Tag: মৌলভীবাজার

  • পারাবাত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

    পারাবাত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় পারাবত এক্সপ্রেসের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

    শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।

  • শ্রীমঙ্গলে এক দিনে ৮ কোটি টাকার চা বিক্রি

    শ্রীমঙ্গলে এক দিনে ৮ কোটি টাকার চা বিক্রি

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি বছরের চতুর্থ নিলামে প্রায় ৮ কোটি টাকার চা বিক্রি হয়েছে। বুধবার (৮ জুন) শ্রীমঙ্গল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। এতে সারাদেশের ব্রোকার্স ও ব্যবসায়ীরা যোগ দেন।

    নিলামে চট্টগ্রামের সাত ব্রোকার্স ও শ্রীমঙ্গলের চার ব্রোকার্সসহ শতাধিক বায়ার অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে চা নিলামে ৩০টি বাগানের মোট ৩ লাখ ৪৬ হাজার ১০০ কেজি চা তোলা হয়। তার মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী চা বাগানের চা প্রতি কেজি ২৬১ টাকা বিক্রি হয়।

    শ্রীমঙ্গল ব্রোকার্স লিমিটেডের পরিচালক হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গলের চারটি ব্রোকার্সের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার কেজি চা তোলা হয়েছে। তার মধ্যে প্রায় চা বিক্রি হয়েছে।

    চট্টগ্রামের প্রগ্রেসিভ ব্রোকার্সের এক্সিকিউটিভ জনি দেব জানান, মৌসুমের চতুর্থ চা নিলামে শ্রীমঙ্গলে বেশি চা বিক্রি হয়েছে। তার মধ্যে কর্ণফুলি বাগানের চা বেশি দামে বিক্রি হয়। তবে আগামী নিলামে চা বিক্রি আরও বাড়বে। আমাদের চট্টগ্রামের ৭টি ব্রোকার্সের মাধ্যমে ১ লাখ ৭১ হাজার ১০০ কেজি চা তোলা হয় এবং তার মধ্যে সম্পন্ন চা বিক্রি হয়েছে।

    শ্রীমঙ্গল নাহার চা বাগানের ব্যবস্থাপক পীযুষ কান্তি ভট্টাচার্য্য বলেন, চতুর্থ নিলামে আমাদের সিটি গ্রুপের চা বাগান কর্ণফুলি বাগানের চা বেশি দামে বিক্রি হয়। আমরা সব সময় চেষ্টা করি চায়ের গুণগত মান ধরে রাখতে। যার ফলে চায়ের দামও ভালো পাচ্ছি।

    শ্রীমঙ্গল শাওন টি হাউসের পরিচালক জামাল আহমদ বলেন, এই নিলামে সবচেয়ে উৎসবমুখর পরিবেশ ছিল। কারণ এর আগে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রথম দিকে চট্টগ্রামের ব্রোকার্সগুলো ৩/৪টি নিলামে অংশ নিলেও পরবর্তীতে তারা নিলামে অজ্ঞাত কারণে অংশ গ্রহলণ করেনি। চলতি বছরের চতুর্থ নিলামে চট্টগ্রামের সাতটি ব্রোকার্স অংশগ্রহণ করায় দেশের ভালো চা বাগানের গুণগতমানের চা নিলামে তোলা হয়। যার ফলে দেশের বিভিন্ন এলাকার বায়াররা অংশ নেওয়ার কারণে আমি একজন বায়ার হিসেবে খুশি।

  • করোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

    করোনায় মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

    করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যু হয়েছে।

    সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান।

    সর্বশেষে তিনি মৌলভীবাজার জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

    জানা যায়, করোনা আক্রান্ত হয়ে গত ৫ আগস্ট আজিজুর রহমান বিএসএমএমইউ-তে ভর্তি হন। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে মৌলভীবাজার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয়।

    বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক হুইপ। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    জেলা আওয়ামী লীগ সভাপতি, ১৪ দলের জেলা সমন্বয়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজিজুর রহমান।

    তিনি ছিলেন গণপরিষদ সদস্য এবং বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী। আজিজুর রহমান স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকে মনোনীত হন।

    তিনি ছিলেন সরাসরি বঙ্গবন্ধু প্রভাবিত রাজনীতিবিদ, এই অঞ্চলের অহিংস ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বটবৃক্ষ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • নিখোঁজের ৪ দিন পর ধলাই নদীতে মিললো ১সন্তানের জনকের লাশ

    নিখোঁজের ৪ দিন পর ধলাই নদীতে মিললো ১সন্তানের জনকের লাশ

    কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় ধলাই নদীতে একটি লাশ পাওয়া যায়।

    সোমবার দুপুরে স্থানীয়রা ভেসে আসা লাশ দেখে স্থানীয় জনপ্রতিনিধি সহ কমলগঞ্জ থানাকে অবহিত করেন।

    লাশ উদ্বারের পর চেনা যায়, মিরতিংগা চাবাগানের মোকাম টিলা লাইনের বুদরাম রাজগৌরের পুত্র দোলন রাজ গৌরের লাশ সেটি।

    গত বৃহস্পতিবার সন্ধায় দোলন রাজগৌর বাজারের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় নি।

    আজ সোমবার (৪ মে) দুপুরে তার লাশ ধলাই নদীতে পাওয়া যায়। রাজ গৌরের স্ত্রী ও ২ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

    সরেজমিনে বিকালে নিহতের বাড়িতে গিয়ে দেখা দেখা যায় চলছে শোকের মাতম।

    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিকালে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরন করেন।

    মনু-দলই ভ্যালি সভাপতি ও ইউপি সদস্য বাবু ধনা বাউরী জানান, রাজগৌর শান্ত শিষ্ট লোক ছিল তার এ অবস্থা কেন হল তা পুলিশী অধিক তদন্ত করলে জানা যাবে।

    তিনি আরো বলেন, ১০-১২ বছর পুর্বে মোকাম টিলা লাইনের রাসু বাড়াইক নামের এক লোক নিখোঁজ হলে আজ পর্যন্ত তার খোজ মেলেনি।

    কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন দাশ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট আসলে কারন জানা যাবে।

    ২৪ ঘণ্টা/এম আর/মবু

  • জুতার দোকানে আগুন, একই পরিবারের ৫ জন নিহত

    জুতার দোকানে আগুন, একই পরিবারের ৫ জন নিহত

    মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনের জুতার দোকানে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

    মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার পিংকি সু স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হল- সুভাষ রায়, দিপ্তরায়, দিবা রায়, দিপিকা রায়, প্রিয়া রায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। সুভাষ রায় নামে এক ব্যক্তি দোকানটি পরিচালনা করতেন; তার বাসাও ছিল দোকান লাগোয়া। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে দোকান ও বাসা দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।

    মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। লাশগুলো উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

  • একই পরিবারের ৩ জনসহ ৫ জনকে কুপিয়ে হত্যা

    একই পরিবারের ৩ জনসহ ৫ জনকে কুপিয়ে হত্যা

    মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

    গতকাল শনিবার মধ্য রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    বিষয়টি নিশ্চিত করে আজ রোববার সকালে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলটি আমাদের এখান থেকে অনেক দূরে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    এদিকে পাল্লাতল চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছি। বিস্তারিত এখনো জানি না।