Tag: মোছলেম উদ্দিন আহমেদ

  • মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে সিইউজে’র শোক

    মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে সিইউজে’র শোক

    চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

    সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

    শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রামের রাজনীতির অপূরণীয় ক্ষতি হলো।

    উল্লেখ্য, রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

  • মোছলেম উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    মোছলেম উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজের ভিপি নির্বাচিত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

    তিনি ১৯৭০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

    শেখ হাসিনা বলেন, তিনি (মোছলেম উদ্দিন) ২০০৫ সাল থেকে ২০১৩ পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

    মোছলেম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।

    প্রধানমন্ত্রী মোছলেম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত

    সাংসদ মোছলেম উদ্দিনসহ পরিবারের ১০ সদস্য করোনায় আক্রান্ত

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:এবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।

    আক্রান্তের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

    এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ।

    এর আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোন সাংসদ ও তার পরিবারে করোনা শনাক্ত হলো।

    বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনারভাইরাসের। যার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

    সাংসদ মোছলেম উদ্দিনের সঙ্গে করোনা আক্রান্ত পরিবারের অন্যরা হলেন তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।

    উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

  • মোছলেম উদ্দিন শপথ গ্রহণ করায় খোরশেদ আলম সুজনের অভিনন্দন

    মোছলেম উদ্দিন শপথ গ্রহণ করায় খোরশেদ আলম সুজনের অভিনন্দন

    সদ্য সমাপ্ত চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়ে গতকাল শপথ গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক ৫নং মোহরা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

    তিনি আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে সৌদি আরবের মক্কা শরীফ থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন বার্তা প্রেরণ করেন।

    সুজন বলেন ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করা মোছলেম উদ্দিনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সকল রাজনীতিবিদদের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তার নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে যে গুনগত পরিবর্তনের সৃষ্টি হয়েছে তা সবার জন্য সুফল বয়ে আনবে বলেও মত প্রকাশ করেন তিনি।

    তিনি আরো বলেন, বোয়ালখালীর কালুরঘাট সেতু ছাড়াও নগরীর চাঁন্দগাও, পাঁচলাইশ, পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর এবং মোহরা ওয়ার্ডের রাস্তাঘাট, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নেও মোছলেম উদ্দিনের জোরালো ভূমিকা আশা করেন সুজন।

    বিশেষ করে অবহেলিত মোহরা ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন এবং পানীয় জলের তীব্র সমস্যা সমাধানে ত্বড়িৎ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান সুজন।

    এছাড়া বৃহত্তর বোয়ালখালী সহ নগরীর সাথে সম্পৃক্ত ওয়ার্ডসমূহের সমন্বয়ে চট্টগ্রাম-৮ আসনকে একটি সত্যিকার অর্থে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত করতে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি। তিনি জনগনের কথা ভুলে না গিয়ে জনগনের সুবিধা অসুবিধায় মোছলেম উদ্দিনকে জনগনের পাশে থাকার আহবান জানান।

    তিনি আরো বলেন, এই নির্বাচনে বিএনপি তথা বিরোধী দল ভোটের ফলাফলের বিরুদ্ধে কার্যত কোন ধরনের তথ্য উপাত্ত প্রদর্শন করতে ব্যর্থ হয়ে নান রকম বিভ্রান্তমূলক বক্তব্য উপস্থাপন করছে।

    তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এই নির্বাচনে বিএনপি প্রার্থী প্রথম থেকেই নৌকার প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শেষ পর্যন্ত সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় জনগন একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন প্রত্যক্ষ করেছেন যা গণতন্ত্রের জন্য একটি শুভ সূচনা। এই নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপির অব্যাহত মিথ্যাচারও ভুল প্রমাণিত হয়েছে বলে মত প্রকাশ করেন সুজন।

  • শপথ নিয়েছেন মোছলেম উদ্দিন

    শপথ নিয়েছেন মোছলেম উদ্দিন

    জাসদ নেতা মাঈনুদ্দীন খান বাদলের মৃত্যুতে শূণ্য হওয়া বোয়ালখালী এবং চান্দগাঁও(আংশিক) নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ শপথ নিয়েছেন।

    সোমবার (২০ জানুয়ারী) সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

    শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, আবু রেজা মোহাম্মদ নেজামমুদ্দীন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

    জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রাম-৮ উপ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন, ইভিএমে ভোট গ্রহণ কাল

    চট্টগ্রাম-৮ উপ নির্বাচন : সকল প্রস্তুতি সম্পন্ন, ইভিএমে ভোট গ্রহণ কাল

    ২৪ ঘন্টা ডট নিউজ। পূজন সেন, বোয়ালখালী: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন আগামীকাল ১৩ জানুয়ারি সোমবার। এ আসনের ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে গতকাল শনিবার রাত ১২টায় শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা।

    এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

    তিনি জানান, গতকাল শনিবার নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে (১৭০টি) মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। ভোটের আগে মনের ভয় কিংবা সংশয় দূর করার জন্য এই মক ভোটিংয়ের ব্যবস্থা নেওয়া হয়।

    আজ রবিবার বিকেলের মধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী মালামাল পৌঁছুবে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর ২ জন করে সদস্য কারিগরি সহযোগিতার জন্য থাকবে বলে জানান জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।

    ২৩ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নামেন প্রার্থীরা। তারা জোরালো প্রচারণা চালিয়ে ভোটারদের মন কাড়তে নানা প্রতিশ্রুতি প্রদান করেন। এরই মাঝে ছিলো আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর প্রচার প্রচারণায় বাঁধা, পোস্টার-ব্যানার ছেঁড়া, হামলা ও অগ্নিসংযোগের পাল্টাপাল্টি অভিযোগ। পাল্টাপাল্টি অভিযোগে দুই প্রার্থীর নির্বাচনী প্রচারপ্রচারণায় সরগম হয়ে ওঠে কুর্ণফুলীর দুই পাড়ের জনপদ।

    গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার আমতল এলাকায় রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগ ঘটনা ঘটে।

    এ ঘটনায় বোয়ালখালী বিএনপি নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তবে এ আসনের সিটি কর্পোরেশনের ৩-৭ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচার প্রচারণা দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

    চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর মোহরা, চান্দগাঁও, পাঁচলাইশ, পূর্ব ও পশ্চিম ষোলশহর) আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

    একটি অবাধ-শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ৪-৫ জন পুলিশ সদস্য ও ১১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন র‌্যাব।

    এছাড়া ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবির সঙ্গে মোবাইল টিমে থাকবেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান।

    জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে শতভাগ ইভিএম’এ ভোট গ্রহণের জন্য আড়াই হাজার ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং) প্রস্তুত রয়েছে। ১৭০টি কেন্দ্র্রের ১১৯৬টি কক্ষে ভোট গ্রহণের জন্য এরই মধ্যে চট্টগ্রাম নির্বাচন অফিসে ১২শ’ ইভিএম চলে এসেছে।

    এই আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলায় ১ লাখ ৬৪ হাজার জন ভোটার।

  • মোসলেম উদ্দিনের সমর্থনে যুবলীগের গণসংযোগ

    মোসলেম উদ্দিনের সমর্থনে যুবলীগের গণসংযোগ

    চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোসলেম উদ্দিন আহমদ এর পক্ষে মিছিল ও গনসংযোগ করেছে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা।

    গতকাল শুক্রবার বিকালে নগরীর ৭ নং ওয়ার্ড রৌফাবাদ ও পাহাড়িকা আবাসিক এলাকায় এ গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর সমর্থক আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীরা এতে অংশ নেন।

    মিছিল ও গনসংযোগ পূর্ব এক পথ সভায় বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সমাজ সেবক আব্দুর রহিম, মোঃ লাল মিয়া, সমাজ সেবক মোঃ শাহজাহান হাজি, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ কোরবান আলী, যুবলীগ নেতা ফারহান, আরমান ।

    এসময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৩ জানুয়ারী নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানান।

    গনসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ সিরাজ, মাসুদ রানা ছাত্রলীগ নেতা মোঃ জুয়েল,শরীফ, আনোয়ার, মহিলা আওয়ামী লীগের সদস্যা খতিজা, নুর জাহান পারভীন রাজিয়া,আসমা, চাম্পা প্রমুখ।

  • নির্বাচনে জয়ী হলে এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে-মোছলেম উদ্দিন

    নির্বাচনে জয়ী হলে এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে-মোছলেম উদ্দিন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-৮ বোয়ালখালী উপ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় আগামী এক বছরের মধ্যে কালুরঘাট সেতু দৃশ্যমান হবে বলে আম্বাস দিয়েছেন এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ।

    সোমবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস প্রদান করেন।

    এসময় তিনি বিএনপি মিথ্যাচার করে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, বোয়ালখালীর পৌর মেয়র বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। কালুরঘাট সেতু দৃশ্যমান হবে মোছলেম উদ্দিন

    আমরা নিয়মনীতি মেনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। অন্যদিকে বিএনপি সংঘর্ষেও ঘটনা ও নেতাকর্মী আহত হওয়ার তথ্য পেশ করে মিত্যাচারের আশ্রয় নিয়েছে। যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, তারা মিথ্যা অভিযোগ করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দিন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের সাবেক পরিচালক আবু সুফিয়ান, সাবেক সভাপতি ও বাসস এর ব্যুরো প্রধান কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস ও সাংবাদিক এম নাসিরুল হকসহ আওয়ামীলীগ ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।