নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনা রোগীদের নমুনা পরীক্ষার কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুতের পুনঃসংযোগ স্থাপন, পিসিআর মেশিনের সঠিকতা পুনঃযাচাই এবং ল্যাব জীবাণুমুক্ত করার জন্য এই বিরতি দেওয়া হয়েছে, বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলনেতা ড. ইকবাল কবীর জাহিদ জানিয়েছেন, যবিপ্রবি অ্যাকাডেমিক ভবনে বিদ্যুতের ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে। এর জন্য ৩ দিন সময় দরকার বলে তাকে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছে।
তিনি জানিয়েছেন, যেহেতু ল্যাব ৩ দিন বন্ধ রাখতে হচ্ছে, এই সুযোগে আরো কিছু কাজ সেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১ মাস যাবৎ একটানা ল্যাব চলছে। ভাইরাস নিয়ে কাজ করা ল্যাব নির্দিষ্ট সময় পর পর জীবাণুমুক্ত (ডিকন্টামিনেট) করতে হয়। এখন সেই কাজটি করা হবে। পাশাপাশি (পিসিআর) মেশিনের পুনঃযাচাইয়ের কাজটিও (ক্যালিব্রেশন) করা হচ্ছে।(যবিপ্রবির) পিসিআর মেশিনটির সরবরাহকারী ‘ওভারসিজ মার্কেটিং কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান। ইতিমধ্যে তাদের এক্সপার্টরা এসে পুনঃযাচাই শুরু করেছে। এছাড়া ল্যাবের একাংশে কিছু মেরামত কাজও করার দরকার ছিলো। এই ফাঁকে সেটিও করে নেওয়া হচ্ছে।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী হেলাল পাটোয়ারি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের জন্য নতুন ১ টি সাব স্টেশন বসানো হচ্ছে। আগে থাকা ৮০০ কেভির সাব স্টেশনের পাশাপাশি একই ক্ষমতার আরেকটি সাব স্টেশন বসানোর কাজ চলছে। আশা করা যায়, আগামীকাল নতুন সাব স্টেশন থেকে অ্যাকাডেমিক ভবনে বিদ্যুৎ সংযোগ দেওয়া যেতে পারে।
ড. ইকবাল কবির জাহিদ জানিয়েছেন, বিষয়টি গত মঙ্গলবার সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জনদের লিখিতভাবে অবহিত করে অন্তর্বর্তীকালীন সময়ে খুলনা বা অন্য কোনো ল্যাবে নমুনা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সেই অনুযায়ী সিভিল সার্জনরা দরকারি ব্যবস্থা নিয়েছেন।
আগামী সোমবার ল্যাব চালু করতে পারবো বলে আশা করছি। সেই ক্ষেত্রে মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার ফলাফল জানানো সম্ভব হবে,’ বলেন ড. জাহিদ।
এদিকে, যশোর সিভিল সার্জনের দপ্তরে খোঁজ নিয়ে জানা যায় যে, গতকাল শুক্রবার(৩ জুলাই) যশোর থেকে সংগ্রহ করা নমুনাগুলো খুলনা ল্যাবে পাঠানো হয়েছিলো। খুলনা মেডিকেল কলেজ ল্যাবেও ক্ষমতার অতিরিক্ত নমুনা জমা পড়ছে। ফলে সেখানেও জট সৃষ্টি হচ্ছে বলে আমাদের খুলনা অফিস থেকে জানানো হয়েছে। সেই কারণে গেল সপ্তাহে সুদূর বাগেরহাট থেকেও যবিপ্রবি ল্যাবে নমুনা পাঠানো হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর