Tag: ময়লার স্তুপে

  • চট্টগ্রামের বায়েজিদে ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার করল পুলিশ

    চট্টগ্রামের বায়েজিদে ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক উদ্ধার করল পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা শহীদনগর এলাকার ওয়েল মিলস্ জি.সি. ফ্যাক্টরীর পাশের ময়লার স্তুপে মিলল জীবিত নবজাতক কন্যা।

    স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকাল পৌণে ১১টার সময় ময়লার স্তুপ থেকে নবজাতক কন্যাটিকে উদ্ধার করে বায়েজিদ থানা পুলিশ। ডাস্টবিনে মিরল জীবিত নবজাতক

    পরে স্থানীয়দের সহযোগীতায় নবজাতক শিশুটিকে স্থানীয় অক্সিজেন মোড়স্থ প্লাজমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নবজাতক মেয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।ডাস্টবিনে মিরল জীবিত নবজাতক

    তথ্যটি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, ময়লার স্তুপে নবজাতক কন্যাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিষয়টি উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাককে অবহিত করলে তার নির্দেশে বায়েজিদ থানা পুলিশের একটি টিম নবজাতক শিশুটিকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করান। ডাস্টবিনে মিরল জীবিত নবজাতক

    পরে চমেক হাসপাতালে নিয়ে চিকিৎসক শিশুটির শারিরিক অবস্থা ভালো উল্লেখ করে চিকিৎসক সনদ প্রদান করলে শিশুটিকে পরিচর্যার জন্য চমেক হাসপাতাল সমাজসেবা পরিচালকের কার্যালয়ের মাধ্যমে রৌফাবাদ ছোট মণি নিবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

    ওসি বলেন, বর্তমানে অভিভাবকহীন নবজাতক শিশুটি বায়েজিদের রৌফাবাদ এলাকার ছোট মণি নিবাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছেন।