Tag: যশোর সিটিক্যাবল

  • ডিজিটালাইজড করা হলো যশোর সিটিক্যাবল

    ডিজিটালাইজড করা হলো যশোর সিটিক্যাবল

    যশোর প্রতিনিধিঃ যশোর সিটিক্যাবলের ডিজিটাল হেডেন্ড ও সেটআপ বক্সের উদ্বোধন করা হয়েছে যশোরে।

    শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় স্থানীয় ১টি হোটেলে উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

    সিটিক্যাবলের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম খয়রাত হোসেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন বাবু,উপব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা খাইরুল বাশার, অর্থ পরিচালক হুমায়ুন কবীর প্রমুখ।

    দেশে এই প্রথম যশোর সিটি ক্যাবলকে ডিজিটালাউজড করা হয়েছে। এরই মাধ্যমে গ্রাহকরা এখন ডিজিটাল বক্স কিনে ২৫০টি চ্যানেল এইচডি মুডে দেখতে পারবেন।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়