Tag: মোটর সাইকেল

  • বিয়ে খাওয়া হলনা তিন বন্ধুর! পথেই দুজনের মৃত্যু-একজন হাসপাতালে

    বিয়ে খাওয়া হলনা তিন বন্ধুর! পথেই দুজনের মৃত্যু-একজন হাসপাতালে

    ২৪ ঘণ্টা নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়া পৌরসদর থেকে মাত্র এক কিলোমিটার পথ পারি দিয়ে বিয়ে খেতে যাবে তিন বন্ধু। তাই সন্ধ্যা থেকেই ছিল তাদের ব্যস্ততা। সাজ গোজ সারতেই বেজে যায় রাত ৯টা।

    তখনও কি তারা জানতো এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। জানলে হয়তো আরো একটু দেরি করে বের হতো বা বিয়ে খাওয়া আজকের মত বাদ দিতো।

    নানা ব্যস্ততা শেষে তিন বন্ধু এক হতেই সময় তখন প্রায় ১০টা ছুঁই ছুঁই। তিন বন্ধুই এখন প্রস্তুত। পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী থেকে মোটর বাইকে উঠে রওনা দেন উপজেলার কমল মুন্সির হাট এলাকাস্থ বিয়ের ক্লাবের উদ্দ্যেশে।

    তবে বিয়ের ক্লাব পর্যন্ত তাদের আর যাওয়া হয়নি। রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় জীবন তরী থেমে যায় দুই বন্ধুর। গুরুতর আঘাত পেয়ে হাসপাতালেই কাতরাচ্ছেন অপরজন।

    পটিয়া পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার গেইট এলাকায় যাত্রীবাহী টেম্পুর সাথে তাদের আরোহীত মোটর বাইকের সংঘর্ষ হলে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটর বাইকে করে কমলমুন্সির হাটের দিকে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন।

    গুরুতর আহত দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। নিহতরা সকলেই পটিয়া পৌরসভার ২নং সুচক্রদন্ডী ওয়ার্ড এলাকার বাসিন্দা।

    নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও আহত ব্যাক্তির তাৎক্ষনিক পরিচয় মেলেনি। নিহতরা হলেন, ওই এলাকার রতন সেনের ছেলে অভি সেন (২৩) ও সুজন মিত্র (৩৫)।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • করোনা মোকাবেলায় ফটিকছড়িতে অভিযান অব্যাহত: ৯টি মোটরসাইকেল জব্দ

    করোনা মোকাবেলায় ফটিকছড়িতে অভিযান অব্যাহত: ৯টি মোটরসাইকেল জব্দ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা মোকাবেলায় ফটিকছড়িতে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

    বিকেল ৩টার পর সকল দোকানপাট বন্ধ ঘোষণার পর উপজেলাজুড়ে চলছে প্রশাসনের কড়া অভিযান। অবৈধ যানবাহন ও লাইসেন্স পরীক্ষা করছেন উপজেলার বিভিন্ন স্হানে।

    ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকলে আটক করা হচ্ছে যানবাহন। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ অভিযান।

    এদিকে, অভিযান শুরুর প্রথম দিনেই কাগজপত্র ও নম্বরবিহীন ৯টি মোটর সাইকেল জব্দ করার পাশাপাশি বাইক আরোহীকে জরিমানা করা হয়েছে।

    এ ব্যপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, শনিবারের পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ টি মোটরসাইকেল জব্দ করে ফটিকছড়ি থানায় দেয়া হয়েছে।

    তাছাড়া একটি মোটরসাইকেল আরোহীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান প্রতিদিন চলমান থাকবে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/ এম জুনায়েদ/ আর এস পি

  • রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, আহত একজন হাসপাতালে

    রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, আহত একজন হাসপাতালে

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো এক যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।রাউজানে সড়ক দুর্ঘটনা

    আজ ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার হলদিয়া ইয়নিয়নের এয়াছিন শাহ সড়কে যাত্রীবাহি জীপ গাড়ির সাথে চলন্ত মোটর সাইকেলের সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।রাউজানে সড়ক দুর্ঘটনা

    হতাহতদের নাম তাৎক্ষনিক কেউ জানাতে পারেনি। তবে নিহত যুবকের বাড়ি ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নে বলে জানিয়েছে এক প্রত্যক্ষদর্শী। আহত যুবককে বর্তমানে উপজেলার গহিরা জে এ কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

  • পটিয়ায় ২ মোটর সাইকেল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

    পটিয়ায় ২ মোটর সাইকেল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ২টি মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

    এসময় ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও বৈদেশিক মুদ্রা, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করা হয়।

    গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের আব্দুল মান্নান এর ছেলে মোজাম্মেল হক (৩০), চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের শেখ তোলা গ্রামের মোঃ শাহজাহান এর পুত্র মোঃ নুর নবী (২৪), চট্টগ্রাম জেলার সনদ্বীপ থানার কালাপানিয়া গ্রামের হুমায়ন কবির এর পুত্র মোঃ হাসমত কবির শাকিল (২১) ও নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুয়া গ্রামের মোঃ ইব্রাহিম খলিলের পুত্র জাহেদুল ইসলাম রাতুল (২২)।

    পটিয়া থানা সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও পটিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পটিয়া থানার এসআই রোকন উদ্দিন, এসআই মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা, ১২শ পাউন্ড বৈদেশিক মুদ্রা, নগদ ৩২ হাজার টাকা, ২টি মোটর সাইকেল, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা প্রকাশ করে জানান ৪০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। প্রথমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে এবং তারপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে জানালেন ওসি।

  • সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক

    সড়ক দুর্ঘটনা : বাকলিয়ায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, ফ্লাইওভারে আহত সিএনজি চালক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

    বুধবার ২৭ নভেম্বর ভোর ছয়টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশের ফরেস্ট গেইট এলাকায় এবং একইদিন সকাল আটটার দিকে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী জামাল উদ্দিন (৫০) নিহত হয়েছে। এঘটনায় তার স্ত্রী নিলু আক্তার (৩৬) গুরতর আহত হয়েছে। নিহত জামাল পূর্ব বাকলিয়া এলাকার মৃত আবদুর রহমান এর ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, দ্রুতগামী একটি বাস স্বামী স্ত্রী আরোহিত একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে স্বামী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    এ ঘটনায় আহত স্ত্রী নিলু আক্তারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় আলাউদ্দিন।

    এদিকে পাঁচলাইশ থানার উপ পরিদর্শক মো. ইমাম হোসেন জানিয়েছেন বুধবার ভোর ৬টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে ফরেস্ট গেইট এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক সিএনজি অটো রিকশা চালক গুরুতর আহত হয়েছে।

    কাভার্ডভ্যানটি ফ্লাইওভার থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং আহত সিএনজি অটো রিকশাচালককে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত চালকের নাম পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি তিনি।

  • চট্টগ্রামে ইয়াবার চালানসহ গ্রেফতার ৩, মোটর সাইকেল জব্দ

    চট্টগ্রামে ইয়াবার চালানসহ গ্রেফতার ৩, মোটর সাইকেল জব্দ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে ইয়াবার চালানসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল।

    সোমবার রাত সাড়ে আটটার সময় বাকলিয়া থানা আব্দুল্লাহ আল নোমান কলেজ রোড এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ৬ নং ওয়ার্ডের গারিংগিয়া এলাকার জাহাঙ্গীর বাড়ির মো. ইছহাকের ছেলে মো. আলমগীর হোসাইর (২২), একই উপজেলার কেওচিয়া আবেদার বাড়ির মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৬) ও চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ি কম্প পাড়ার মৃত জামাল হোসেনের ছেলে রেজাউল করিম (৩৭)।

    তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, গোপন সূত্রের খবরে বর্ণিত স্থানে চেকপোস্ট স্থাপন করে ইয়াবাসহ এ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • লামায় চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই : দুই ঘাতক আটক

    লামায় চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই : দুই ঘাতক আটক

    বান্দরানের লামা উপজেলায় এক চালককে খুন করে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় দুই ঘাতককে আটক করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় উপজেলার লামা-সুয়ালক সড়কের টংকাবতী এলাকার রহিম কন্ট্রাকটরের বাগানের পাশে এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন (২২) লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা তফজল হোসেন তবুর ছেলে।

    এ ঘটনায় আটকরা হলো- লামা সদর ইউনিয়নের বৈল্লারচর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল হোসেন (২০) ও রুপসীপাড়া ইউনিয়নের হ্লাচাই পাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে মো. নুর হোসেন (১৯)।

    স্থানীয সূত্র জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বেলাল হোসেন ও নুর হোসেন যাত্রী সেজে বান্দরবান জেলার মাঝেরপাড়া যাওয়ার নাম করে লামা বাজার থেকে আকরাম হোসেনের মোটর সাইকেল ভাড়া করে।

    মোটর সাইকেলটি সড়কের রহিম কন্ট্রাক্টরের বাগানের পাশে গেলে দুই যাত্রী সংঘদ্ধ হয়ে খুর দিয়ে আকরাম হোসেনের গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলেই চালক আকরামের মৃত্যু হয়।

    পরে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় সড়কের পথচারীরা ঘটনাটি দেখে স্থানীয় ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জকে জানায়। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটর সাইকেলসহ দুই ঘাতককে আটক করেন পুলিশ।

    ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম সরকার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চালক আকরাম হোসেনকে খুন করে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় দুই জনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিঙ্গাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।