Tag: মোহনা

  • শীতলক্ষ্যার মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

    শীতলক্ষ্যার মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১

    নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকার মেঘনা নদীতে শীতলক্ষ্যার মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে হুমায়ূন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১৫ যাত্রী আহত রয়েছেন।

    শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহত হুমায়ূন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুলের ছেলে।

    জানা গেছে, রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে ওই দুই লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক যাত্রী নিহত হন। এছাড়া ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

    আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেলে এবং বাকি দুজনকে নেয়া হয়েছে মিটফোর্ড হাসপাতালে। নিহতের মরদেহও মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।

    নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক জানান, নৌপুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাস্থলে কুয়াশা রয়েছে। তাই উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।