Tag: মেয়াদোত্তীর্ণ

  • মেয়াদোত্তীর্ণ ইউপিতেও বসবে প্রশাসক

    মেয়াদোত্তীর্ণ ইউপিতেও বসবে প্রশাসক

    পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদেও (ইউপি) প্রশাসক বসানো যাবে। এমন বিধান রেখে‌ ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

    বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

    সংশোধিত খসড়া আইন অনুযায়ী, ‘ইউনিয়ন পরিষদ সচিব’র পদবি বদলে হচ্ছে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’।

  • বাসি ভাত, মাংস, ডাল ও মেয়াদোত্তীর্ণ বোরহানি মিলল মোগল রেস্টুরেন্টের ফ্রিজে

    বাসি ভাত, মাংস, ডাল ও মেয়াদোত্তীর্ণ বোরহানি মিলল মোগল রেস্টুরেন্টের ফ্রিজে

    নিজস্ব প্রতিনিধি : গ্রাহকদের কাছে বিক্রি করার উদ্দ্যেশে বাসি খাবার রেস্টুরেন্টের ফ্রিজে সংরক্ষণ রাখায় মোমিন রোডের মোগল বিরিয়ানি এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

    আজ রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়। এবং রেস্টুরেন্টটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওর্য়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশনায় মহানগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে আজকের এ অভিযান।

    তিনি বলেন, অভিযানে মোমিন রোডের মোগল রেস্টুরেন্টের একটি ফ্রিজে রান্না করা বাসি ভাত, ডাল, মাংস ও নুডলস পাওয়া যায় এবং অপর একটি ফিজ্রে কয়েক দিন আগে বানানো মেয়াদহীন বোরহানি পাওয়া যায়।

    গ্রাহকদের কাছে বিক্রি করার উদ্দ্যেশে এসব বাসি খাবার রেস্টুরেন্টে সংরক্ষণ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়।

    এছাড়া শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে রেস্টুরেন্টে আগত অতিথি ও কর্মচারীদের সচেতন করা হয়েছে জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

    ২৪ ঘণ্টা/রাজীব