Tag: মো. মাহাবুবর রহমান

  • সিএমপি কমিশনার করোনায় আক্রান্ত

    সিএমপি কমিশনার করোনায় আক্রান্ত

    এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। বাংলাদেশে এই প্রথম পুলিশের শীর্ষ কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।

    সোমবার (৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।

    তবে তার স্ত্রীর নমুনা নেগেটিভ এসেছে বলে কমিশনারের পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

    জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) থেকে মাহাবুবর রহমান জ্বরে ভুগছিলেন। সেই থেকে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

    তার পারিবারিক সূত্র জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও তিনি মানসিকভাবে শক্ত আছেন।

    প্রসঙ্গত, চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যাপক ভূমিকা রেখে আসছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। তাঁর নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, সুরক্ষাসামগ্রী বিতরণ করা, চিকিৎসা না পেয়ে থানায় হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, লকডাউন এলাকায় মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা— সব কাজেই তৎপরতা বজায় রেখেছে সিএমপির ৭ হাজার পুলিশ সদস্য।

    এছাড়া করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা ব্যাংক চালুর উদ্যোগও নিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে প্রথম সিএমপি

    অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে প্রথম সিএমপি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা ও ইউনিটে ৬ টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

    প্রতিটি ক্যাটাগরিতে ৩টি ইউনিটকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এ সকল জেলা ও ইউনিটসমূহকে পুরস্কার প্রদান করেন।

    অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রথম স্থান অর্জন করেন। গত ৭ জানুয়ারি পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজিপি’র কাছ থেকে অর্জিত পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

  • সিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্টদের সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু

    সিএমপি ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্টদের সাপ্তাহিক ডে-অফ প্রথা চালু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট, টিএসআইদের একঘেয়েমিভাব দূর করে কাজের প্রতি নতুন উদ্দীপনা তৈরি করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির আদলে ডে-অফ প্রথা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। 

    প্রথমবারের মত ট্রাফিক বিভাগে এ প্রথা চালু করে যুগান্তকারী এ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। বাস্তবায়নে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান। 

    বুধবার ৪ ডিসেম্বর সকালে সিএমপির জনসংযোগ শাখা থেকে গনমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত সার্জেন্ট, টিএসআইগণ সপ্তাহের শুক্রবার ও শনিবার পালাক্রমে তাদের পছন্দমত যে কোন একদিন ছুটি পাবেন।

    সিএমপি সূত্র জানায়, এ প্রথা চালু হওয়ায় অফিসারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবেন যা আগে ছিল না। কর্মকর্তাদের মধ্যে একঘেয়েমিভাব দূর হয়ে কাজের প্রতি নতুন করে উদ্দীপনা বৃদ্ধি পাবে।

    সিএমপির উদ্ধতন কর্মকর্তারা মনে করেন, আগে সপ্তাহের সাত দিন নিয়ম মেনে অফিসারগণ ডিউটি পালন করতেন। ফলে পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাওয়া যেত না। এতে ব্যক্তিগত ও পারিবারিক কাজকর্ম সম্পাদন বিঘ্নিত হত।

    চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)’দ্বয়ের আন্তরিকতায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তর ও বন্দর এর সহযোগিতায় সিএমপি ট্রাফিক বিভাগ নতুন এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।