Tag: মোবাইলে

  • অচল মোবাইলে স্বর্ণ পাচারের চেষ্টা/বিমান বন্দরের গোয়েন্দা টিমের হাতে ধরা বিমান যাত্রী

    অচল মোবাইলে স্বর্ণ পাচারের চেষ্টা/বিমান বন্দরের গোয়েন্দা টিমের হাতে ধরা বিমান যাত্রী

    চট্টগ্রাম ডেস্ক : সিম ও ব্যটারি ছাড়া নিস্ক্রিয় অচল মোবাইল ফোনে স্বর্ণের পাত রেখে কথা বলতে বলতে বিমান বন্দরের গেইট পার হওয়ার চেষ্টা করেছেন দুবাই ফেরত এক বিমান যাত্রী।

    তবে এনএসআই টিমের চ্যালেঞ্জের মুখে স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ হয় আবদুল কাদের রেজওয়ান নামে দুবাই ফেরৎ এ যাত্রীর। অভিনব পন্থায় তিনি অবৈধভাবে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন। তার চমকপ্রদ কৌশলটি কাজে আসেনি।

    আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর বিশেষ গোয়েন্দা শাখা (এনএসআই) টিমের কর্মকর্তাদের চ্যালেঞ্জের মুখে ধরা পড়ে স্বর্ণ পাচারের এ অভিনব কৌশলটি।

    বিমান বন্দর কাস্টমস সুত্রে জানা গেছে, নগরীর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা প্রবাসী আবদুল কাদের রেজওয়ান আগে থেকে ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার আনার ঘোষণা দিয়েছিলেন।

    আজ মঙ্গলবার সকালে সে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ফরম পূরণ, ট্যাক্স জমাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ না করেই মোবাইল ফোনে কথা বলতে বলতে বিমানবন্দর ছাড়ছিলেন। বিমান বন্দর কর্তৃপক্ষ তাকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকাডাকির পরও সে কর্ণপাত না করায় সন্দেহ হয় এনএসআই টিমের।

    পরে মোবাইলটি কানে নিয়ে কথা বলতে বলতে টার্মিনালের ৩ নম্বর গেট পার হতে গেলেই বিমান যাত্রী রেজওয়ানকে অবৈধ পন্য আছে মর্মে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এনএসআই টিম। এক পর্যায়ে রেজওয়ানের কানের কাছ থেকে মোবাইলটি কেড়ে নেন এনএসআই টিমের এক সদস্য।

    মোবাইল হাতে নিয়ে বিশেষ গোয়েন্দা শাখার সকল সদস্যই রীতিমত বিস্মিত! দিব্বি কথা বলছিলেন যে ফোনটিতে সে মোবাইলটি বন্ধ। মোবাইলের স্ক্রিনও ছিল নিস্ক্রিয়। খুলে দেখেন সে মোবাইলে নেই কোন সিম কার্ড। তবে তুলনামুলক ভারী। কারণ সিম কার্ড ও ব্যাটারির বদলে সেখানে ছিল স্বর্ণের একটি বার। যা পাতলা করে রাখা ছিলো মোবাইল কাভারের ভেতরে।

    বিমানবন্দরে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন দুবাই ফেরত প্রবাসী রেজওয়ান বৈধ স্বর্ণের আড়ালে অবৈধভাবেও ভিন্ন কৌশল অবলম্বণ করে স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন।

    তিনি বলেন, রেজওয়ান দুইটি স্বর্ণ বারের ঘোষণা দিয়েছিলেন। তার কাছে অবৈধভাবে আরো একটি স্বর্ণ পাওয়া যাওয়ায় শুল্ককরের পাশাপাশি তাকে জরিমানাও দিতে হবে। নিয়ম অনুযায়ী স্বর্ণ বা শুল্কযোগ্য পণ্য আনলে যাত্রীরা ঘোষণা দিয়ে কর পরিশোধ করলেই ছাড়িয়ে নিতে পারেন।

    এদিকে একই বিমানবন্দরে দুবাই থেকে আসা হাটহাজারীর মো. হাবিব উল্লাহর ব্যাগ তল্লাশী করে ১৫০ কার্টন সিগারেট উদ্ধার করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • রাউজানে মাদরাসা শিক্ষককে মোবাইলে প্রান নাশের হুমকি!

    রাউজানে মাদরাসা শিক্ষককে মোবাইলে প্রান নাশের হুমকি!

    রাউজান হলদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও খিরাম ক্বাদেরীয়া মুঈনীয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দিদারুল আলমকে মোবাইলে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে অজ্ঞাতরা। শুধু তাই নয় তার ফেসবুক আইডি হ্যাক করে ছাত্রী দ্বারা ষড়যন্ত্রের জালে ফাঁসানো হবে এমন হুমকিও প্রদান করা হয় মোবাইলে।

    এ ঘটনায় হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা দিদারুল আলম প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (১০৯২) করেন।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, রাউজান এমপির সাজানো গ্রাম, রাস্থাঘাট, ব্রীজ রক্ষাসহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার এলাকার মানুষ তার সমাজ উন্নয়ন মুলক কর্মকান্ডে সাথে রয়েছেন। এতে কিছু ব্যাক্তির চক্ষুশুল হওয়ায় তার চলমান এসব কর্মকান্ডে বাধাঁ দেওয়ার জন্য মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে অজ্ঞাত ব্যাক্তিরা।

    তিনি জিডি কপিতে উল্লেখ করেন, গত ২৫- ১০-১৯ রাত ১১-০৫ মিনিটের সময় অজ্ঞাত ব্যাক্তি মোবাইলে ফোন করে বলেন,  ফেইজবুক আইডি হ্যাক করে তার প্রতিষ্টানের ছাত্রী দ্বারা তাকে ষড়যন্ত্রের জালে ফাঁসানো হবে। এছাড়া হত্যার হুমকিও প্রদান করেন। ভীত হয়ে বার বার কল কেটে দিলেও তিনি ফের ফোন করে গালমন্দ করে আসছে। ফলে নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়ে থানায় জি,ডি (১০৯২) করতে বাধ্য হয়েছি।

    এদিকে সমাজ সেবক এ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে দুঃখ প্রকাশ করেছেন মাদরাসা শিক্ষক মন্ডলি ও সাজেদা কবির চৌধুরী সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছাত্র- ছাত্রীরা।

    বিদ্যালয় প্রধান শিক্ষক জানে আলম শরীফ ও মাদরাসা প্রধান মাওলানা এরফানুল করিম সিদ্দকী দুঃখ প্রকাশ করে বলেন, এধরনের হুমকি দাতারা শিক্ষক ও শিক্ষার্থীর নিরাপত্তায় বাধাগ্রস্ত করে যে কোন দূর্ঘটনা ঘঠাতে পারে। এসব হুমকি দাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।