Tag: যাত্রীর

  • চট্টগ্রাম বিমান বন্দরে দুবাই ফেরত যাত্রীর দেহে মিলল ৮২টি স্বর্ণবার

    চট্টগ্রাম বিমান বন্দরে দুবাই ফেরত যাত্রীর দেহে মিলল ৮২টি স্বর্ণবার

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দওে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছে মোহাম্মদ এনামুল হক নামের ওই যাত্রীর দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।

    বিমানবন্দর সূত্রে জানা যায়, তাদের কাছে আগে থেকে গোপন তথ্য ছিলো দুবাই থেকে বড় স্বর্ণের চালান চট্টগ্রামে আসছে। এমন খবরে বিমানবন্দর এলাকায় এনএসআই টিম ও কাস্টমস কর্মকর্তাদের নজরদারি বাড়ানো হয়।

    এর মধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দর এসে পৌছে সকাল ৭টা ২০ মিনিটে। ওই বিমানের যাত্রী ছিলেন কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মোহাম্মদ এনামুল হক।

    বিমান থেকে নেমে আসার পর থেকে এনামুলের গতিবিধি সন্দেহজনক মনে হয় গোয়েন্দা টিমের কাছে। পরে পৌণে আটটার সময় বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের কাছ থেকে তাকে আটক করা হয়।

    এর পর চ্যালেঞ্জ জানিয়ে এনামুলের দেহ তল্লাশী করলে তার শার্টের নিচে পেটের সঙ্গে বাঁধা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসময় তাকে আটক করে শুল্ক বিভাগ ও একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

    স্বর্ণসহ দুবাই ফেরত যাত্রী আটকের তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান। তিনি বলেন, আনুমানিক প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ দুঅবাই ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বিমানের ৬ যাত্রীর কাছে মিলল ৯ স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট

    বিমানের ৬ যাত্রীর কাছে মিলল ৯ স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৬ যাত্রীর কাছে মিলল ৯টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন বিদেশি সিগারেট।

    বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) সকালে গোপন তথ্য মতে তল্লাশী চালিয়ে ৩ যাত্রীর প্যান্টের বেল্টের বকলেসে বিশেষ কায়াদায় লুকানো ৯টি স্বর্ণের বার এবং অপর ৩ যাত্রীর ব্যাগ তল্লাশী করে ২৪০ কার্টন সিগারেট উদ্ধারের তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা।

    তথ্য নিশ্চিত করে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ৬ যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশী করে এসব স্বর্ণবার ও সিগারেট উদ্ধার করা হয়।

    তিনি বলেন, শুল্ক ফাঁকি দিতে ঘোষণা বহির্ভূতভাবে এগুলো আনা হয়েছিল। এ ঘটনায় প্রাথমিকভাবে ৬ যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ৬ জনের বিরুদ্ধে কাস্টমস আইনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কাস্টমস কর্মকর্তা।

  • প্রবাস ফেরত হাটহাজারীর ২ যাত্রীর ব্যাগেজে মিলল ৩৮২ কার্টন সিগারেট

    প্রবাস ফেরত হাটহাজারীর ২ যাত্রীর ব্যাগেজে মিলল ৩৮২ কার্টন সিগারেট

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে একই দিনে হাটহাজারীর পৃথক ২ যাত্রীর ব্যাগেজে মিলল ৩৮২ কার্টন সিগারেট।

    শুক্রবার দুপুরে মাসকাট থেকে আসা ও রাতে শারজাহ থেকে আসা প্রবাস ফেরৎ ২ যাত্রীর কাছ থেকে এসব সিগারেট জব্দ করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম।

    বিমান বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার ১৭ জানুয়ারি রাত পৌনে ১০টার সময় এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে করে চট্টগ্রাম বিমান বন্দরে এসে পৌছান হাটহাজারী উপজেলার বাসিন্দা প্রবাস ফেরত আমিনুল হক। গোপন সূত্রে খবর পেয়ে এনএসআই টিমের সদস্যরা তার ব্যাগেজ তল্লাশি করে। উদ্ধার করা হয় ২৬২ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট।

    এর আগে একইদিন শুক্রবার বেলা পৌনে ২টার দিকে এয়ারের ওভি-৪০৭ ফ্লাইটে মাসকাট থেকে শাহ আমানতে আসা হাটহাজারীর বাসিন্দা মোহাম্মদ শফি উল্লাহর লাগেজ থেকে ১২০ কার্টন ইজি ব্রান্ডের সিগারেট উদ্ধার করেছে বিমান বন্দরের এনএসআইটিম।

    এক দিনে পৃথক দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা সিগারেটগুলো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন বিমান বন্দরের কর্মকর্তারা।