Tag: ”মোকাবেলায়

  • করোনা মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

    করোনা মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

    সরকার দেশে করোনা ভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়া রোধে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

    অর্থ মন্ত্রণালয় আজ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের এক শ’ কোটি টাকা বরাদ্দের দাবির জবাবে এ বরাদ্দ সম্পর্কে তাকে অবহিত করেছে।

    ৫০ কোটি টাকার মধ্যে ৪৫.৫ কোটি টাকার বেশি সরঞ্জাম ক্রয়ের জন্য। বাকি বরাদ্দ জনসচেতনতা বাড়াতে এবং রাসায়নিক রি-এজেন্ট কেনার জন্য ব্যবহার করা হবে।

    অর্থ মন্ত্রণালয় ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এ তহবিল বরাদ্দ দিয়েছে।

  • বিএফআরআই এ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নির্মাণকৃত রাস্তার উদ্বোধন

    বিএফআরআই এ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নির্মাণকৃত রাস্তার উদ্বোধন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এ“জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলার জন্য বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম এলাকায় অবকাঠামোসমূহ উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি উন্নয়নের মাধ্যমে পুনঃ নির্মাণকৃত ২৫০ মি. রাস্তার শুভ উদ্বোধন হয়।

    ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় নির্মাণকৃত রাস্তাটির উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম।

    এ সময় বিএফআরআই এর পরিচালক ড. মো: মাসুদুর রহমান, প্রকল্প পরিচালক মো: জাহাঙ্গীর আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো: আলমগীর এবং বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তাসহ অন্যান্য গবেষকগণ উপস্থিত ছিলেন।

    এ সময় অতিরিক্ত সচিব বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই উন্নয়নের বিকল্প নেই।’ প্রকল্প পরিচালক বলেন, ‘বর্ষা মৌসুমে এ রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়তো। কোমড় সমান পানিতে বিএফআরআই এর কর্মকর্তা-কর্মচারীসহ এ এলাকায় স্থানীয়গণ মহা দুর্ভোগ স্বীকার করে বাস করতো।

    রাস্তাটির পুনঃনির্মাণ ও আধুনিকায়নের মাধ্যমে এষানকার জলাবদ্ধতার যেমন টেকসই সমাধান হবে তেমনি রাস্তার দুপার্শ্বে বৃক্ষ রোপণের ফলে এর সৌন্দর্য পথচারীদের আকর্ষণ করবে বলে আশা করি।’

    উদ্বোধন শেষে বিএফআরআই এর কর্মপরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় অতিরিক্তি সচিব প্রকল্পের আওতায় গৃহীত ভূমি উন্নয়নের মাধ্যমে ২৫০মি. রাস্তা নির্মাণের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের অফিস ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা হতে মুক্তি পেতে ৮১০মি. আরসসিসি ও ব্রিকসের ড্রেন নির্মাণ, পাহাড়ের খালি ভূমি ব্যবস্থাপনা ও বনায়নের নিমিত্তে ৩০ হাজার চারা রোপণের মাধ্যমে ভূমির ক্ষয় রোধ, পরিবেশের ভারসাম্য ও জীব-বৈটিত্র্য রক্ষা করা, পাহাড় ধস প্রতিরোধে ২৮৬মি. আরসিসি রিটেইনিং দেয়াল নির্মাণসহ সামগ্রিক বিষয়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং জুন ২০২০ সালের মধ্যে প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার ব্যাপারে প্রকল্প পরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

    এছাড়াও তিনি বিএফআরআই এর গবেষণা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

     

  • ঘূর্ণিঝড় “বুলবুল ”মোকাবেলায় ফটিকছড়ি প্রশাসনের প্রস্তুতি

    ঘূর্ণিঝড় “বুলবুল ”মোকাবেলায় ফটিকছড়ি প্রশাসনের প্রস্তুতি

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    উপজেলার জনসাধারণকে প্রাকৃতিক এই দূর্যোগ মোকাবেলায় প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষায় মানুষ যাতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিতে পারে সেজন্য প্রতিষ্ঠান গুলোতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

    ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেছেন, ঘুর্ণিঝড় মোকাবেলায় উপজেলার ১৫২ টি প্রাথমিক বিদ্যালয় ৪৬টি স্কুল এবং কলেজ ২৫টি মেড়িকেল টিম প্রস্তুত করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট সহ ঔষুধ মজুদ রাখা হয়েছে।

    এদিকে দূর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে উপজেলা পরিষদের জরুরী সভায় স্ব স্ব ইউনিয়নে সার্বিক প্রস্তুতি সম্পর্কে ইউপি চেয়ারম্যাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে।