Tag: যবিপ্রবি

  • যবিপ্রবি ল্যাবে কোভিড-১৯ পরিক্ষা ৩ দিনের জন্য বন্ধ

    যবিপ্রবি ল্যাবে কোভিড-১৯ পরিক্ষা ৩ দিনের জন্য বন্ধ

    নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা রোগীদের নমুনা পরীক্ষার কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

    বিদ্যুতের পুনঃসংযোগ স্থাপন, পিসিআর মেশিনের সঠিকতা পুনঃযাচাই এবং ল্যাব জীবাণুমুক্ত করার জন্য এই বিরতি দেওয়া হয়েছে, বলে জানানো হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলনেতা ড. ইকবাল কবীর জাহিদ জানিয়েছেন, যবিপ্রবি অ্যাকাডেমিক ভবনে বিদ্যুতের ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে। এর জন্য ৩ দিন সময় দরকার বলে তাকে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছে।

    তিনি জানিয়েছেন, যেহেতু ল্যাব ৩ দিন বন্ধ রাখতে হচ্ছে, এই সুযোগে আরো কিছু কাজ সেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১ মাস যাবৎ একটানা ল্যাব চলছে। ভাইরাস নিয়ে কাজ করা ল্যাব নির্দিষ্ট সময় পর পর জীবাণুমুক্ত (ডিকন্টামিনেট) করতে হয়। এখন সেই কাজটি করা হবে। পাশাপাশি (পিসিআর) মেশিনের পুনঃযাচাইয়ের কাজটিও (ক্যালিব্রেশন) করা হচ্ছে।(যবিপ্রবির) পিসিআর মেশিনটির সরবরাহকারী ‘ওভারসিজ মার্কেটিং কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান। ইতিমধ্যে তাদের এক্সপার্টরা এসে পুনঃযাচাই শুরু করেছে। এছাড়া ল্যাবের একাংশে কিছু মেরামত কাজও করার দরকার ছিলো। এই ফাঁকে সেটিও করে নেওয়া হচ্ছে।

    যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী হেলাল পাটোয়ারি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের জন্য নতুন ১ টি সাব স্টেশন বসানো হচ্ছে। আগে থাকা ৮০০ কেভির সাব স্টেশনের পাশাপাশি একই ক্ষমতার আরেকটি সাব স্টেশন বসানোর কাজ চলছে। আশা করা যায়, আগামীকাল নতুন সাব স্টেশন থেকে অ্যাকাডেমিক ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া যেতে পারে।

    ড. ইকবাল কবির জাহিদ জানিয়েছেন, বিষয়টি গত মঙ্গলবার সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জনদের লিখিতভাবে অবহিত করে অন্তর্বর্তীকালীন সময়ে খুলনা বা অন্য কোনো ল্যাবে নমুনা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সেই অনুযায়ী সিভিল সার্জনরা দরকারি ব্যবস্থা নিয়েছেন।

    আগামী সোমবার ল্যাব চালু করতে পারবো বলে আশা করছি। সেই ক্ষেত্রে মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার ফলাফল জানানো সম্ভব হবে,’ বলেন ড. জাহিদ।

    এদিকে, যশোর সিভিল সার্জনের দপ্তরে খোঁজ নিয়ে জানা যায় যে, গতকাল শুক্রবার(৩ জুলাই) যশোর থেকে সংগ্রহ করা নমুনাগুলো খুলনা ল্যাবে পাঠানো হয়েছিলো। খুলনা মেডিকেল কলেজ ল্যাবেও ক্ষমতার অতিরিক্ত নমুনা জমা পড়ছে। ফলে সেখানেও জট সৃষ্টি হচ্ছে বলে আমাদের খুলনা অফিস থেকে জানানো হয়েছে। সেই কারণে গেল সপ্তাহে সুদূর বাগেরহাট থেকেও যবিপ্রবি ল্যাবে নমুনা পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ২৬ জুন/যবিপ্রবি ল্যাবে ৬৯ জন করোনা রোগী শনাক্ত

    ২৬ জুন/যবিপ্রবি ল্যাবে ৬৯ জন করোনা রোগী শনাক্ত

    যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা ভাইরাস (কোভিড -১৯)পজিটিভ এবং ২০১ জনের নেগেটিভ ফলাফল রিপোর্ট এসেছে।

    যবিপ্রবি জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ও খাদ্য পুষ্টি ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড.শিরিন নিগার এই তথ্য নিশ্চিত করেছেন।

    আজ শুক্রবার (২৬ জুন)তারিখে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৮২ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের, মাগুরার ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের, খুলনার ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের, বাগেরহাটের ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের ও সাতক্ষীরার ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

    পরীক্ষা সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়

  • ২৩ জুন/যবিপ্রবি ল্যাবে ৫০ জনের কোভিড-১৯ পজিটিভ

    ২৩ জুন/যবিপ্রবি ল্যাবে ৫০ জনের কোভিড-১৯ পজিটিভ

    নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ মঙ্গলবার (২৩ জুন) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

    যশোরের ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের, মাগুরার ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের, নড়াইলের ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের,ঝিনাইদহের ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের, বাগেরহাটের ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও সাতক্ষীরার ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

    যবিপ্রবির ল্যাবে মোট ২৮০ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ এবং ২৩০ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

    পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার।

    ২৪ ঘণ্টা/এম আর

  • যবিপ্রবি ল্যাবে যশোরের ৫ জনসহ আরো ১৫ করোনা রোগী শনাক্ত

    যবিপ্রবি ল্যাবে যশোরের ৫ জনসহ আরো ১৫ করোনা রোগী শনাক্ত

    যশোর প্রতিনিধি:::যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনার নমুনা পরীক্ষায় ৪ জেলায় নতুন করে আরো ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

    ১৫১টি নমুনা পরীক্ষা করে ১৫ টিতে করোনার অস্তিত্ব পাওয়া গেছে । এর মধ্যে যশোরে ৫ জন করোনা পজেটিভ বলে শনাক্ত হয়।

    মঙ্গলবার সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।

    যশোরে আক্রান্ত ৫ জনই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নমুনা পরীক্ষা করেছিলো। এর মধ্যে ১ জনের বাড়ি ঝিনাইদহ মহেশপুর উপজেলার লাটিমা বাজার। ১ জনের বাড়ি রেলগেট ও ১ জনের রুপদিয়া। বাকি ২ জনই যশোর ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালের স্বাস্থ্য সেবী।

    বিষয়টি নিশ্চিত করেছে যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ।

    সোমবার যবিপ্রবি ল্যাবে মোট ১৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরের ৩২টি, ঝিনাইদহের ২১টি, মাগুরার ৩৬টি এবং চুয়াডাঙ্গার ৬২টি নমুনা ছিল। ফলাফলে দেখা যায় যশোরের ৩২টির মধ্যে ৫ টি, ঝিনাইদহের ২১টির মধ্যে ১টি, মাগুরার ৩৬টির মধ্যে ৪টি এবং চুয়াডাঙ্গার ৬২টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ।

    বাদবাকি ১৩৬টি নমুনার ফল নেগেটিভ হয়।

    বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর (ড. ইকবাল কবীর জাহিদ) এই তথ্য নিশ্চিত করেছে।

    ২৪ ঘন্টা/এম আর

  • যশোর যবিপ্রবির ল্যাবে ৬ জনের কোভিড-১৯ পজেটিভ

    যশোর যবিপ্রবির ল্যাবে ৬ জনের কোভিড-১৯ পজেটিভ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টায় ৪ জেলার মোট ৬৫ টি নমুনা পরীক্ষা করে ৬ টিতে করোনা পজেটিভ আসে। 

    এরমধ্যে ঝিনাইদহের ১৮ টি নমুনার মধ্যে ২টি, মাগুরার ৩০টি নমুনার মধ্যে ২টি ও চুয়াডাঙ্গার ১২টি নমুনার মধ্যে ২ টিতে পজিটিভ পাওয়া গিয়েছে। আর যশোরের ৫টি নমুনা পরীক্ষার মধ্যে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

    সোমবার (১১ মে) প্রকাশিত ফলাফলে যবিপ্রবির ল্যাবে মোট ৬৫টি নমুনা পরীক্ষা করে ৫৯টিতে নেগেটিভ ফলাফল এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    ২৪ ঘন্টা/এম আর/নিলয়

  • যবিপ্রবিতে ১৫ দিনে ১৫১জন করোনা রোগী শনাক্ত

    যবিপ্রবিতে ১৫ দিনে ১৫১জন করোনা রোগী শনাক্ত

    নিলয় ধর,যশোর প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) করোনাভাইরাস পরীক্ষায় ৩ জেলা থেকে আরও ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার ৮ মে যবিপ্রবি ল্যাবে ৩ জেলার ৫৮টি নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৮ জন চুয়াডাঙ্গায়। আর যশোর ও মাগুরায় ৩জন করে। শুক্রবার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। এই নিয়ে যবিপ্রবি’র জিনোম সেন্টারে ১৫ দিনে ১৫১ জন করোনা রোগী শনাক্ত হল।এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন যশোরের রোগী।

    যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বৃহস্পতিবার ১৫তম দিনে ৩ জেলার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন কোভিড-১৯ পজিটিভ রাগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গার ২৮টি নমুনা পরীক্ষা করে ৮জন কোভিড- ১৯ পজিটিভ রোগী সনাক্ত হয়। এছাড়া যশোরের ১৪টি নমুনা পরীক্ষা করে ৩ জন এবং মাগুরার ১৬টি নমুনা পরীক্ষা করে ৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

    এর আগে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার ১৪তম দিনে ৩ জেলার ৯ জনের নমুনা পরীক্ষা করে একজন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার ১৩তম দিনে ৪ জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। সোমবার ৪ মে ১২তম দিনে ৪ জেলার ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন কোভিড -১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। ২৯ এপ্রিল ১১তম দিনে চার জেলার ১১৩জনের নমুনা পরীক্ষা করে ১১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। ২৭ এপ্রিল সোমবার ১০ম দিনে তিন জেলার ৭২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়।

    ২৬ এপ্রিল রোববার ৯ম দিনে চার জেলার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়।

    ২৫ এপ্রিল ৮ম দিনে ৪ জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। ২৪ এপ্রিল ৭ম দিনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সনাক্ত হন। এদিন ৫ জেলা থেকে ৯৫ টি নমুনা পাঠানো হয়েছিল। ২৩ এপ্রিল ৬ষ্ঠ দিনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সনাক্ত হন। এদিন ৭ জেলা থেকে ৮৪টি নমুনা পাঠানো হয়েছিল।

    ২২ এপ্রিল মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে নমুন পরীক্ষায় ১৩ জন কোডিভ-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এই নিয়ে সব মিলিয়ে যবিপ্রবি’র জিনোম সেন্টারে ১৪ দিনে ১৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৭২ জন যশোরের রোগী।

    এছাড়া ঝিনাইদহে ৩৬ জন,চুয়াডাঙ্গার ২০ জন, নড়াইলে ১২ জন করে,কুষ্টিয়ায় ৪জন, মাগুরার ৬ জন ও মেহেরপুরে ৩ জন করে রোগী শনাক্ত হয়। যবিপ্রবিতে ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে।

    ২৪ ঘন্টা/এম আর

  • যবিপ্রবির ল্যাবে ৪ জেলার আরও ১৩ জনের করোনা শনাক্ত

    যবিপ্রবির ল্যাবে ৪ জেলার আরও ১৩ জনের করোনা শনাক্ত

    যশোর প্রতিনিধি:- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় ৪ জেলায় নতুন করে আরও ১৩ জন রোগী শনাক্ত হয়েছে।

    মঙ্গলবার (৫ মে) যবিপ্রবির ল্যাবে ৪ জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

    এর মধ্যে যশোরে ১ জন, ঝিনাইদহে ৬ জন ও চুয়াডাঙ্গায় ৫ জন ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৬ জনের নমুনায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

    বুধবার (৬ মে)সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল জানানো হয়। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩ দিনে ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন রোগী যশোরের।

    যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান,বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার ১৩তম দিনে চার জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

    এর মধ্যে যশোরের ২৩ জনের নমুনা পরীক্ষায় একজন, ঝিনাইদহের ১৫ জনের নমুনায় ছয়জন, চুয়াডাঙ্গার পাঁচজনের নমুনায় পাঁচজনই এবং মেহেরপুরের ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

    সব মিলিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩ দিনে ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন যশোরের রোগী।এছাড়া ঝিনাইদহে ৩৫ জন,চুয়াডাঙ্গা ও নড়াইলে ১২ জন করে, কুষ্টিয়ায় ৪জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে রোগী শনাক্ত হয়েছে। যবিপ্রবিতে ৭ জেলার মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়

  • উধাও’ করোনা ফিরলো যশোরে পরীক্ষা শুরুতেই, যশোরে নতুন আক্রান্ত-১১

    উধাও’ করোনা ফিরলো যশোরে পরীক্ষা শুরুতেই, যশোরে নতুন আক্রান্ত-১১

    যশোর প্রতিনিধি::যশোর থেকে উধাও হয়ে যাওয়া কোভিড-১৯ (করোনাভাইরাস) ফিরলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দফা নমুনা পরীক্ষা শুরু করামাত্র।

    আজ সকালে যবিপ্রবি থেকে পরীক্ষার ফলাফলের যে রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে, এই জেলার ৫৭ নমুনার মধ্যে ১১টিই পজেটিভ।

    এছাড়া এদিন (যবিপ্রবি) পরীক্ষাগারে ঝিনাইদহের ৭ এবং চুয়াডাঙ্গার ১ জন করোনা রোগী শনাক্ত হন। এই ২ জেলার যথাক্রমে ২৩ ও ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। আর মাগুরার পরীক্ষিত ১টি নমুনার ফল নেগেটিভ আসে।

    আজকের ফলাফলসহ যশোর জেলায় এখন পর্যন্ত মোট ৬৯ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান মিললো। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার থেকেই ৬৬ জনের ফলাফল পজেটিভ আসে। আর মাত্র ৩ টি নমুনার ফলাফল পজেটিভ আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে।

    দুই প্রতিষ্ঠানের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে আকাশ_পাতাল ব্যবধান নিয়ে গতকাল সোমবার একটি বিশ্লেষণধর্মী রিপোর্ট প্রকাশ করে। এছাড়া যবিপ্রবি ল্যাব জীবাণুমুক্ত করার জন্য কয়েকদিন বন্ধ থাকার সময় খুলনা থেকে একের পর এক নেগেটিভ ফলাফল আসার বিষয়টিকে সন্দেহে রেখে, যশোর থেকে হঠাৎ করোনা উধাও শিরোনামে আরেকটি রিপোর্ট প্রকাশ করে।

    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে সোমবার এই অঞ্চলের কয়েকটি জেলার সন্দেহভাজন করোনা রোগীদের মোট ৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯টি নমুনা পজেটিভ হয়।

    এদিন যশোর জেলার ৫৭টি নমুনার মধ্যে ১১টি, ঝিনাইদহের ২৩টির মধ্যে ৭টি এবং চুয়াডাঙ্গার ১৩টির মধ্যে একটি নমুনা পজেটিভ পাওয়া যায়। আর মাগুরা জেলার একটি নমুনা পরীক্ষা করে ফল আসে নেগেটিভ।

    বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ সোমবার জানিয়েছিলো,এ দিন যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলা থেকে মোট ৯১টি নমুনা এসেছে। এইগুলোর মধ্যে থেকে কিছু এবং পেন্ডিং থাকা কিছু নমুনা পরীক্ষা করা হয় সোমবার।
    যবিপ্রবির প্রথম দফা পরীক্ষার কাজে নিয়োজিত টিমের লিডার (বর্তমানে কোয়ারেন্টাইনে) প্রফেসর জাহিদ আজ মঙ্গলবার সকালে জানান, পরীক্ষার ফলাফল ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে ইমেইল-যোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    কোড অনুযায়ী রোগীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট সিভিল সার্জনরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
    এই বিষয়ে সকালে যশোরের সিভিল সার্জন ডা. মো. আবু শাহীন সংবাদকর্মীদের বলেন, যবিপ্রবির করোনা শনাক্তের রেজাল্ট এখনো তিনি দেখেননি। অফিসে গিয়ে ইমেইল চেক করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    পরীক্ষার ফলাফল সম্বন্ধে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন আজ সকালে বলেন, ল্যাব পরিচ্ছন্ন করার আগের কিছু নমুনা ছিল। আর গতকাল কিছু নমুনা হাতে পাওয়া গেছে। আগের ৫৪টি নমুনার মধ্যে ১৩টির রেজাল্ট পজেটিভ এসেছে। বাদবাকি পজেটিভগুলো নতুন স্যাম্পলের।

    যশোরে সিভিল সার্জন গতকাল ৪১টি নমুনা পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি রিজেক্ট করা হয়েছে। বাকি ৪০টির মধ্যে ছয়টি নমুনার ফল পজেটিভ এসেছে, বলছিলেন প্রফেসর আনোয়ার।

    খুলনা মেডিকেল কলেজ থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফল একের পর এক নেগেটিভ আসছে, অথচ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দ্বিতীয় দফা পরীক্ষার কাজ শুরু করা মাত্রই পজেটিভ রেজাল্ট আসা শুরু করলো। এই প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে দেশের অন্যতম শীর্ষ অণুজীববিজ্ঞানী ড. আনোয়ার বলেছেন, অন্য কোনো ল্যাবের পরীক্ষার বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমাদের ল্যাবের পরীক্ষার ফলাফল নিয়ে আমরা কনফিডেন্ট।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়