Tag: মোশাররফ হোসেন দীপ্তি

  • ঢাকা যাওয়ার পথে চট্টগ্রাম যুবদলের সভাপতি দীপ্তি আটক

    ঢাকা যাওয়ার পথে চট্টগ্রাম যুবদলের সভাপতি দীপ্তি আটক

    সড়ক পথে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লা থেকে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ ৪ জন। তবে বাকী আটক ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।

    মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম কুমিল্লার মিয়ামি হোটেলের সামনে থেকে তাদের আটক করে বলে জানায় বিএনপি।

    মোশারেফ হোসেন দিপ্তীর স্ত্রী নিহার সুলতানা ইমু জানান, বুধবার মতিঝিল থানার একটি মামলার হাজিরা দিতে দিপ্তী ঢাকায় যাচ্ছিল। পথে কুমিল্লা থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করেছে বলে জেনেছি এবং এবং ঢাকা মেট্রো চ-১৯০৭৭০ নম্বরপ্লেট যুক্ত গাড়িতে তুলে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করা হয়েছে।

    আটকের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা পুলিশের পরিদর্শক মর্যাদার একজন কর্মকর্তা বলেন, তাকে (দিপ্তী) আমরা গ্রেপ্তার করেছি। ওয়ারেন্ট আছে কিনা সে বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

    যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির। তিনি বলেন, আমাদের থানায় মামলা আছে তার নামে। তাহলে কুমিল্লা পুলিশ তাকে কিভাবে গ্রেপ্তার করবে বলে তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন করে দেন।

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী সহ ৪ জনকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তুলে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে দিপ্তীসহ কয়েকজন ঐ হোটেলে রাতের খাবার খাচ্ছিলো। এমন অবস্থায় গোয়েন্দা পুলিশের ৮/১০জনের একটি দল দিপ্তীদের তুলে নিয়ে যায়।

    উল্লেখ্য গত সোমবার ১৬ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ চলাকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে। এ ঘটনায় তিনজন পুলিশ বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে অন্তত ৬০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে। সে মামলায় আটক দিপ্তীর নামও রয়েছে বলে জানায় সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির।

  • গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেলেন চট্টগ্রামের ৩ যুবদল নেতা

    গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেলেন চট্টগ্রামের ৩ যুবদল নেতা

    রাজধানীর ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের দিন ঢাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিভিন্ন থানায় দায়ের হওয়া কয়েকটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন চট্টগ্রামের তিন যুবদল নেতা।

    জামিন হওয়া যুবদলের ওই তিন নেতা হলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এবং কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল।

    বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সরোয়ারের বেঞ্চ যুবদল নেতাদের আট সপ্তাহের স্থায়ী জামিন দিয়েছেন। যুবদল নেতাদের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ বিএনপিপন্থী আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

    জামিনের বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জামিন শুনানিতে মামলাগুলো যে গায়েবি তা আমরা মাননীয় আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত যুবদল নেতাদের আট সপ্তাহের স্থায়ী জামিন দিয়েছেন।

    প্রসঙ্গত, ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ১১টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সরকার দলীয় শীর্ষস্থানীয় নেতারা সরাসরি বিএনপিকে দায়ী করে বক্তব্য দিয়ে আসছেন শুরু থেকেই। আর বিএনপি নেতারা অস্বীকার করে এর জন্য সরকারি দলকে দায়ী করে আসছেন। এরই মধ্যে রাজধানীর সাত থানায় ১৫টি মামলা দায়ের হয়।

    এসব মামলায় ঢাকার নেতাদের পাশাপাশি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের এই তিন নেতাকেও আসামি করা হয়েছিল।

  • বীর চট্টলার যুব সমাজ নবীজি’র মর্যাদা ক্ষুন্নকারীদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত:দীপ্তি

    বীর চট্টলার যুব সমাজ নবীজি’র মর্যাদা ক্ষুন্নকারীদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত:দীপ্তি

    প্রানপ্রিয় নবী করিম (সা.)কে উদ্দেশ্য করে ফ্রান্সের আঁকা ব্যঙ্গচিত্র সহ আল্লাহর রসূলের শানে বেয়াদবির প্রতিবাদে শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা নগরীর অলংকারে সম্মিলিত মুসলিম যুব ঐক্য পরিষদ পাহাড়তলী, আকবর শাহ ও খুলশী থানার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    তিনি বলেন, প্রাণের প্রিয় বিশ্ব নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত।
    এ সম্মান ও মর্যাদা ক্ষুন্নকারীদের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত বীর চট্টলার যুব সমাজ। ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হজরত মুহাম্মদ (সা:)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শন মুসলমানরা মেনে নিতে পারেনি, অনতিবিলম্বে ফ্রান্সের সাথে কূটনেতিক সম্পর্ক ছিন্ন করা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা জানানোর দাবি জানান তিনি। এ ছাড়া মুসলিম দেশগুলোর জোট ওআইসিকেও ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেয়ার দাবি জানিয়ে ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং পণ্য বর্জনের আহ্বান জানান তিনি।

    উক্ত বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, জিয়াউল হুদা, হেলাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কুতুব উদ্দিন।

    উপস্থিত ছিলেন- নগর যুবদলের সহ সম্পাদক আবদুল আউয়াল টিপু, মোহাম্মদ ইউসুফ, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আশিক মল্লিক আরসি, শওকত খান রাজু, আবদুল করিম, ইউনুছ মুন্না, মোঃ মিল্টন, হারুন বেগ, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, রাসেল রানা বাবু, নাসির উদ্দিন পিন্টু, ওয়ার্ড যুবদলের আহবায়ক সাইফুল আলম, বাদশা আলমগীর, রাসেল খান, জহিরুল ইসলাম জহির, বাবু, জামশেদ আলম, শাহ আলম সালেক, মোহাম্মদ জসিম, মোঃ সাহেদ, মোঃ জসিম, জালাল আহমেদ বিনু, এম, এস অভি, মোহাম্মদ আজিম, মোঃ জাহিদ, মোঃ মানিক, দেলোয়ার হোসেন, সোহেল বাবু, এমদাদ হোসেন মিঠু, মাষ্টার আরিফ, রাজিবুল হক বাপ্পি, রিয়াজ, দিদারুল আলম, আবু তাহের, ইব্রাহিম হোসেন সাদ্দাম, সোহেল, সুজন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • গণতন্ত্র রক্ষার আন্দোলনে যুবদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে: দীপ্তি

    গণতন্ত্র রক্ষার আন্দোলনে যুবদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে: দীপ্তি

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, এদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে, এবারও আন্দোলনের মাধ্যমে গৃহবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

    স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা জীবন দিয়েছি, তেমনি গণতন্ত্র ও ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনের আবারো জীবন দিব। তারপরও গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।
    আগামী দিনে যে কোন কর্মসূচিতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

    ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এটিএম সায়েম আজমী’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি আব্দুল গফুর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আকবর শাহ থানা বিএনপির সহ-সভাপতি মহসিন তালুকদার, ওয়ার্ড বিএনপি নেতা সেলিম উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ শফি, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী রিপন, নগর যুবদলের সহ-সাধারন সম্পাদক ফেরদৌস আলম, মোহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ-দপ্তর সম্পাদক গিয়াস উদ্দীন টুনু।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক, বিএনপি নেতা শওকত আলী, দিদার, হোসেন, জহির উদ্দীন বাবলু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, নগর যুবদলের সদস্য আব্দুল করিম, আকবরশাহ থানা যুবদল রাহাত চৌধুরী, মাসুদুল করিম সম্রাট, নেজাম উদ্দীন রকি, জানে আলম, নেজাম উদ্দীন, মালেক, এরশাদ, ৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, ১০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোরশেদ, শহিদুল ইসলাম টিটু, জোবায়ের আলম জুয়েল, মোহাম্মদ নবী, মোহাম্মদ মহসিন, সান্টু, আনোয়ার, জাহেদ, হেলাল উদ্দীন, খোরশেদ আলম রুবেল, ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল সরোয়ার সুমন, যুবদল নেতা মুনছুর আলী মোহন, আবদুল আউয়াল টিপু, দেলোয়ার হোসেন, খালেদ সাইফুল্লাহ, মিজানুর রহমান রাজু, সোহেল বাবু, মোহাম্মদ আলী, মোহাম্মদ শামিম, ইব্রাহিম খলিল সবুজ, ইমাম উদ্দিন তারেক, রুবেল, জেসি, ফারুক, বাদশা, আলমগীর, আব্দুল আজীমসহ প্রমূখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • হেদায়েতুল ইসলাম চট্টলার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির শ্রেষ্ঠ সংগঠক ছিলেন: দ্বিপ্তী

    হেদায়েতুল ইসলাম চট্টলার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির শ্রেষ্ঠ সংগঠক ছিলেন: দ্বিপ্তী

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরী চট্টলার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির শ্রেষ্ঠ সংগঠক ছিলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের আদর্শ বুকে ধারণ করে তিনি বার আউালীয়ার পূর্ণভূমিতে জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমৃত্যু কাজ করে গেছেন।

    তিনি এ সময় মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩ টি ওয়ার্ড নেতাকর্মীদেরকে মরহুম হেদায়েতুল ইসলামের মত সংগঠক হয়ে কাজ করার আহবান জানান।

    তিনি আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদে জোহর মোমিন রোডস্থ কদম মোবারক শাহী জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রাণ স্পন্দন ও মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মরহুম হেদায়েতুল ইসলাম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের দোয়া ও মিলাদ মাহফিলে এ সব কথা বলেন।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, বর্তমান শাসকগোষ্ঠী সর্বোপরি, দুর্নীতি, দু:শাসন, গুম, খুন, ধর্ষণ ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আদর্শহীন রাজনীতির বড় উদাহরণ আজকের এই আওয়ামী দু:শাসন। সর্বত্র লুটপাট চলমান।

    তিনি এ সময় মরহুম হেদায়েতুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করেন এবং হেদায়েতুল ইসলাম চৌধুরীর মত দলের একনিষ্ঠ আদর্শিক কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য যুবদলের নেতাকর্মীদেরকে উদাত্ত আহবান জানান।

    সংক্ষিপ্ত আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের পেশ ইমাম। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাকে জান্নাত নসীব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। মরহুম হেদায়েতুল ইসলামকে জান্নাতের সুউচ্চ স্থানে জায়গা করে দেয়ার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আর্জি পেশ করা হয়।

    মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকীতে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মোশাররফ হোসেন দিপ্তী ও মুহাম্মদ শাহেদসহ নেতৃবৃন্দ।

    মিলাদ মাহফিল শেষে কদম মোবারক মসজিদস্থ কবরস্থানে চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে মরহুম হেদায়েতুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সি: সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, মোহাম্মদ মুছা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, জাহেদুল হাসান বাবু, মো. আলী সাকি, সি: যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো: হুমায়ুন কবীর, আবদুল হামিদ পিন্টু, শাহীন পাটওয়ারী, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, ওসমান গণি সিকদার, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মো. আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, সহসম্পাদক মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, শাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন টুনু, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, জাহাঙ্গীর আলম মানিক, মাস্টার ফজলুর রহমান, আনোয়ার হোসেন, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, মিজানুর রহমান দুলাল, জসিম উদ্দিন, সদস্য সোহাগ খান, আবদুল্লাহ আল মামুন, সাব্বির ইসলাম ফারুক, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোর্শেদ কামাল, মো. আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, মো. মিল্টন, ৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ইউনুস, ১২ নং যুবদলের যুগ্ম আহবায়ক এম এস অভিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ

    আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক প্রকাশ

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক শোক বিবৃতিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন দীপ্তি’র পিতা আলহাজ্ব হাবিবুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    বিবৃতিতে আলহাজ্ব হাবিবুল্লাহ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন। ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

    মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করেন যেন মরহুম কে জান্নাত নসীব করেন -আমিন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় মারা গেলেন যুবদল সভাপতি দীপ্তির বাবা

    করোনায় মারা গেলেন যুবদল সভাপতি দীপ্তির বাবা

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রিয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির বাবা আলহাজ্ব হাবিবুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সোমবার (১ জুন) সকাল সাড়ে সাতটায় নগরীর আকবরশাহতে ছেলের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত ফোরম্যান ছিলেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

    এর আগে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রয়োজন হয়ে পড়ে আইসিইউ সাপোর্ট।

    দীপ্তি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউ সাপোর্ট প্রদানে অপরাগতা জানালে তারা বাবার বাঁচা-মরা আল্লাহর উপর ছেড়ে দেন। গত তিনদিন ধরে তার বাবার অবস্থা আরও খারাপ হয়।

    উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাকালে বাবার দেখভাল করতে গিয়ে মোশাররফ হোসেন দীপ্তি নিজেও করোনা-আক্রান্ত হন। তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পিতার মৃত্যুর খবর পেয়ে সকালে বাসায় ছুটে আসেন দীপ্তি।

    চট্টগ্রামে প্রথম জানাযা শেষে মরহুমকে গ্রামের বাড়ী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অম্বরনগরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

    দীপ্তির পিতার মৃত্যুতে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়ে নিহতের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

    ২৪ ঘন্টা/এম আর

  • দীপ্তি’র জন্য দোয়া চেয়েছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ

    দীপ্তি’র জন্য দোয়া চেয়েছেন নগর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ

    বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ভাটিয়ারীস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস আমাদের দেশে প্রথম সনাক্ত হওয়ার পর থেকে বীর চট্টলার জনসাধারণকে সচেতন করার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নেতৃত্বে চট্টগ্রামের ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ডের আওতাধীন ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)র নির্দেশে যুবদলের পক্ষ থেকে বিরামহীন কার্যক্রম পরিচালনা অব্যাহত আছে।

    দীর্ঘদিন লকডাউনে গৃহবন্দি অসহায় মানুষের পাশে ছুটে গেছেন যুবদল নেতৃত্ব। নগরীর প্রতিটি ওয়ার্ডে মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এবং শেষ পর্যন্ত নিরন্ন অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার সংকল্প করেছেন।

    কিন্তু অত্যান্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি করোনা আক্রান্ত হয়ে গতকাল বুধবার (২৭ মে) থেকে ভাটিয়ারীস্থ চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    বিবৃতিতে শাহেদ, নগরীর ১৫ টি থানা ও ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীদের চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও তাঁর পরিবারের জন্য মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের নিকট দোআ করার জন্য অনুরোধ করেন এবং মনোবল শক্ত করে সাহসের সাথে মহামারী করোনা মোকাবেলার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

    শাহেদ বলেন, সরকারের সমন্বয়হীনতাই বীর চট্টলা আজ করোনার হট স্পটে পরিনত হয়েছে। স্বাস্হ্য ব্যবস্হা সম্পূর্ণ রূপে ভেঙ্গে পড়েছে। ঘরে থাকুন। স্বাস্হ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলুন।

    বিবৃতিতে, নগর যুবদল সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ আশা বাদ ব্যক্ত করেন, অচিরেই করোনা যুদ্ধে বিজয়ী হয়ে নগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি আমাদের মাঝে সুস্হ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তি করোনায় আক্রান্ত

    চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তি করোনায় আক্রান্ত

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    মঙ্গলবার (২৬ মে) রাতে দীপ্তির পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

    জানা যায়,বেশ কয়েকদিন ধরে জ্বর, কাশি থাকায় চট্টগ্রাম মেডিকেলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মোশাররফ হোসেন দীপ্তি। আজ প্রকাশিত চমেকের রিপোর্টে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। দীপ্তি বর্তমানে বাসায়  আছেন। বিগত ৭-৮ দিন ধরে তিনি বাসার এক রুমে আইসোলেশন আছেন এবং স্বাভাবিক আছেন।

    দীপ্তির পারিবারিক সূত্রে আরও জানা যায়, তার পিতা অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা হাবিবুল্লাহ বার্ধক্যজনিত কারণে কয়েক বছর যাবত অসুস্থ।কয়েক দিন আগে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পজেটিভ হওয়ায় বর্তমানে তিনিও বাসায় আইসোলেশনে আছেন। হাসপাতালে বাবার খাবারের ব্যবস্থা করতে গিয়ে সংস্পর্শে যান তিনি।

    ধারনা করা হচ্ছে দীপ্তির মা এবং বড় মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। কাল অথবা পরশু তাদের নমুনা পরীক্ষার চেষ্টা করা হবে।

    দীপ্তির স্ত্রী তার রোগমুক্তির জন্য সকলের দোয়া চেয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

     

  • ৪০০ শতাধিক দুস্থ ও সাধারণ মানুষের মাঝে দীপ্তির ইফতার বিতরণ

    ৪০০ শতাধিক দুস্থ ও সাধারণ মানুষের মাঝে দীপ্তির ইফতার বিতরণ

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি “করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর মুক্তি কামনায় মহান আল্লাহ তাআলার কাছে পবিত্র মাহে রমজানের ওসিলায় খাস রহমত কামনা করেন”।

    তিনি আজ চট্টগ্রাম মহানগরীর গরীবুল্লাহশাহ মাজার এলাকায় খুলশী থানা ও ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে ৪০০ শতাধিক দুস্থ ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

    এ সময় তিনি বলেন, মহান আল্লাহর প্রতিদান লাভে মহামারিমুক্ত বাংলাদেশ সহ বিশ্বমানবতায় কামনায় হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মুমিনের আল্লাহর সাহায্য কামনা করতে হবে। একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সচেতন, পরিস্কার পরিচ্ছন্ন এবং ঘরে অবস্থান করতে হবে।

    দীপ্তি বলেন,পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি মহান আল্লাহর কাছে দোয়া করতে পারি। বিশেষ করে এই বছর যেহেতু গোটা বিশ্বকে বিপদাপদ ঘিরে রেখেছে, এই কারণে আমাদের দোয়ার মাত্রা আরও বাড়িয়ে দেওয়া উচিত। বিশেষ করে ইফতারের সময় আমরা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া অন্য কোনো কাজে ব্যয় না করি। কারণ মহান আল্লাহ ইফতারের সময় বান্দার দোয়া কবুল করেন।

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম মহানগর যুবদলের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণসহ সেবামূলক কর্মসূচির ধারাবাহিকতায় উক্ত ইফতার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ পিন্টু, হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, সহ সম্পাদক মাহবুবুর রহমান, সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম মোল্লা, খুলশী থানা যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল আলম, মোঃ জাবেদ, মোঃ আলী আবু হানিফ, নাসির উদ্দিন পিন্টু, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ বাদশা আলমগীর, থানা সদস্য শফিকুল ইসলাম, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সজিব, কামাল শিকদার, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক মোঃ বাদল, আজমীর হোসেন, মাহবুবুল আলম রাশেদ, জাহিদুল করিম, সদস্য আজাদ মানিক জাবেদ, আক্কাসসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নিউ শহীদ লেইনের অসহায়দের মাঝে দীপ্তির খাদ্য সামগ্রী বিতরণ

    নিউ শহীদ লেইনের অসহায়দের মাঝে দীপ্তির খাদ্য সামগ্রী বিতরণ

    বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবার (১৬ মে) নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের নিউ শহীদ লেইন এলাকায় অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    এসময় দীপ্তি বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তার নামে আওয়ামী লীগের লোকজন ও তাদের আত্মীয়-স্বজনরা একই মোবাইল নম্বর শতশত বার ব্যবহার করে জনগণের অর্থ লোপাট করেছে, জাতির সংকটময় মুহূর্তে বিপাকে পড়া মানুষদের সাথে এই অনিয়ম অত্যন্ত দুঃখজনক।

    তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ৫০ লক্ষ মানুষকে আড়াই হাজার টাকা করে দেবেন।
    কিন্তু আওয়ামী লীগের লোকজন একই মোবাইল নম্বর ব্যবহার করে ২৫০০ টাকা ভাগবাটোয়ারা করে নিচ্ছে!
    এটা কি ভন্ডামি নয়? গরীব মানুষের সাথে প্রতারণা নয়? এরকম পরিস্থিতিতে এদেশের গরীব, অসহায়,কর্মহীন মানুষদের দিনযাপন করতে হচ্ছে।

    এই সরকার সংকট সমাধান করে না সংকট সৃষ্টি করে। সংকট সমাধান করলে ত্রাণ লুটপাট হতো না। করোনাভাইরাস মহামারী আকার ধারণ করতে পারত না। লকডাউন শিথিল করে সারাদেশে করোনা ভাইরাস ছড়িয়ে দিতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। প্রতিদিন হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছে।আগে প্রতিরোধ করার ব্যবস্থা ছিল সরকার তা করেনি। সরকার করোনাভাইরাস মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

    এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি আজমুল হুদা রিংকু, খুলশী থানা যুবদলের আহ্বায়ক মোঃ হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের সদস্য মোঃ আব্দুল করিম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ, যুগ্ম আহ্বায়ক আজিজ চৌধুরী, মোঃ দেলোয়ার হোসেন, শহীদ লেইন ইউনিট বিএনপি নেতা মিজানুর রহমান, আকবরশাহ থানা যুবদল নেতা ইব্রাহীম খলিল সবুজ, দেশী রুবেল, নিউ শহীদ লেইন ইউনিট যুবদলের সভাপতি মোঃ মামুন, সিঃ সহ-সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল, নয়ন, রকি, আকবরশাহ ইউনিট যুবদলের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন সাদ্দাম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ মিনহাজ উদ্দিন রাব্বিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হালিশহর আই ব্লকের অসহায় মানুষের পাশে দীপ্তি

    হালিশহর আই ব্লকের অসহায় মানুষের পাশে দীপ্তি

    বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হালিশহর আই ব্লকে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    এসময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ রকম পরিস্থিতিতে সরকার শপিং মল খুলে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, খুলে না দিলে কীভাবে চলবে। তাঁদের কথায় মনে হচ্ছে, মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না। আজ সারা দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। জনগণের কাছে তাদের জবাবদিহি নেই বলেই তারা অসহায় দুস্থ মানুষদের দুর্ভিক্ষের মধ্যেও ত্রাণ আত্মসাৎ করছে। চুরি করা থেকে সরছে না।
    বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে খাবারের জন্য, ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কোনো কাজ নেই। তাদের বাড়িতে ত্রাণ পৌঁছাচ্ছে না। এ রকম পরিস্থিতিতে কর্মহীন মানুষের জীবন আজ বিপন্ন।

    এসময় মহানগর যুবদলের সহ সভাপতি আজমুল হুদা রিংকু, হালিশহর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুন্না, মহানগর যুবদলের সহ-সভাপতি আবদুল গফুর বাবুল, সহ-সম্পাদক মিজানুর রহমান দুলাল, রায়হান মাহমুদ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সোহরাব হোসেন শাহিন, ১১নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল ফিরোজ টিপু, ফজলে উদ্দিন রায়হান, থানা যুবদল নেতা নুর হোসেন নুরু, নুর আলম, নুর আহমেদ, রফিক উদ্দিন জসিম, মোঃ সুমনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর