Tag: মোসলেম উদ্দিন

  • করোনার বিষ ছড়িয়ে পড়েছে সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে! ১৫ জনের নমুনায় ১০ জনই আক্রান্ত

    করোনার বিষ ছড়িয়ে পড়েছে সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে! ১৫ জনের নমুনায় ১০ জনই আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানের পর এবার বোয়ালখালীর সাংসদ মোছলেম উদ্দিনের পরিবারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনার বিষ। ১৫ জনের নমুনা পরীক্ষা দিয়ে ১০ জনের শরীরেই মিলেছে করোনার সংক্রমণ।

    চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে তাঁর স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের সদস্যরা রয়েছেন।

    এর আগে গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ।

    চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিনের সঙ্গে করোনা আক্রান্ত পরিবারের অন্যরা হলেন তার স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।

    এর আগে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় কোন সাংসদ ও তার পরিবারে করোনা শনাক্ত হলো।

    বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনা ভাইরাসের। যার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

    উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।

    ২৪ ঘণ্টা/পূজন সেন/রাজীব প্রিন্স

  • মোছলেম উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত

    মোছলেম উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত

    দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড়ধরণের কোন বিশৃঙ্খলা ঘটেনি।

    এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ নৌকা প্রতীকে মোট ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে ১৭ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন।

    সোমবার রাত সাড়ে আটটায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান নগরের জিমনেশিয়াম মাঠের অস্থায়ী কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

    চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও বায়েজিদের কিছু অংশ এবং বোয়ালখালী উপজেলার ১৭০টি কেন্দ্রের এক হাজার ১৯৬টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    আজ সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে টানা ভোটগ্রহণ চলে। এই আসনে ভোটার সংখ্যা চার লাখ ৭৪ হাজার ৪৮৫ জন। এরমধ্যে দুই লাখ ৪১ হাজার ১৯৮ জন পুরুষ এবং দুই লাখ ৩৩ হাজার ২৮৭ জন নারী। ২২.৯৪ শতাংশ ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    এবার এই আসনে আওয়ামী লীগ বিএনপির প্রার্থী ছাড়া আরো ৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তার মধ্যে টেলিভিশন প্রতীকে বিএনএফের এস এম আবুল কালাম আজাদ পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন পেয়েছেন ৯৯২ ভোট, কুঁড়েঘর প্রতীকে ন্যাপের বাপন দাশগুপ্ত ৬৫৬ ভোট ও আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন ৫৬৭ ভোট।

  • বোয়ালখালীতে আ.লীগের কর্মী সমাবেশে ‘দোয়া’ চাইলেন মোছলেম উদ্দিন

    বোয়ালখালীতে আ.লীগের কর্মী সমাবেশে ‘দোয়া’ চাইলেন মোছলেম উদ্দিন

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মী সম্মেলনে ‘দোয়া’ চেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

    মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ দোয়া কামনা করেছেন।

    এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু’র আদর্শের দল আওয়ামী লীগের পতাকা বুকে ধারণ করে জীবনের ৩৫ বছর ধরে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। জাসদ কোনোদিন করিনি। অন্য কোনো দলের লোভ লালসায় লালায়িত হইনি।’

    ‘গত তিনবারের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাদলকে নির্বাচিত করতে যে পরিশ্রম করেছি তা বাদলও করেননি। আমি বাদলের মৃত্যু কামনা করিনি কোনোদিন। আমিও যেকোনো সময় চলে যেতে পারি। আজ অনাকাঙ্খিত ভাবে বাদলের মৃত্যু হয়েছে আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন।’

    চট্টগ্রাম-৮ আসনে আসন্ন নির্বাচন সহজ হবে না জানিয়ে তিনি বলেন, ‘বোয়ালখালী উপজেলা একটি শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ উপজেলা। তবে অন্যান্য উপজেলার চেয়ে আশান্বিত উন্নয়ন হয়নি। এরপরও আওয়ামী লীগ সরকার এ উপজেলায় পৌরসভা, ফায়ার সার্ভিস প্রতিষ্ঠাসহ কর্ণফুলী নদীর ভাঙ্গনরোধে কাজ করেছে।

    সামগ্রিক উন্নয়নে বড় বাধা কালুরঘাটে সেতু। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের ঘোষণা দিয়েছেন সড়ক সেতু নির্মাণের।’

    তিনি আরো বলেন ‘আমি আপনাদেরই সন্তান, আমার জন্য দোয়া করবেন। এ এলাকার উন্নয়নে মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত নিজেকে সমর্পণ করতে পারি।’

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারমের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, শামসুল আলম ও পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান।