Tag: যথাযথ মর্যাদায়

  • সীতাকুণ্ডে যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    সীতাকুণ্ডে যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    সীতাকুণ্ড প্রতিনিধি যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সীতাকুণ্ডে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে।

    বৃহস্পতিবার রাতে ভাষার বর্ণমালা ও বিভিন্ন লেখা সম্বলিত ব্যান্যার,পেস্টুন এবং ফুলেল শ্রদ্ধায় মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গ করা সকল বীর সন্তানদের স্মরণ করেন বিভিন্ন শ্রেনীপেশার হাজারো মানুষ।

    রাতে পুলিশের গার্ড অব অনার শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা চেয়ারম্যান এস,এম আল মামুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় ,সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ মাহবুবুল হক, উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সীতাকুণ্ড পৌর মেয়র, সীতাকুণ্ড প্রেসক্লাব, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা,মেঘমল্লার খেলাঘর আসরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

    দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ও অমর একুশে উপলক্ষে উপজেলার সকল স্কুল- কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।