Tag: মোবাইল চোর

  • চট্টগ্রামে মোবাইল ছিনতাইকারীকে হাতে-নাতে ধরল ট্রাফিক পুলিশ

    চট্টগ্রামে মোবাইল ছিনতাইকারীকে হাতে-নাতে ধরল ট্রাফিক পুলিশ

    চট্টগ্রাম মহানগরীর দুই নাম্বার গেইটে পুলিশ বক্সের সামনে থেকে বাসযাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে ট্রাফিক পুলিশ।

    আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ছিনাতাইকারীর নাম মোহাম্মদ ইকবাল (৩২)। সে পাহাড়তলীর পানিরকল বউবাজার এলাকার আব্দুর রহমানের পুত্র। এ ঘটনায় ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তিতে পাঁচলাইশ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) মো. মঞ্জুর হোসেন ও রেকার আলমগীর আহত হয়েছেন।

    ঘটনার সত্য নিশ্চিত করে টিআই মঞ্জুর হোসেন বলেন, আগ্রাবাদগামী একটি বাসে ওঠার জন্য সকালে দুই নাম্বার গেইটে অপেক্ষা করছিলেন জাহিদুল ইসলাম (২০) নামে এক যাত্রী।

    এ সময় ছিনতাইকারী মোহাম্মদ ইকবাল যাত্রীর হাত থেকে মোবাইল ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় ইকবালকে আমর হাতেনাতে ধরে ফেলি। এ সময় সে আমি ও আমার রেকার আলমগীরকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমার হাতে ও আলমগীরের পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

    পরবর্তীতে পাঁচলাইশ থানায় খবর দেওয়া হলে এসআই এনামুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরাইকৃত মোবাইলসহ ছিনতাইকারীকে ধরে নিয়ে যায়। একইসাথে চোরাইকৃত মোবাইল মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

  • সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    মোবাইল চোর সন্দেহে আজহার নামে ২৬ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

    আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনীতে নিহত আজহার ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মোবাইল চুরির সন্দেহে প্রশাসনের এক কর্মকর্তাসহ এলাকার কয়েকজন উত্তেজিত জনতা মিলে আজহারকে পিটিয়ে হত্যা করেছে। কয়েকজন যুবক আজহারের মরদেহটি উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে রাখে। সেখানে শত শত মানুষ যুবকের পরিচয় সনাক্ত করতে ভীড় জমায়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন- মোবাইল চুরির অভিযোগে এক যুবকে পিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন মিলে যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে। তবে ওই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানার কেউ নয় জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।

    সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।