Tag: মেয়র প্রার্থী

  • “নৌকা” প্রতীকে মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো: মেয়র প্রার্থী জমির

    “নৌকা” প্রতীকে মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো: মেয়র প্রার্থী জমির

    নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আসন্ন রাউজান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে আছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান প্যানেল মেয়র-২, সাবেক ছাত্রনেতা জমির উদ্দিন পারভেজ।

    ইতোমধ্যে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করে যাচ্ছেন। ছুঁটে বেড়াচ্ছেন পৌরসভার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে তিনি সাধারণ ভোটারদের আস্থা অর্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    জানা যায়, ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর বিভিন্ন সময় হামলা-মামলার স্বীকার হন জমির উদ্দিন পারভেজ। একেবারে তৃণমূল পর্যায় হতে উঠে আসা পারভেজ দলের দুঃসময়ে রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে রাউজান উপজেলা আওয়ামী পরিবারে অবদান রেখেছিলেন।

    প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করছেন জমির উদ্দিন পারভেজ

    রাজনৈতিক প্রতিপক্ষের হাতে বারবার নির্যাতিত হওয়া এই সাবেক ছাত্রনেতা সন্ত্রাসীদের হাতে দুইবার গুলিবিদ্ধ হয়ে মর্মান্তিকভাবে আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। রাজনৈতিক জীবনে অনেক বাধাবিপত্তি পাড়ি দিয়ে আসা পারভেজ বর্তমানে রাউজান উপজেলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ এর দায়িত্ব পালন করছেন।

    তিনি বৃক্ষরোপন ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পরপর ৩ বার জাতীয় পুরস্কার অর্জন করেছেন। রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর বিভিন্ন উন্নয়ন মূলক ও মানবিক কর্মকান্ডে ভূমিকা রেখে যাচ্ছেন জমির উদ্দিন পারভেজ।

    বিশেষ করে করোনা মহামারীতে অসংখ্য মানুষকে ত্রাণ বিতরণ, মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন, আইসোলেশন সেন্টার, রমজান মাসে চিকিৎসকদের জন্য সেহেরীর খাবার সরবরাহ কার্যক্রমে তার ভূমিকা ছিল অগ্রগণ্য।

    রাউজান পৌরসভার নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে জমির উদ্দিন পারভেজ বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘদিন ধরে দলীয় কর্মকান্ডে একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। রাউজানের বর্তমান এমপির নির্দেশে মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আগামী দিনে রাউজান পৌরসভার নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দল থেকে “নৌকা” প্রতীকে মনোনয়ন পেলে নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমি পৌরবাসীর জন্য নিজের সর্বোচ্চ উজাড় করে সেবা করে যাবো। রাউজান পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, মডেল ও আধুনিক পৌরসভায় রূপান্তর করবো।’

    ২৪ ঘণ্টা/জে জে

  • সীতাকুণ্ডে আ.লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মেয়র প্রার্থী শামিমের মতবিনিময়

    সীতাকুণ্ডে আ.লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মেয়র প্রার্থী শামিমের মতবিনিময়

    সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তৃর্ণমুল আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম।

    শনিবার (৭নভেম্বর) দুপুর ১২ টায় জেলা পরিষদ অডিটোরিয়াম (এলকে সিদ্দিকী স্কায়ার) এ উক্ত সভা অনুষ্ঠিত হয়।

    এসময় কমিশনার শামীম বলেন, যারা দুঃসময়ে তৃর্ণমুল কর্মীদের পাশে থাকে তারাই প্রকৃত নেতা। অনেক নেতা আছেন সারা বছর কর্মীদের খবর রাখে না। কর্মীদের দৃঃসময়ে পাশে থাকেনা, অথচ ভোট আসলে তারা কর্মী বান্ধব হয়ে যায়। আমি তৃর্ণমুল থেকে উঠে আসা নেতা, আমি কর্মীদের দুঃসময়ে পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকবো। আমি পর পর দুইবার বিপুল ভোটে জিতে কমিশনার নির্বাচিত হয়েছি। কোনদিন দূর্নীতি আমাকে গ্রাস করতে পারেনি। সৎভাবে দায়িত্ব পালন করেছি। আমার দুই ছেলে-মেয়ে। আমি তাদেরকেও এখন থেকে শিক্ষা দিচ্ছি বড় হয়ে যেন তারা মানুষের সেবা করে। যাতে কোন রকম দূর্নীতিতে না জড়াই।

    প্রধানমন্ত্রী যদি আমাকে মেয়র হিসেবে মনোনয়ন দেন তাহলে আমি আরো বেশি পৌরবাসীর সেবা করার সুযোগ পাবো। মেয়র নির্বাচিত না হলেও জনগনের পাশে থাকবো।

    ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফির পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ৩নং ওয়ার্ড সভাপতি স্বপন বণিক, ৪ নং ওয়ার্ড সা.সম্পাদক নুরউদ্দিন, ৫নং ওয়ার্ড সা.সম্পাদব আবুল হোসেন, ৬নং ওয়ার্ড সভাপতি জহুরুল আলম জকি,সা.সম্পাদক এপোলো, ৭নং ওয়ার্ড সভাপতি আমিনুল হক, সা.সম্পাদক জাহেদ কবির,সাবেক ছাত্রনেতা বাবু দুলাল দে এবং সাবেক মেম্বার আলতাফ হোসেন।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

    চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মতবিনিময়

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখা ও ১৬ টি থানার নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

    বুধবার (১৪ অক্টোবর) রাতে নগরীর জে এম সেন হলে পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথির বক্তব্যে মেয়রপ্রার্থী এম.রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখড়ে পৌঁছে গেছে। অসাম্প্রায়িক বাংলাদেশ গড়ায় যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেখেছিলেন তারই ভিত্তিতে জননেত্রী শেখ হাসিনা এই সোনার বাংলাকে গড়ে তুলেছেন । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। যার ফলশ্রুতিতে নেত্রী চট্টগ্রামের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এই নগর আমার আপনার সকলের। তাই এই নগরের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    এসময় সকলকে আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানান এম.রেজাউল করিম চৌধুরী।

    চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সজল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত আরো বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, এড. নটু চৌধুরী৷

    এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক এড নিখিল নাথ, সিনিয়র সদস্য বাবুল ঘোষ বাবুন, বিপ্লব কুমার চৌধুরী, বিপু ঘোষ বিলু, প্রদীপ শীল, নটু কুমার ঘোষ, বিল্লব সেন,দোলন দেব, এড টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, এড তপন কুমার দাশ, শ্যামল দাশগুপ্ত, চন্দন পালিত, নিউটন দে, এড গৌতম সিংহ হাজারী, অরুণ রশ্মি দত্ত, সৌরেন দত্ত, শ্যামল মজুমদার, স্টালিন দে, প্রিয়তোষ ঘোষ রতন, বিশ্বজিৎ রায়, সন্জয়িতা দত্ত পিংকি, নারায়ণ সিংহ, তমাল শর্মা চৌধুরী, এড সুব্রত শীল রাজু, অপরেশ দাশ, সাজু চৌধুরী, অসীক দত্ত, বিবেক দেব, রাধা রানী দেবী, পম্পী দাশ, রিপন রায় চৌধুরী, দীপ্ত সিংহ, অসিত বরন বিশ্বাস, কুশন সেন, উত্তম কুমার শীল, গোপাল দাশ টিপু সহ মহানগরের আওতাধীন ১৬টি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • করোনা আক্রান্তদের জন্য মেয়র প্রার্থী রেজাউল করিমের ‘মুক্তি আইসোলেশন সেন্টার’

    করোনা আক্রান্তদের জন্য মেয়র প্রার্থী রেজাউল করিমের ‘মুক্তি আইসোলেশন সেন্টার’

    করোনা আক্রান্তদের জন্য নগরীর বাকলিয়ায় ব্যক্তি উদ্যোগে ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।ইতোমধ্যে স্থান নির্বাচন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয়সহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

    নগরীর কালামিয়া বাজার সংলগ্ন ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে ‘মুক্তি আইসোলেশন সেন্টার’ নামে করোনা ডেডিকেটেড আইসোলেশন সেন্টারটি প্রস্তুত করা হচ্ছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টসহ কোভিড পজেটিভ রোগীদের সেবা দেওয়া হবে।

    মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টায় আইসোলেশন সেন্টারটির অগ্রগতি পরিদর্শনে যান মেয়র প্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।

    আইসোলেশন সেন্টারটি পরিদর্শনকালে তিনি বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার ও আইসিইউ হাসপাতাল গড়ে তুলতে হবে। চট্টগ্রামে মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে।’

    তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ মানবতাবাদী। একাত্তরের মুক্তির সংগ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। একইভাবে যেকোনো দুর্যোগ মোকাবেলাতেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের করোনার এই মহাদুর্যোগ মানবতার হাত ধরে সকলকে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার বানানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে হবে। একইসাথে সময়ের সাহসী যোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।’

    করোনা চিকিৎসায় শিল্পপতি ও ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী।

    এসময় তাঁর সাথে ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের চেয়ারম্যান বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. নাসির উদ্দিন মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান, স্থানীয় কাউন্সিলর মো. হারুনর রশিদ, কাউন্সিলর আশরাফুল আলম, ট্রেড ইউনিয়ন নেতা মো. ইফতেখার কামাল খান, সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসলাম, কাউন্সিলর প্রার্থী রোজী আক্তার, আওয়ামী লীগ নেতা শাহাদাত আল নূরীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • “শেখ হাসিনাই এ দেশে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন,আজ তা রক্ষা করতে হবে”

    “শেখ হাসিনাই এ দেশে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছেন,আজ তা রক্ষা করতে হবে”

    চসিক নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেন, জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ একুশ বছর আন্দোলন সংগ্রাম করে জন অধিকার প্রতিষ্ঠা করেছেন। ঐ ধারাবাহিকতা রক্ষায় আজ দেশের প্রতিটি নির্বাচনে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই গণতান্ত্রিক ঐতিহ্যের ধারাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাই, তারা জয় বাংলা স্লোগান দেন না। তারা পাকিস্তানি ভাবধারায় পরিচালিত। যারা ইসলাম ধর্মকে অপবিত্র করছে এবং বিভিন্ন ক্ষেত্রে অপব্যাখ্যায় পবিত্র কুরআন শরীফকে অবমূল্যায়ন করছে তাদের শাস্তি অনিবার্য। পাশের রাষ্ট্রে কি হল না হল সেটা বড় কথা নয়, আমার এ জন্ম ভূমিতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য সহযোগে বসবাস করতে চাই। আমরা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি এবং যেকোন অপশক্তির অপতৎপরতা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি।

    আজ শুক্রবার (১৩ মার্চ) নগরীর বায়তুশ শরফ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

    এরপর তিনি মুসল্লীদের সাথে কুশল বিনিময় করে নৌকায় ভোট চান। এরপর তিনি স্থাপিত ট্রাক মঞ্চে করে ২৩, ২৮ ও ২৯ নং ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন চসিক নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে যে বার্তা দিয়েছেন, তার সারমর্ম হলো চট্টগ্রামকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলতে মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সকল প্রতিবন্ধকতা দূরে সরাতে হবে। চট্টগ্রামসহ সারা বাংলাদেশে যে উন্নয়ন তা আজ দৃৃশ্যমান। কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, তৃতীয় কর্ণফুলী সেতু, মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর স্থাপনা, চট্টগ্রাম থেকে টেকনাফ হয়ে ঘুমঘুম পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন এখন শুধু স্বপ্ন নয় বাস্তবতার প্রতিফলন। আমি আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার এ বিশাল কর্মযজ্ঞের সামান্য অংশীদার এবং জনগণের স্বপ্নের সহযাত্রী। আমি আপনাদের স্বপ্নসাধ পূরণে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি।

    গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চু বলেন, জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায় নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এর ফসল আমাদের ঘরে তুলতে হবে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ও সার্বক্ষনিক পাহারাসহ আমাদেরকে সতর্ক অবস্থায় থাকতে হবে।অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আইন সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শ্রম সম্পাদক আবদুল আহাদ, কার্যনির্বাহী সদস্য হাজ্বী দোস্ত মোহাম্মদ, নজরুল ইসলাম বাহাদুর, আ’লীগ নেতা মো. জাবেদ, জামশেদুল আলম চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক আসিফ খান, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ।

  • উন্নয়ন ও উত্তম সেবাই আমার লক্ষ্য:রেজাউল করিম

    উন্নয়ন ও উত্তম সেবাই আমার লক্ষ্য:রেজাউল করিম

    আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বলেছেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ায় জননেত্রী শেখ হাসিনার আন্দোলনে চট্টগ্রামের একজন সৈনিক।

    চট্টগ্রামের উন্নয়ন সারা বাংলার উন্নয়নের অন্যতম শর্ত। জাতীয় অর্থনীতির সিংহদ্বার আমাদের চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক সেবার জন্য আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা আমাকে সিটি মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। ভোটের মালিক জনগন। আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের মতামত নিয়ে কাজ করব। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রামকে আরো সমৃদ্ধতর মহানগর হিসেবে গড়ে তুলব। এ জন্য আমি আপনাদের ভোট ও দোয়া চাইছি।

    বৃহস্পতিবার (১২ মার্চ) ১০ নং কাট্টলী ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

    গণসংযোগকালে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো. সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগ নেতা মো. ঈছা, জামশেদুল আলম চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নেছার আহমেদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান প্রমূখ।

    এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

     

  • চট্টগ্রামকে সুন্দর স্মার্ট নগরীতে পরিণত করতে ভোট যুদ্ধে নেমেছি : ডা.শাহাদাত

    চট্টগ্রামকে সুন্দর স্মার্ট নগরীতে পরিণত করতে ভোট যুদ্ধে নেমেছি : ডা.শাহাদাত

    চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন।

    বুধবার (১১ মার্চ) সকালে নগরীর বহদ্দার হাট হক মার্কেট চত্বরে পথ সভায় দেয়া বক্তব্যে তিনি এই আহবান জানান।

    এই দিন ডা: শাহাদাত হোসেন নগরীর ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে গণ সংযোগ শুরু করে খাজারোড,চৌধুরী স্কুল,ইলিয়াছ মেন্বারের বাড়ী,গোলাম আলী নাজির বাড়ী,সানোয়ারা আবাসিক,বরিশাল বাজার,সিএনবি মোড়,মৌলভী পুকুর পাড়,শরাপত উল্লাহ প্রেট্টল পাম্প ও পশ্চিম ষোলশহর ৭ নং ওয়ার্ডের মুরাদপুর মোড়,মির্জারপুল,মোহম্মদপুর,খতিবের হাট,নাজিরপাড়া,হামজারবাগ,আতুরার ডিপু,আমিন কলোনি,মোহাম্মন নগর,আনন্দবাজার,বার্মা কলোনি,আলি নগর ও হিল ভিউ এলাকায় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।

    এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্র এখন ধ্বংসের পথে। গণতন্ত্রকে রক্ষা করতে দেশমাতার মুক্তির বার্তা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের দুয়ারে ধানের শীষের ভোট চাইতে।

    আমি চট্টগ্রামকে সুন্দর স্মার্ট নগরীতে পরিণত করতে ভোট যুদ্ধে নেমেছি। আমরা জয়ের জন্যই মাঠে নেমেছি । ভোট যুদ্ধে জয়ী হয়ে দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাল্লাহ।

    গণসংযোগে ডা.শাহাদাত

    তিনি বলেন,নগরীর বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি প্রশাসনের লোকজন আমাদের নেতাকর্মীদের উপর বিমাতাসুলভ আচরণ করছে। ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ করে দিতে ইসির প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা কর্মীদের কে ভোটের মাঠে হয়রানি করলে আমরা বসে থাকব না কর্মসূচি দিতে বাধ্য থাকবো।

    তিনি বলেন,জনগণের সাংবিধানিক অধিকার শেষ হয়ে গেছে।ভোট ও রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। সরকার দিনের ভোট রাতে নেওয়ার কারণে মানুষ কেন্দ্রমুখী হচ্ছে না।আসুন চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি।

    তিনি বলেন,আওয়ামী লীগ,রাষ্ট্রযন্ত্র ও ইসিতে মিলে এখন একাকার হয়ে গেছে। নির্বাচনে ইসিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। অন্যথায় চট্টগ্রামবাসী সমুচিত জবাব দেবে।

    তিনি বলেন,ভোট কেন্দ্রে সেনাবাহিনীর অফিসার ত্রুটি দেখার জন্য দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে যেন আওয়ামী সন্ত্রাসীরা বুথে গিয়ে ভোট দিতে না পারে।তিনি বলেন,ভোটের দিন ভোটাররা যেন ভয় ভীতি ছাড়া কেন্দ্রে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে ইসিকে। আওয়ামী সন্ত্রাসীরা যেন ভোটারদের হুমকি-ধমকি দিতে না পারে সেজন্য কেন্দ্রের বাইরে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে।

    ভোটের দিন পাঁচটার মধ্যে ভোটের ফলাফল দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, অন্যথায় যে কোনো পরিস্থিতির জন্য সরকার এবং প্রশাসনকে দায়ী থাকতে হবে। চট্টগ্রামের মানুষ শান্তিপ্রিয়।কিন্তু প্রয়োজনে চট্টগ্রামবাসী যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তত। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন চট্টগ্রাম থেকে সূচনা হয়েছে। সিটি নির্বাচনে কারচুপি হলে চট্টগ্রাম থেকে আন্দোলনের সূচনা হবে বলে তিনি উল্লেখ করেন।

    এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে আটকে রাখা হয়েছে। ভোট যুদ্ধে অংশগ্রহনের মাধ্যমে আমরা নেত্রীকে মুক্তির জন্য পথে নেমেছি।২৯ মার্চ বিজয়ী হয়ে এই আন্দোলনের সফলতা নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। সন্ত্রাসী –মাস্তান নিয়ে ইভিএম মেশিন নিয়ন্ত্রণের অপচেষ্টা হলে দাতা ভাঙ্গা জবাব দেয়া হবে।তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ব হয়ে কেন্দ্র পাহারা দিতে প্রস্তুত হওয়ার আহবান জানান।

    নগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন,চট্টগ্রামের-৮আসনের উপ নির্বাচনে আমাকে যে ভাবে হারানো হয়েছে,আগামী ২৯ মার্চ সিটি নির্বাচনে আমরা তা আর হতে দেবনা।যারা ভোট চুরি করতে আসবে তাদের কে সাধারণ ভোটারদের নিয়ে প্রতিহত করা হবে।মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজ পথে আছি থাকবো।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,উওর জেলা বিএনপি নেতা এম এ হালিম,চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি হাজী মো: আলী,৪ নং ওয়ার্ড কাউন্সিলার প্রর্থী মাহাবুবুল আলম,যুগ্ম সম্পাদক ৭ নং ওয়ার্ড কাউন্সিলার প্রর্থী ইসকান্দর মির্জা ,আর ইউ চৌধুরী শাহিন,ইয়াছিন চৌধুরী লিটন,মন্জুর আলম মন্জু,আনোয়ার হোসেন লিপু,গাজী সিরাজ উল্লাহ,আইন সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী,সহ সম্পাদক রফিকুল ইসলাম ,ইদ্রিসআলি, খোরশেদ আলম কুতুবী,আবু মুছা,আবদুল হাই,থানা সম্পাদক মনির আহম্মদ চৌধুরী,শরিফ উদ্দীন খান,মহিলা কাউন্সিলার প্রর্থী শাহেনেওয়াজ চৌধুরী মিনু,জিন্নাতুন নেছা জিনিয়া,বিএনপি নেতা জসিম উদ্দীন,আবুল মনছুর রোমেল, ইলিয়াছ চৌধুরী,মো:আসলাম,এড. এফ এ সেলিম,মাসুদুল কবির রানা, সিরাজুল ইসলাম মুন্সি,কাসরুল ইসলাম,অঙ্গ সংগঠনের নেতা মোশারফ হোসেন,মোহাম্মদ আলী সাকি,জিয়াউর রহমান জিয়া,গুলজার হোসেন,এরশাদ হোসেন,সেলিম উদ্দীন রাসেল,শহিদুল ইসলাম শহিদ, আসাদুজ্জাম রুবেল,মাহাবুবুর রহমান,ফকরুল ইসলাম শাহিন ,মোহাম্মদ হাসান প্রমুখ।

  • শাহাদাতের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় যুবদল’র সমন্বয়ক কমিটি গঠন

    শাহাদাতের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় যুবদল’র সমন্বয়ক কমিটি গঠন

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদল’র উদ্যোগে নগর যুবদল’র সি. সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নূর আহমদ গুড্ডু, ফজলুল হক সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে সমন্বয়ক করে ২২ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে।

    সদস্য হিসেবে আছেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    আরো খবর:::মেয়র নির্বাচনে যুবদলকে জাতীয়তাবাদী ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে:শাহাদাত

    অন্যান্য সদস্যরা হচ্ছেন এস এম শাহ আলম রব সহ-সভাপতি, মোহাম্মদ শাহেদ আকবর সহ-সভাপতি, ইকবাল হোসেন সংগ্রাম সহ-সভাপতি, মোহাম্মদ ইলিয়াছ সহ-সভাপতি, আবদুল করিম সহ-সভাপতি, আবদুল গফুর বাবুল সহ-সভাপতি, মোহাম্মদ মুছা সহ-সভাপতি, মিয়া মোহাম্মদ হারুন সহ-সভাপতি, নাছির উদ্দিন চৌধুরী নাসিম সহ-সভাপতি, হাসান মুরাদ সহ-সভাপতি, হাবিবুর রহমান মাসুম যুগ্ম সাধারণ সম্পাদক, সেলিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, মো. এরশাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ তাজুল ইসলাম তাজু যুগ্ম সাধারণ সম্পাদক, দীপঙ্কর ভট্টচার্য যুগ্ম সাধারণ সম্পাদক, তৌহিদুল ইসলাম রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক, শাহীন পাটোয়ারী যুগ্ম সাধারণ সম্পাদক, ওসমান গনি সহ-সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাগীর দপ্তর সম্পাদক, মো. জহিরুল ইসলাম জহির সহদপ্তর সম্পাদক।

    চট্টগ্রাম মহানগর যুবদল’র প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে কেন্দ্রীয় প্রচার সেল গঠন। কেন্দ্রীয় প্রচার সেলের অন্যান্য সদস্যরা হলেন সহ প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, কোরবান আলী, মিজানুর রহমান।

    মহানগরীর আওতাধীন ১৫ টি থানাকে ৫টি জোনে ভাগ করে আসন্ন চসিক নির্বাচনে ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জোন-১, পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও থানায় ৫৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি জোন-২ বাকলিয়া, চকবাজার ও কোতোয়ালী থানায় ৩৭ সদস্যবিশিষ্ট জোন-৩ খুলশী, আকবর শাহ ও পাহাড়তলী থানায় ৪৩ সদস্য বিশিষ্ট, জোন-৪ হালিশহর ডবলমুরিং ও সদরঘাট থানায় ২২ সদস্য বিশিষ্ট, জোন-৫ বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানায় ২৬ সদস্য বিশিষ্ট নির্বাচন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

  • সেবক হিসেবে সেবা করার সুযোগ দিন:রেজাউল করিম

    সেবক হিসেবে সেবা করার সুযোগ দিন:রেজাউল করিম

    চট্টগ্রামবাসীর সেবক হিসেবে সেবা করতে সুযোগ চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন সেটাকে কাজে লাগিয়ে চট্টগ্রামে চলমান উন্নয়নকে আরো বেগবান করবো। আল্লাহ আমাকে একটা সুযোগ এনে দিয়েছেন, আপনাদের সহযোগিতা পেলে আমি কামিয়াব হবো বলে আশা করি।

    আজ (৭ মার্চ) শনিবার সকালে নগরীর চান্দগাঁও থানার ওয়াছিয়া আহমাদিয়া সুন্নীয়া এতিমখানা ও মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, এক সময় চান্দগাঁও থানাসহ সব বৃহত্তর বাকলিয়া ছিল। এখন বিভক্ত হলেও আমরা সবাই বৃহত্তর বাকলিয়ার সন্তান। একটি ঘরে পাঁচজন ভাই থাকলে যেমন পাঁচ মতাদর্শে থাকতে পারে, আমাদের বাকলিয়াতেও অনেক ভাই ভিন্ন মতাদর্শে থাকতে পারে। কিন্তু পাঁচ ভাই যেমন ঘরে এসে এক সাথে বসে, তেমনিভাবে আমি আপনাদের ভাই, বন্ধু হিসাবে আমাকে একবার সেবক হিসেবে আপনাদের সেবা করার সুযোগ দিন। তাহলে সকলের মতামতের ভিত্তিতে একটি পরিকল্পিত আধুনিক চট্টগ্রাম গড়ে তুলবো।

    তিনি বলেন, মৃত্যুর পর কেউ কিছু নিয়ে যেতে পারব না, আমাদের সাথে যাবে আমাদের ভালো কাজ। এ মাদ্রাসায় এতিম যেসব শিক্ষার্থী আছে, তাদের এলাকাবাসীকে দেখতে হবে। এদের কারো মা নেই, কারো বাবা নাই। এদের পাশে দাঁড়ালে সেটা হবে ছদকায়ে জারিয়া। এ কাজগুলো মৃত্যুর পর আমাদের সাথে যাবে।

    মাদ্রাসার অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে উপাধ্যক্ষ কাজী মফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম শামসুল আলম, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম।

    এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির আবদুর রশিদ ডিলার, মুসা সওদাগর, আবুল বশর সওদাগর, বদরুল আলম, আবু তাহের, শিক্ষক আবু তৈয়ব, রেজাউল করিম, আমিরুল ইসলাম, মুনিরুল হাসান, ইফফাৎ জাহান, চেমন আরা বেগম,আবদুল করিম, আবুল হোসাইন, নজরুল ইসলাম, হাসান ইমাম, আবদুল বারী, হাফেজ নুরুল আলম, মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

    অসুস্থ প্রবীণ আ’লীগ নেতাকে দেখতে গেলেন মেয়র প্রার্থী রেজাউল করিম

    অসুস্থ প্রবীণ আওয়ামীলীগ নেতা, বঙ্গবন্ধুর স্লেহভাজন ফকির মোহাম্মদ চৌধুরী (ফকির সওদাগর) কে দেখতে যান রেজাউল করিম চৌধুরী। শনিবার (৭ মার্চ ) নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়ার বলিরহাটস্থ ফকির সওদাগরের নিজ বাসভবনে যান।

    অসুস্থ প্রবীণ আ’লীগ নেতাকে দেখতে গেলেন মেয়রপ্রার্থী রেজাউল করিম।

    এসময় রেজাউল করিম চৌধুরীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবীণ এ আওয়ামীলীগ নেতা। রেজাউল করিম চৌধুরী দ্রুত তার আরোগ্য কামনা করে দোয়া করেছেন।

    এসময় উপস্থিত ছিলেন বাকলিয়া থানা আওয়ামীলীগের সদস্য মো. মুসা, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সামশুল আলম, সাধারণ সম্পাদক কাউন্সিলর এম আশরাফুল আলম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন, মো, তছকির, ইউনিট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দীন, মো. মাসুদ, চান্দঁগাও থানা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল হাসান হিমেল , ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ফারুক, শাহজাহান, কামাল উদ্দীন, মো. হাশেম ও মো. কাশেম প্রমুখ।

    সুখে দুখে পাশে থাকার অঙ্গীকার রেজাউল করিমের

    আজ শনিবার (৭ মার্চ) নগরীর খুলশী কলোনীস্থ নগরে বসবাসরত অবাঙালী বিহারদের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, সুখে দুঃখে আগে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামীতে আরো বেশি পাশে পাবেন। সকল ধর্মের, সকল মতের মানুষের বসবাস এ চট্টগ্রামে। এ নগরীর সকল মানুষকে সাথে নিয়ে পরিকল্পিত বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা আমার লক্ষ্য। তাই সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন তিনি।

    অবাঙালী বিহারদের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করছেন রেজাউল করিম চৌধুরী।

    এসময় তিনি আরো বলেন, চট্টগ্রামে প্রায় ৬০ হাজার ভোটার রয়েছে। যারা স্বাধীনতার পর থেকে চট্টগ্রামে বসবাস করে আসছে। আমাদেও বাঙালীদের মতো তারাও আমাদের দেশ ও সমাজের উন্নয়নে কাজ করছে। অনেকে উচ্চ শিক্ষা গ্রহন করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত এখন। আমরা সবাই এ চট্টগ্রামের মানুষ। এ নগরকে কিভাবে নিরাপদ, বাসযোগ্য ও একটি আধুনিক নগর হিসাবে গড়ে তোলা যায়, সেটা সমাজের প্রতিটি স্তরের মানুষের মতামত ও অংশগ্রহনের মাধ্যমে নিশ্চিত করা হবে। চট্টগ্রামে যে উন্নয়নযজ্ঞ চলছে এটা ধারাবাহিকতার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

    অবাঙালীদের সংগঠন এসপিজিআরসি’র জোনাল সাধারণ সম্পাদক সোহেল খাঁনের সভাপতিত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ডেও কাউন্সিলর প্রার্থী মো. মোরশেদ আলম, এসপিজিআরসির জোনালের যুগ্ম সম্পাদক সোহেল আশরাফী, এসবি নগর শাখার যুগ্ম সম্পাদক আজগর আলী, রৌফাবাদ শাখার সাধারণ সম্পাদক আজিজ রায়হান, এসবি নগর শাখার সভাপতি কাইয়ুম সাহেব, ফিরোজশাহ কলোনীর সভাপতি মো. ইকবাল, সাব্বির হান্নান, মোতালেব সরকার প্রমুখ।

    ইসকন বিভাগীয় মন্দির পরিদর্শন :

    নগরীর নন্দনকাননস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম বিভাগীয় প্রধান কার্য্যলয় ও শ্রী শ্রী রাধা মধাব মন্দিও এবং শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম পরিদর্মন করেছেন রেজাউল করিম চৌধুরী।

    শনিবার (৭ মার্চ ) সন্ধ্যায় মন্দির পরিদর্শনে গেলে জোউল করিম চৌধুরীকে স্বাগত জানান মন্দির অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রক্ষচারী, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস।

    এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, ধর্ম মানুষকে পবিত্র করে। কোন ধর্ম হানাহানি, মারামারি করার জন্য নির্দেশ দেয়নি। ধর্ম যার যার , রাষ্ট্র সবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় গুরুদের আন্তরিকভাবে কাজ করার জন্য আহবান জানান।

    এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মাসুম চৌধুরী, সুবল সখা দাস ব্রক্ষচারী, সুমন চৌধুরী, অপূর্ব মনোহর দাস ব্রক্ষচারী, তারা নিত্যনান্দ দাস ব্রক্ষচারী উপস্থিত ছিলেন।

  • নির্বাচন কমিশনে ৪ দফা দাবীর চিঠি দিলেন ডা.শাহাদাত

    নির্বাচন কমিশনে ৪ দফা দাবীর চিঠি দিলেন ডা.শাহাদাত

    চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং ভোটারদের ভোটকেন্দ্রে মুখী করতে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী নগর বিএনপি’র সভাপতি ডা.শাহাদাত হোসেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর ৪ দফা সম্মিলিত একটি আবেদন পত্র দিতে সকালে লাভলীস্থ নির্বাচন কমিশনারের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের অফিসে যান।

    এসময় ডা. শাহাদাত হোসেন বলেন,আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নির্মুক্ত দাবিসমূহ বাস্তবায়িত হলে জনগণ ভোটকেন্দ্রে আসতে উৎসাহিত হবে।

    ডা.শাহাদাত আরো বলেন, ভোটের পরিবেশ রক্ষার জন্য ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারে তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার মাধ্যমে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারে তার জন্য জোর দাবি জানাচ্ছি ।

    দাবী সমুহের মধ্যে রয়েছে:
    ১ /চারদিন একনাগাড়ে ছুটির দিন হওয়ার কারণে ২৯ শে মার্চের নির্বাচনের তারিখ ৩১ শে মার্চ করা।
    ২/ ইভিএম এর প্রতিটি বুথে ইউনিফর্ম পরিধান রত সেনাবাহিনী অফিসার নিয়োগের মাধ্যমে ইবিএম ঞবপযহরপধষ ংঁঢ়ঢ়ড়ৎঃ এর পাশাপাশি কোন অবৈধ অনাকাঙ্ক্ষিত লোক যাতে অন্যের ভোট দিতে না পারে, সে দায়িত্বের পাশাপাশি পোলিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব ও তাদের নিতে হবে।
    ৩/ প্রিসাইডিং অফিসারের ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ভোট দেওয়ার অধিকার ১% আনতে হবে। কারণ সিটি কর্পোরেশনের এর প্রায়ই ২০ লাখ ভোটের মধ্যে ৫% বোর্ড যদি প্রিসাইডিং অফিসারের আওতায় থাকে তাহলে ১ লাখ ভোট হয়।যা চাইলে তারা কাপচুপি করতে পারে, যেটাতে নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হয়।
    ৪/ যেহেতু সাম্প্রতিক নির্বাচনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে, বহিরাগত সন্ত্রাসীরা ভোটের পরিবেশ নষ্ট করছে,কাজে এনআইডি কার্ড ছাড়া কেউ যেন ভোট সেন্টারের গেট থেকে যেন ভিতরে ঢুকতে না পারে এবং ৪০০ গজের মধ্যে কোন বহিরাগত সন্ত্রাসী যাতে জড়ো হতে না পারে তার ব্যবস্থা ইসি এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে করতে হবে।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি আব্দুল আজিজ, নিয়াজ মোহাম্মদ খান, শফিকুর রহমান স্বপন, কাজী বলাল,শাহা আলম,আনোয়া হোসেন লিপু সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আলম,কামরুল ইসলাম প্রমুখ।

  • সেকেন্দার হায়াত খানের কবর জেয়ারত করলেন রেজাউল করিম

    সেকেন্দার হায়াত খানের কবর জেয়ারত করলেন রেজাউল করিম

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত সেকেন্দার হায়াত খানের কবর জেয়ারত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।

    আজ বুধবার (৪ মার্চ) নগরীর মোহরা এলাকায় তিনি জোহরের নামাজের পর প্রয়াত এ আওয়ামী লীগ নেতার কবর জেয়ারত করেন।

    এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহবায়ক নুর উদ্দিন, প্যানেল মেয়র জোবাইদা নারগিস খান, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. রফিক, যুগ্ম আহবায়ক নাজিম চৌধুরী, জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুদ, আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ চৌধুরী, আশেক রসুল বাবু, হাজ্বী শাহাবুদ্দিন, শফিকুর রহমান সৌরভ, জাবেদ খান, তানভির হোসেন, নুর ইসলাম, সাবেক ছাত্রনেতা রাজীবুল ইসলাম হীরা প্রমুখ।

  • আমি নগরপিতা নয়,নগর বাসীর সেবক হতে চাই-ডা: শাহাদাত

    আমি নগরপিতা নয়,নগর বাসীর সেবক হতে চাই-ডা: শাহাদাত

    বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি নগরপিতা নয়, নগর বাসীর সেবক হতে চাই।

    তিনি বলেন,বেগম খালেদা জিয়া যখনই ক্ষমতায় ছিল দেশের ও জনগনের সব কিছু করেছেন।ফখরুদ্দীন, মঈন উদ্দিন মাইন টু ফরমুলাই দেশ ত্যাগ করার জন্য অনেক চেষ্টা করলেও তাকে দেশ থেকে বিদেশে পাঠাতে পারেনি।

    তিনি বলেন,দেশে হাজার হাজার কোটি টাকা লুট হলেও তাদের বিচার হয়না কিন্তু বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার জন্য দুই বছরের অধিক সময় জেলে থাকতে হচ্ছে।

    ডা.শাহাদাত হোসেন বলেন, জনগন যেভাবে ভোট কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, প্রশাসন উদ্যোগ নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসার কাজ করতে হবে। তিনি আজ পূর্ব বাকলিয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে একথা বলেন ও ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক কাজি বেলাল উদ্দিন, বিএনপি নেতা এ কে এম আনিসুর রহমান, নগর বিএনপি’র সহ প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, সদস্য এম এ সবুর, মোহাম্মদ জসীমউদ্দীন,মহিলা কাউন্সিলার প্রার্থী শাহিদা বেগম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাাহ আল সগীর, বিএনপি নেতা মুজিবুর রহমান, আবুল কালাম আবু, মোহাম্মদ ইউনুস, আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ লোকমান, মান্নান, ইকবাল প্রমুখ।

    এ ছাড়াও আজ সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের সাথে স্থানীয় একটি হোটেলে সৌজন্য স্বাক্ষাত করেন অফিস অফ ডেমোক্রেসি হিউম্যান রাইটস এন্ড গভর্নস এর পরিচালক রেন্ডল বি ওলসন, ইউএসএইড এর রুবায়েত চৌধুরী মাসুম, সাজ্জাদ কামাল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আমিনুল আহসান, অনিন্দ্য রহমান, সদরুল আলম, মাস্টার ট্রেইনার জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ ।

    স্বাক্ষাতে মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে । প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের এনআইডি দেখে ঢুকাতে হবে। ভোটকেন্দ্রের ব্যালট প্যানেলে সেনাবাহিনীর অফিসার নিয়োগ দিতে হবে। প্রিসাইডিং অফিসারের ৫% ভোট দেওয়ার ক্ষমতা কমিয়ে ১% নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনকে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহন করার জন্য আমি আহবান জানিয়েছি।