Tag: ম্যানচেস্টার সিটি

  • এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

    এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

    ২৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের ট্রেবল জয়ের দারুণ এক হাতছানি ম্যানচেস্টার সিটির সামনে। অপ্রত্যাশিতভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রেবল জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যায়। এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারলেই হয়ে যাবে ঐতিহাসিক ট্রেবল জয়ের রেকর্ড।

    সে পথে আপাতত অনেকদূর এগিয়ে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড। আজ লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর এফএ কাপ জিতে ‘ডাবল চ্যাম্পিয়ন’ হলো ম্যানসিটি।

    ম্যানসিটির এই বিজয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন জার্মান তারকা ইলকায় গুন্ডোগান। ম্যানসিটি অধিনায়কের পা থেকে এসেছে জোড়া গোল। তার এই জোড়া গোলেই এফএ কাপের শিরোপা উঠলো পেপ গার্দিওলাদের হাতে। ম্যানইউর হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ।

    ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটিকে ‘অপ্রত্যাশিত’ চ্যাম্পিয়ন বলার একটাই কারণ। আর্সেনাল যেখানে নিশ্চিত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছিলো, সেখানে হঠাৎ করেই গানাররা পিছিয়ে পড়ে। এগিয়ে যায় ম্যানসিটি। শেষ পর্যন্ত আর্সেনাল আর পারেনি, হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি। শেষ ৬ বছরে এ নিয়ে ৫মবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো তারা।

    প্রিমিয়ার লিগের পর এফএ কাপ চ্যাম্পিয়ন হলো। এবার ট্রেবল জয়ের মিশন পেপ গার্দিওলার দলের সামনে। আগামী ১০ জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। যেখানে ম্যানসিটি মোকাবেলা করবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের।

    ওয়েম্বলিতে স্পষ্ট আধিপত্য ছিল ম্যানসিটির। পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যাবে। ৬০ ভাগ ম্যাচের দখল ছিল সিটির কাছে। ৪০ ভাগ ছিল ম্যানইউর কাছে। গোলপোস্ট লক্ষ্যে সিটি শট নিয়েছে ৫টি। ম্যানইউ নিয়েছে ৩টি। তবে পুরো ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা।

    ম্যাচের প্রথম মিনিট থেকেই তীব্র আক্রমণে ম্যানসিটি ফুটবলাররা দিশেহারা বানিয়ে ফেলে ম্যানইউ ডিফেন্সকে। যার ফলশ্রুতিতে মাত্র ১৩ সেকেন্ডে গোল করে বসেন ইলকায় গুন্ডোগান। এফএ কাপের ফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করলেন তিনি।

    ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করলেন গুন্ডোগান। ৫১তম মিনিটে তার করা গোলেই বিজয় নিশ্চিত হয় ম্যানসিটির।

  • রিয়ালকে একহালি দিয়ে ফাইনালে ম্যানসিটি

    রিয়ালকে একহালি দিয়ে ফাইনালে ম্যানসিটি

    একেই বলে মধুর প্রতিশোধ। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ফিরতে লেগে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিকে সিটিকে বিদায় করে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। এবার‌ও সেমিফাইনালে সেই রিয়াল মাদ্রিদের‌ই মুখোমুখি হলো ম্যান সিটি।

    প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে এসেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। সিটি সমর্থকদের মনের দুরু দুরু ভয়, ফিরতি লেগে না আবার ম্যাজিক দেখিয়ে বসে রিয়াল মাদ্রিদ। কিন্তু সব সময় ম্যাজিক কাজ করে না। সেটা অন্তত হাড়ে হাড়ে টের পেয়েছেন কার্লো আনচেলত্তি। ম্যান সিটি যে নিজেদের মাঠে কতটা দুর্ধর্ষ, বুঝতে পেরেছে রিয়ালের ডিফেন্স।

    লজ ব্লাঙ্কোজদের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে ৪বার পোস্টে বল জড়িয়েছে ম্যানসিটি। ইত্তিহাদে ৪-০ গোলে জয়, দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৫-১ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেলো ম্যানচেস্টার সিটি। ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে সিটিজেনরা।

    ম্যানসিটির হয়ে রিয়ালের জালে দুবার বল জড়িয়েছেন পর্তুগিজ তারকা বার্নার্ডো সিলভা। বাকি দুই গোল করেছেন ম্যানুয়েল আকানজি এবং আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। আর্লিং হালান্ডের পরিবর্তে শেষ দুই মিনিটের জন্য মাঠে নেমে‌ই গোল পেয়েছেন আলভারেজ। কাতার বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই আর্জেন্টাইন তারকা।

     

  • নয় গোলের ম্যাচে বড় জয় ম্যান সিটির

    নয় গোলের ম্যাচে বড় জয় ম্যান সিটির

    চ্যাম্পিয়নস লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে আরবি লিপজিগকে তারা ৬-৩ গোলে হারিয়েছে।

    ম্যানচেস্টার সিটি বড় জয় পেলেও নজর কেড়েছেন লিপজিগের ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুনকু। হ্যাটট্রিক করেও দলকে জেতাতে না পারায় ম্যাচের ট্র্যাজিক নায়ক হয়ে থেকেন তিনি।

    ম্যাচের ১৬ মিনিটে গ্রিলিশের পাস থেকে গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন ন্যাথন আকে। ২৮ মিনিটে মুকিয়েলের আত্মঘাতী গোলে সিটির ব্যবধান বেড়ে ২-০ হয়। ৪২ মিনিটে মুকিয়েলের পাস থেকেই গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন লিপজিগের ক্রিস্টোফার। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করেন মাহরেজ।

    দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল করেন এনকুনকু। ৫১ মিনিটে দানি ওলমোর পাস থেকে সিটির জালে বল জড়ান তিনি। স্কোর-লাইন দাঁড়ায় ৩-২। ৫৬ মিনিটে রুবেন ডায়াসের ক্রস থেকে গোল করেন গ্রিলিশ। সিটি এগিয়ে যায় ৪-২ গোলে। ৭৩ মিনিটে পলসেনের পাস থেকে তৃতীয়বার ম্যানচেস্টারের জালে বল জড়ান ক্রিস্টোফার। লিপজিগের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করেন তিনি।

    ৭৫ মিনিটে গুন্দোয়ানের পাস থেকে গোল করেন জোয়াও ক্যানসেলো। সিটি ৫-৩ গোলের লিড নেয়। ৮১ মিনিটে গ্রিলিশের পরিবর্তে মাঠে নামা জেসুস ৮৫ মিনিটে সিটির হয়ে ষষ্ঠ গোলটি করেন।

    এন-কে

  • চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

    চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

    এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। নক আউট পর্বে সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। অপরদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা; তাদের প্রতিপক্ষ নাপোলি।

    সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র হয়। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আতলেতিকোর মাদ্রিদের বিপক্ষে।

    দেখুন চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি

    বরুসিয়া ডর্টমুন্ড-পিএসজি

    রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

    আটালান্টা-ভালেন্সিয়া

    এটলেটিকো মাদ্রিদ-লিভারপুল

    চেলসি-বায়ার্ন মিউনিখ

    অলিম্পিক লিওঁ-জুভেন্টাস

    টটেনহ্যাম হটস্পার-লিপজিগ

    নাপোলি-বার্সেলোনা

    আগামী ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ।

    ফাইনাল হবে তুরস্কের ইস্তানবুলে, আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।