভার মধ্যে ইভিএমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

    দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা

    দ্বিতীয় ধাপে যে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট হওয়ার কথা রয়েছে এসব পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

    শুক্রবার বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

    ৬১ পৌরসভায় নৌকা প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন:

    রংপুর বিভাগ (৭টি পৌরসভা)

    দিনাজপুর (সদর) রাশেদ পারভেজ; বিরামপুর মো. আক্কাস আলী; বীরগঞ্জ মো. নুর ইসলাম; নীলফামারীর সৈয়দপুর রাফিকা আকতার জাহান; কুড়িগ্রামের নাগেশ্বরী মো. ফরহাদ হোসেন ধলু; গাইবান্ধার সুন্দরগঞ্জ মো. আব্দুল্লা আল মামুন; গাইবান্ধা (সদর) শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর।

    রাজশাহী বিভাগ (২০টি পৌরসভা)

    বগুড়ার শেরপুর মো. আব্দুস সাত্তার; সারিয়াকান্দি মো. আলমগীর শাহী; সান্তাহার মো. আশরাফুল ইসলাম (মন্টু); নওগাঁর পত্নীতলার নজিপুর মো. রেজাউল কবির চৌধুরী; রাজশাহীর গোদাঘাটের কাকনহাট এ,কে, এম আতাউর রহমান খান; বাগমারার ভবানীগঞ্জ মো. আ. মালেক; বাঘার আড়ানী মো. শহীদুজ্জামান; নাটোরের নলডাঙ্গা মো. মনিরুজ্জামান মনির; লালপুরের গোপালপুর কাজী আসিয়া জয়নুল; গুরুদাসপুর মো. শাহনেওয়াজ আলী; সিরাজগঞ্জ (সদর) সৈয়দ আব্দুর রউফ মুক্তা; উল্লাপাড়া এস. এম. নজরুল ইসলাম; বেলকুচি বেগম আশানুর বিশ্বাস; রায়গঞ্জ মো. আব্দুল্লাহ আল পাঠান; কাজিপুর মো. আব্দুল হাননান তালুকদার; পাবনার ঈশ্বরদী মো. ইছাহক আলি মালিথা; পাবনার ফরিদপুর খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ); সাঁথিয়া মো. মাহবুবুল আলম; ভাঙ্গুড়া মো. গোলাম হাসনাইন; সুজানগর মো. রেজাউল করিম।

    খুলনা বিভাগ (৮টি পৌরসভা)

    মেহেরপুরের গাংনী আহম্মেদ আলী; কুষ্টিয়া (সদর) আনোয়ার আলী; কুমারখালী মো. সামছুজ্জামান অরুন; ভেড়ামারা মো. শামিমুল ইসলাম ছানা; মিরপুর মোহা. এনামুল হক; ঝিনাইদহের শৈলকূপা কাজী আশরাফুল আজম; বাগেরহাটের মোংলাপোর্ট শেখ আব্দুর রহমান; মাগুরা (সদর) মো. খুরশীদ হায়দার টুটুল।

    বরিশাল বিভাগ (১টি পৌরসভা)

    পিরোজপুর (সদর) মো. হাবিবুর রহমান মালেক।

    ঢাকা বিভাগ (৮টি পৌরসভা)

    টাঙ্গাইলের ধনবাড়ী খন্দকার মনজুরুল ইসলাম (তপন); কিশোরগঞ্জ (সদর) মো. পারভেজ মিয়া; কুলিয়ারচর সৈয়দ হাসান সারওয়ার মহসিন; ঢাকার সাভার হাজী মো. আবদুল গনি; নরসিংদীর মনোহরদী মোহাম্মদ আমিনুর রশিদ; নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব হাছিনা গাজী; ফরিদপুরের বোয়ালমারী মো. সেলিম রেজা; শরীয়তপুর (সদর) পারভেজ রহমান।

    ময়মনসিংহ বিভাগ (৪টি পৌরসভা)

    ময়মনসিংহের মুক্তাগাছা মো. বিল্লাল হোসেন সরকার; ফুলবাড়ীয়া মো. গোলাম কিবরিয়া; নেত্রকোনার মোহনগঞ্জ লতিফুর রহমান রতন; কেন্দুয়া মো. আসাদুল হক ভূঞা।

    সিলেট বিভাগ (৭টি পৌরসভা)

    সুনামগঞ্জ (সদর) নাদের বখত; ছাতক মো. আবুল কালাম চৌধুরী; জগন্নাথপুর মো. মিজানুর রশীদ ভুঁইয়া; মৌলভীবাজারের কমলগঞ্জ মো. জুয়েল আহমেদ; কুলাউড়া সিপার উদ্দিন আহমদ; হবিগঞ্জের মাধবপুর শ্রীধাম দাশ গুপ্ত; নবীগঞ্জ গোলাম রসুল রাহেল চৌধুরী।

    চট্টগ্রাম বিভাগ (৬টি পৌরসভা)

    কুমিল্লার চান্দিনা মো. শওকত হোসেন ভুঁইয়া; ফেনীর দাগনভুঁইয়া ওমর ফারুক খাঁন; নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট আবদুল কাদের; চট্টগ্রামের সন্দ্বীপ মোক্তাদের মাওলা সেলিম; খাগড়াছড়ি (সদর) নির্মলেন্দু চৌধুরী; বান্দরবানের লামা মো. জহিরুল ইসলাম।

  • দ্বিতীয় ধাপে ৫৫ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

    দ্বিতীয় ধাপে ৫৫ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

    দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৫৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।

    শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    ৫৫টি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনয়ন পেলেন যারা, তারা হলেন- দিনাজপুর জেলার দিনাজপুর সদর পৌরসভায় সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুরের বীরগঞ্জে মো. মোকারম হোসেন, দিনাজপুর বিরামপুর মো. হুমায়ন কবির, কুড়িগ্রামের নাগেশ্বরী মো. শহিদুল ইসলাম, গাইবান্ধার সুন্দরগঞ্জ আবু খায়ের মো. মশিউর রহমান, গাইবান্ধা সদর মো. শহিদুজ্জামান শহীদ, বগুড়ার শেরপুর স্বাধীন কুমার কুন্ডু, বগুড়ার সান্তাহার তোফাজ্জল হোসেন, রাজশাহীর কাকনহাট মো. হাফিজুর রহমান, রাজশাহীর ভবানীগঞ্জ মো. আবদুর রাজ্জাক প্রাং, রাজশাহীর আড়ানী তোজাম্মেল হক, নাটোরের নলডাঙ্গা মো. আব্বাছ আলী, নাটোরের গোপালপুর শেখ আবদুল্লাহ আল মামুন কচি, নাটোরের গুরুদাসপুর মো. আজমল হক বুলবুল, সিরাজগঞ্জ সদর মো. সাইদুর রহমান, সিরাজগঞ্জের উল্লাপাড়া মো. আজাদ হোসেন, সিরাজগঞ্জের বেলকুচি মো. আলতাব হোসেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ মো. জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জের কাজীপুর মো. আল আমিন, পাবনার ঈশ্বরদী রফিকুর ইসলাম, পাবনার ফরিদপুর মো. এনামুল হক, পাবনার সাথিয়া মো. সিরাজুল ইসলাম সিরাজ, পাবনার ভাঙ্গুড়া মো. আবদুল কাদের, মেহেরপুরের গাংনী মো. আসাদুজ্জামান বাবলু, কুষ্টিয়া সদর মো. বশিরুল আলম চাঁদ, কুষ্টিয়ার কুমারখালী আনিসুর রহমান, কুষ্টিয়ার ভেড়ামারা মো. শামিম রেজা, কুষ্টিয়ার মিরপুর মো. আবজাল হোসেন, ঝিনাইদহের শৈলকুপা মো. খলিলুর রহমান, বাগেরহাটের মোংলাপোর্ট মো. জুলফিকার আলী, মাগুরা সদর মো. ইকবাল আকতার খান (কাফুর), পিরোজপুর সদর শেখ শহীদুল্লাহ, টাঙ্গাইলের ধনবাড়ী এসএমএ সোবহান, ময়মনসিংহের মুক্তাগাছা মো. শহিদুল ইসলাম, নেত্রকোনার মোহনগঞ্জ মো. মাহবুবুন নবী শেখ, নেত্রকোনার কেন্দুয়া শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ সদর মো. ইসরাইল মিঞা, কিশোরগঞ্জের কুলিয়ার চর নুরুল মিল্লাত, ঢাকা সাভার মো. রেফাত উল্লাহ, নরসিংদীর মনোহরদী মো. মাহমুদুল হক, নারায়ণগঞ্জের তারাব নাসির উদ্দিন, ফরিদপুরের বোয়ালমারি আ. শুকুর শেখ, শরিয়তপুর সদর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ঢালী, সুনামগঞ্জ সদর মোর্শেদ আলম, সুনামগঞ্জের ছাতক রাশিদা বেগম, সুনামগঞ্জের জগন্নাথপুর মো. হারুনুজ্জামান, মৌলভীবাজারের কমলগঞ্জ মোহাম্মাদ আবুল হোসেন, মৌলভীবাজারের কুলাউড়া কালাম উদ্দিন আহমেদ, হবিগঞ্জের মাধবপুর হাবিবুর রহমান, হবিগঞ্জের নবীগঞ্জ ছাবির আহমেদ চৌধুরী, কুমিল্লার চান্দিনা মো. আলমগীর খান, ফেনীর দাগনভূঞা কাজী সাইফুর রহমান, নোয়াখালীর বসুরহাট কামাল উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি সদর মো. ইব্রাহীম খলিল এবং বান্দরবানের লামা পৌরসভায় মো. শাহীন।