Tag: মো. রুহুল আমিন

  • চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-পরির ঘরে ফের নতুন অতিথি

    চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-পরির ঘরে ফের নতুন অতিথি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ পরির ঘর আলো করে ফের ২ নতুন অতিথির আগমন ঘটেছে। ২০১৬ সালের ডিসেম্বরে আফ্রিকা থেকে আমদানি করা বাঘ পরির ঘরে এর আগেও দুইটি শাবকের জন্ম হয়।

    ৩০ ডিসেম্বর সোমবার সকাল আটটার দিকে পরি নামের মা বাঘের ঘরে জন্ম হয় আরো দুটি বাঘ্র শাবক। চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন তথ্যটি নিশ্চিত করেছেন।

    তিনি সকল গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, আপাতত ব্যাঘ্র শাবকের কাছে শুধুমাত্র কিউরেটর ছাড়া কাউকেই যেতে দেয়া হচ্ছেনা। চোখ ফোটার পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বাঘ আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে বন্যপ্রাণী আমদানিকারক প্রতিষ্ঠান ফেলকন গ্রুপ সর্বনি¤œ ৩৩ লাখ টাকায় ১ জোড়া রয়েল বেঙ্গল টাইগার আমদানির আদেশ পাই।

    আফ্রিকা থেকে আমদানি করা বাঘ জোড়া ২০১৬ সালের ৮ ডিসেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছে। তখন একটি বাঘের বয়স ছিলো ১১ মাস, অপরটির ৯ মাস।

    দুটি বাঘের নাম রাখা হয় রাজ ও পরী। গত ২০১৮ সালের ১৯ জুলাই এ বাঘজোড়ার ঘর আলো করে জন্ম নেয় দুই বাঘ্র শাবক। এর মধ্যে একটি ছিলো বিরল প্রজাতির। সোমবার দুই সদস্য যোগ হয়েছে।

  • লবণ : শুনেছি দাম বাড়ছে তাই আমিও বাড়াই দিছি!

    লবণ : শুনেছি দাম বাড়ছে তাই আমিও বাড়াই দিছি!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পৌরসদরে বিশেষ অভিযান চালিয়ে দুই মুদি দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

    গুজবে কান দিয়ে লবনের প্যাকেটের গায়ে লেখা দামের তুলনায় অধিক মুল্য নেয়ার অপরাধে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে নির্বার্হী ম্যাজিস্ট্রেট।

    মঙ্গলবার রাত ৮ টা থেকে ৯টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

    জরিমানা আদায়ের পর রুহুল আমিন দোকানিকে হঠাৎ করে লবণের দাম বাড়তি নেওয়ার কারণ জানতে চাইলে দোকানি সহজ সরল উত্তর দেন, ‘শুনছি দাম বাড়ছে তাই আমিও দাম বাড়াই দিছি’।

    রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, হঠাৎ করে সারাদেশে লবণ সংকট ও লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়ার আগেই সাধারণ ব্যবসায়িদের সতর্ক করতে মঙ্গলবার রাতেই উপজেলা পৌরসদরের বিভিন্ন মুদি দোকানে অভিযান চালায়।

    এসময় ক্রেতাদের কাছ থেকে লবণের প্যাকেটের গায়ে লেখার চাইতেও বেশি দাম নেওয়ার অপরাধে পৌরসভার দুই মুদি দোকানিকে জরিমানা করা হয়।

    প্রথম দিনের অভিযানে মেসার্স মেঝবাহ স্টোরকে ৫শ এবং মেসার্স খোরশেদ স্টোরকে ৫শ টাকা জরিমানা করে সকল ব্যবসায়িকে প্রথমবারের মত সতর্ক করে দেওয়া হয়।

    তবে ভবিষ্যতে একই অপরাধ ধরা পড়লে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি সকল ব্যবসায়িদের হুশিয়ার করে দেন।

  • পেঁয়াজ এখন রড সিমেন্টের দোকানে! অভিযানে ৫টন জব্দ

    পেঁয়াজ এখন রড সিমেন্টের দোকানে! অভিযানে ৫টন জব্দ

    কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির আশায় কমদামে পেঁয়াজ নিয়ে কিনে মজুদ করে রেখেছে এক ব্যবসায়ি। এমন অভিযোগ পেয়ে হাটহাজারী পৌরসভার পুড়াহাট এলাকায় আমির হোসেনের মালিকানাধীন একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

    ২ অক্টোবর বুধবার দুপুরে হাটহাজারী থানার দক্ষিণ পাশের একটি রড সিমেন্টের গোডাউনে অভিযান চালিয়ে মিলে বিপুল পরিমাণ পেঁয়াজ। খোঁজ নিয়ে জানা যায় রড সিমেন্টের ব্যবসার আড়ালে এ পেঁয়াজের আড়তের জন্ম হয় মাত্র ৪ থেকে ৫ দিন আগেই। ১৪ টন পেঁয়াজ মজুদ করা হয় এ গোডাউনে।

    এ আড়ৎ থেকে স্থানীয় বাজারে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করার তথ্য নিশ্চিত করলেও পাইকারী বাজার থেকে কত করে পেঁয়াজ ক্রয় করেছে তার সঠিক কোন হিসেবে বা নথিপত্র দেখাতে পারেনি আড়তদার। তিনি একবার ৬০ টাকা আবার ৬৫ কিছুক্ষন পর ৬৮ টাকা কেজি দরে পেঁয়াজগুলো ক্রয় করেছেন বলে ভ্রাম্যমান আদালতকে তথ্য দিয়েছেন।

    ফলে রড সিমেন্টের এ গোডাউন থেকে প্রায় ১শত বস্তা ৫টন পেঁয়াজ জব্দ করে ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ করায় পেঁয়াজের পাইকারী ব্যবসায়ী আমির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

    আড়তদারের সাথে কথা হলে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তিনি ৬৮ টাকা কেজি ধরে ১৪ টন পেঁয়াজ কিনেছেন তবে তাকে কোন ধরনের রশিদ দেয়া হয়নি। তিনি বলছেন পেঁয়াজ যিনি আমদানি করেছে এবং এলসি’র মাধ্যমে এসব পেঁয়াজের চালান যার মাধ্যমে কাটা হয়েছে তারা একটি দর ধরে শুধুমাত্র স্কেলে ওজন মেপে মৌখিকভাবে তাদের কাছে পেঁয়াজগুলো হস্তান্তর করেছে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পেঁয়াজের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে পেঁয়াজ বিক্রির উদ্দ্যেশে মজুদ করেছেন ব্যবসায়ি আমির হোসেন। মনিটরিংয়ে এসে তার কাছ থেকে পাওয়া বক্তব্য মোটেও বিশ্বাসযোগ্য হচ্ছে না। কোন ধরনের কাগজ পত্র দেখাতে না পারায় ৫টন পেঁয়াজ জব্দ করা হয়েছে।

    হাটহাজারীতে এ ধরনের অসংখ্য গুদামে পেঁয়াজ মজুদ রাখা আছে জানিয়ে রুহুল আমিন বলেন, যারা মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার মত অসাধু পথ অবলম্বন করবেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অভিয়ান অব্যাহত রেখে প্রত্যেক অসাধু ব্যবসায়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

    পেঁয়াজের আমদানি অব্যাহত এবং বাজারেও যথেষ্ট পেঁয়াজ আছে জানিয়ে এ নির্বাহী কর্মকর্তা বলেন, পেঁয়াজ নিয়ে হাটহাজারীবাসির বিভ্রান্তিতে পড়ার কোন সুযোগ নেই।

    জব্দকৃত পেঁয়াজগুলো কি করা হবে এমন প্রশ্নে রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এ গোডাউন থেকে একশ বস্তা প্রায ৫টন পেঁয়াজ জব্দ করা হয়েছে। আড়তদার যদি তার পেঁয়াজ ক্রয়ের সঠিক কাগজপত্র দেখাতে পারে এবং তা সুলভ মূল্যে বিক্রি করার অঙ্গিকারনামা দিলে জব্দকৃত পেঁয়াজগুলো তাকে পুনরায় ফেরত দেওয়া হবে।