Tag: মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী

  • জামিন না দিতে আদালতকে প্রভাবিত করেন মন্ত্রী রেজাউল

    জামিন না দিতে আদালতকে প্রভাবিত করেন মন্ত্রী রেজাউল

    পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল অভিযোগ করে বলেন, দুদকের মামলায় আমার জামিন নামঞ্জুর করতে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নানকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রভাবিত করেন।

    বুধবার (৪ মার্চ) পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন একেএমএ আউয়াল।

    আউয়াল বলেন, তিনি প্রভাব খাটিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে জামায়াত-বিএনপির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিভিন্ন স্থানে তার প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন।

    মঙ্গলবার জেলা ও দায়রা জজ আবদুল মান্নান তিনটি পৃথক দুর্নীতি মামলায় আউয়াল ও তার স্ত্রী লিলি পারভীনের জামিন আবেদন নাকচ করার চার ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দেয়া হয়। বদলি করা হয় বিচারককে। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন অভিযুক্তদের রিভিউ আবেদনের প্রেক্ষিতে দুই মাসের জামিন মঞ্জুর করেন।

    মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে লিখিত বক্তব্যে আউয়াল বলেন, মন্ত্রী রেজাউল তার ভাইদের অনৈতিকভাবে ঠিকাদারি কাজে যুক্ত করে কয়েকশ’ কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন। তিনি জি কে শামীমের কাছ থেকে তিনটি গাড়ি উপহার নিয়ে পাঁচ হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ দিয়েছেন।

    ১৯৭১ সালে মাত্র ৯ বছর বয়স থাকা রেজাউল করিম মুক্তিযুদ্ধে অংশ নেয়ার বিষয়ে মিথ্যাচার করেছেন বলেও আউয়াল এ সময় অভিযোগ করেন।

    এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।