Tag: মোটরসাইকেল আরোহী

  • সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার কালুশাহ নগর এলাকার বশর খলিফার বাড়ীর মো. মুছার পুত্র মো. ইউচুপ (৩৪) ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর সুন্নিয়া মাদ্রাসার সংলগ্ন মো. আজিজের পুত্র মহিউদ্দিন রাজু (৩০)।

    বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কা মাথায় বিএসআরএম কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টার সময় উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কা মাথায় বিএসআরএম করাখানার সংলগ্ন দুই ব্যবসায়ি দোকানের মালের জন্য মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কালিরহাট এলাকায় অতিক্রমকালে একই মুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

    খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানর এসআই আমির উদ্দিন বলে, দুই ব্যবসায়ি দোকানের মালের জন্য মোটরসাইকেল যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কালির হাট এলাকায় অতিক্রমকালে একই মুখী একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। আমরা লাশটি উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

  • আনোয়ারায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    আনোয়ারায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা সড়কে যাত্রীবাহি একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

    আজ শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আনোয়ারাস্থ লাবিবা কমিউনিটি সেন্টারের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    নিহতের নাম আব্দুর রহমান। পেশায় তিনি একজন মেকানিক। তিনি বাঁশখালী উপজেলার পূর্ব পুঁইছড়ি গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল করিমের ছেলে।

    মারা যাওয়ার আগ পর্যন্ত সে চট্টগ্রামের ইপিজেড এলাকায় ইউনিভার্সেল জিনস নামের একটি পোশাক কারখানার মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, আব্দুর রহমান আজ শুক্রবার বন্ধের দিনে মোটরসাইকেলে করে শহর থেকে নিজ গ্রাম বাঁশখালীতে যাচ্ছিলেন।

    মোটরসাইকেলটি আনোয়ারা-বাঁশখালী সড়কের লাবিবা ক্লাবের সামনে পৌছালে একই দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস পেছন থেকে ধাক্কা দেন।

    এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করার তথ্য জানান পুলিশ।

    ২৪ ঘন্টা/রাজীব

  • আগ্রাবাদে বাসের নিচে মোটর সাইকেল আরোহী, বাস চালক আটক

    আগ্রাবাদে বাসের নিচে মোটর সাইকেল আরোহী, বাস চালক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যস্ততম সড়কে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মোস্তাফা কামাল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে হোটেল ল্যান্ড মার্কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে মোটর সাইকেল। বাস ও বাস চালককে আটক করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে দ্রুতগামী একটি বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ এক আরোহী বাসের সামনের দিকের চাকার নিচে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত বাসের নিচে থেকে আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে বাস ও বাস চালককে আটক করেছে বলে তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার সাব ইন্সপেক্টর মো. শরিফুল আলম। তিনি বলেন, দ্রুতগামী বাসটি হঠাৎ করে ব্রেক ফেল করলে দুর্ঘটনাটি ঘটে।