Tag: মোটরসাইকেল আরোহী নিহত

  • লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

    লোহাগাড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

    লোহাগাড়ায় উপজেলার পদুয়া ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকচাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপাড়ায় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

    দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফানবলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আনইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

    ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

    ফরিদপুরের মধুখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে রাস্তার ওপর পড়েছিল। তিন মোটরসাইকেল আরোহী কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে ছিটকে সড়কের ওপর পড়ে যায়। ওই সময় একটি ট্রাক তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি বলেন, নিহত তিনজন বন্ধু। এর মধ্যে হুসাইন সরদার ডিগ্রিতে পড়াশোনা করতেন। ট্রাকটি মাগুরামুখী ছিল। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

    ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, মরদেহ তিনটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     

  • সীতাকুণ্ডে এক সাপ্তাহে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশসহ তিন মোটর সাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডে এক সাপ্তাহে সড়ক দূর্ঘটনায় দুই পুলিশসহ তিন মোটর সাইকেল আরোহী নিহত

    কামরুল ইসলাম দুলু : নোয়াখালীর নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে চট্টগ্রামে কর্মস্থলে ফেরার পথে সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ি চাপা মোঃ মুশফিকুর আহমেদ (২১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুযারী) সকাল ৬ টার সময় উপজেলার কুমিরাস্থ রয়েল গেইটের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত মুশফিকুর আহমেদ চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর কবিরহাট থানার ঘোষবাগ গ্রামের মমতাজুল করিমের পুত্র।

    জানযায়, ভোরে মোটর সাইকেল যোগে চট্টগ্রাম জেলা পুলিশ কর্মস্থলে ফেরার পথে কুমিরায় মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

    এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, অজ্ঞাত একটি গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহ এক পুলিশ সদস্য নিহত হয়। লাশটি আমরা উদ্ধার করে প্রথমে হাইওয়ে থানায় নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    উল্লেখ্য, গত এক সাপ্তাহের ব্যবধানে সীতাকুণ্ডে দুইজন পুলিশসহ তিনজন মোটর সাইকেল আরোহী নিহত হয়। গত বৃহস্পতিবার(৪ ফ্রেব্রুয়ারী) বিকাল তিনটার সময় উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় মহাসড়কে নিপন চাকমা নামে এক এএসআই নিহত হন। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার পুত্র। নিপন চাকমা ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি মোটর সাইকেল যোগে চট্টগ্রামে আসার পথে কুমিরা এলাকায় ট্রাকের নিহত হন। এছাড়া গত রবিবার(৭ ফেব্রুয়ারী) উপজেলার ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোঃ রাসেল (৩১) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়। তিনি মোটর সাইকেল যোগে চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে একটি অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। নিহত রাসেল নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব ঘামছে খালি গ্রামের আবদুল হাইয়ের পুত্র।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলায় ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোঃ রাসেল (৩১) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

    আজ রবিবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় উপজলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

    জানা যায়, মোটর সাইকেল যোগে চট্টগ্রাম থেকে নোয়াখালী যাওয়ার পথে একটি অজ্ঞাত একটি গাড়ি মোটর সাইকেলকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। নিহত রাসেল নোয়াখালী জেলার হাতিয়া থানার পূর্ব ঘামছে খালি গ্রামের আবদুল হাইয়ের পুত্র বলে জানা গেছে।

    এ ব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ ইব্রাহিম জানান সকালে দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখান থেকে লাশটি উদ্ধার করি এবং নিহতের লাশ থানায় নিয়ে যাওয়া যায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করছি।

    ২৪ ঘণ্টা/দুলু

     

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অজ্ঞাত গাড়ি চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

    রবিবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার শাহ আমানত ফিলিং স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে।

    নিহতরা হচ্ছে মোঃ আারাফাত (২২) পিতা-মোঃ ইদ্রিস ও মোঃ সুরত আলম (২৩), পিতা-মৃত কালু মিয়া, বোরজনিয়া টাইম বাজার, থানা-রামু, জেলা- কক্সবাজার। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করেছে।

    জানা যায়, কক্সবাজার থেকে মোটর সাইকেল যোগে দুই যুবক কুমিল্লা বেড়াতে যায়। ফেরার পথে ভাটিয়ারীতে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এসময় মোটর সাইকেলটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়।

    খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই রুহুল আমিন ও ফৌজদারহাট ফাঁড়ির এসআই ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে।

    এব্যাপারে রুহুল আমিন বলেন, কুমিল্লা থেকে মোটর সাইকেল পালস্ যোগে কক্সবাজারের উদ্যেশ্যে যাওয়ার পথে ভাটিয়ারীতে দূর্ঘটনায় পতিত হয়। তাদেরকে কোন গাড়ি চাপা দিয়েছে তা জানা যায়নি। আমরা লাশ দুইটি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবারে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় আরাফাত (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে।

    আজ রবিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলাধীন বাঁশবাড়ীয়া এলাকায় এঘটনা ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামমূখী একটি মোটর সাইকেলকে একইমূখী একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেল আরোহী আরাফাত ঘটনাস্থলে নিহত হয়। সে নোয়াখালী জেলার সুর্বনচরের নুরউদ্দিনের পুত্র।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আবুল হাসনাত বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/দুলু

  • মিরসরাইতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

    মিরসরাইতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

    চট্টগ্রাম ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে কাভার্ডভ্যানের ধাক্কায় নুর আলম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

    আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলা পৌর সদরে দুর্ঘটনটি ঘটে। নুর আলম উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

    স্থানীরা জানায়, নিজের বাড়ি থেকে এক নিকট আত্মীয়কে তার বাইকের পেছনে নিয়ে সীতাকু-ের দিকে যাচ্ছিলেন। মিরসরাই সদরের একটি ওভার ব্রিজে পৌছানোর পর তার বাইকের পেছনে থাকা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় নুর আলম।

    সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই খন্দকার বাবুল ইসলাম।

    তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া দুর্ঘটনার ঘাতক কাভার্ডভ্যানটিও আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    রাজীব/২৪ ঘণ্টা

  • মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

    মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

    মিরসরাই প্রতিনিধি:::মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় লেগে এক মোরটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া এলাকায় সিপি হ্যাচারির সামনে বঙ্গবন্ধু শিল্পনগর সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাইমুন (৩০)। সে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ড সোনাপাহাড় এলাকার জয়নাল আবেদীনের পুত্র। এই দুর্ঘটনায় ইকবাল হোসেন (৩৩) সৌরভ হোসেন (২৮) ও হামিদুর রহমান (৩২) নামের আরো তিন মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন।

    আহতদের বন্ধু শামসুদ্দিন মিয়াজী বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফুড জোন নামে এক বন্ধুর মালিকানাধীন রেস্তোরা উদ্বোধন করতে কেকসহ দুটি মোটরসাইকেল নিয়ে বারইয়ারহাট থেকে যাচ্ছিলো ৪ বন্ধু। পথে বেপরোয়া গতির একটি মিনি ট্রাক তাদের সামনের মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে সেটি দুমড়েমুচড়ে গিয়ে পেছনের মোটরসাইকেলেও ধাক্কা লাগে। দুর্ঘটনায় এক বন্ধু সাইমুন ঘটনাস্থলেই নিহত হয়।

    এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহপাড়া এলাকায় মিনি ট্রাক ও মোটরসাইলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগীতায় মিনি ট্রাকের চালক মো. সাইদুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/আশরাফ

  • মহাসড়কে ত্রুটিপূর্ণ গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    মহাসড়কে ত্রুটিপূর্ণ গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    আশরাফ উদ্দিন (মিরসরাই) প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই চরারকুল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনার স্থলেই মারা গেছে দুই মোটরসাইকেল আরোহী। এরা হলেন লুতফর রহমান (৪৫) ও বন্ধু ফাউন্ডেশনের জহির উদ্দিন।

    মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী আলতাফ হোসেন বলেন দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাকার নিচে পিষ্ঠ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা কয়েকজন মিলে অন্য একটি গাড়ি দিয়ে ঘাতক ট্রাকটিকে প্রায় তিন কিলোমিটার ধাওয়া করে আটক করতে সক্ষম হই। ঘাতক ট্রাক ঢাকা মেট্রো-ন-১৩-৩৩৩৫ ও চালক আনিস (২৭) কে আটক করে পুলিশের হাতে জমা দিয়েছি। ঘটনার স্থলেই নিহতদের শরীর ছিন্নভিন্ন হয়েছে।

    আটক কৃত ঘাতক ট্রাক চালক আনিস (২৭) পিতা, মোখলেস। তার বাড়ি কুমিল্লাহ জেলার, দাউদকান্দি থানায়র চারিপাড়া ৯ নং ইউনিয়নের ৩ ওয়ার্ড।

    ঘাতক চালক জানায় তার গাড়ি ক্রটিপূর্ণ ছিল যার কারনে ক্লাস ও গিয়ার কাজ করছিলো না। ফলে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে এই দুর্ঘটনা ঘটায়। ত্রুটিপূর্ণ গাড়ি সড়কে চালানো ঠিক হয়েছে কিনা প্রশ্নে কোন উত্তর দিতে পারেনি।

    মিরসরাই থানাভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান নিহতদের নাম পরিচয় নিশ্চিত করে বলেন দ, নিহত লুৎফর রহমান (৪৫) ১৬ নং সাহেরখালি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ তার বাড়ি মিরসরাইয়ের সাহেরখালিতে, অন্যজনের নাম জহির উদ্দিন তিনি বন্ধু ফাউন্ডেশনে কর্মরত যতটুকু জানা গেছে তার বাড়ি মুন্সিগঞ্জ। ঘাতক ট্রাক ও চালককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

    ১৬ নং সাহেরখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন নিহত লুতফর রহমান ইউনিয়ন পরিষদেই থাকতো সে আমাদের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতো।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার কুমিরা কুমিরাস্থ ঘাটঘর এলাকার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ সালাউদ্দিন ( ৩০)।

    সে বাঁশবাড়িয়াস্থ মধ্যম আকিলপুর গ্রামের মৃত সাবেরুল্লাহ এর পুত্র। নিহত সালাউদ্দিন একজন কাপড় ব্যবসায়ী বলে জানা যায়।

    বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    জানা যায়, সালাউদ্দিন মোটর সাইকেল যোগে চট্টগ্রাম শহর থেকে বাড়ির উদ্যেশে যাওয়া পথে কুমিরা এলাকায় ঢাকামূখী একটি দ্রুতগতির ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু