Tag: যানজট

  • যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে এলেন তথ্যমন্ত্রী

    যানজটে আটকে মোটরসাইকেলে সমাবেশে এলেন তথ্যমন্ত্রী

    যানজটে পড়ে নিজের গাড়ি ছেড়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি আজ শুক্রবার (৩জুন) সন্ধ্যায় মোটরসাইকেলযোগে চট্টগ্রামে একটি সমাবেশে যোগ দিয়েছেন।

    বন্দর থানার ওসি তদন্তের মোটরসাইকেলের পিছনে বসে ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে এ সমাবেশে যোগ দেন তিনি।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।

    মন্ত্রী বিকেল সোয়া ৫ টায় বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান। এরপর মন্ত্রীর জন্য নির্ধারিত গাড়িতে চড়ে জামালখানস্থ প্রেস ক্লাবের উদ্দেশে রওয়ানা হন। কিন্তু বিমানবন্দর থেকে ইপিজেড এলাকায় পৌঁছে বন্দরকেন্দ্রিক যানজটে আটকা পড়ে মন্ত্রীকে বহনকারী ও পুলিশ প্রটোকলের গাড়ি। এদিকে মাগরিবের সময় ঘনিয়ে আসায় সমাবেশে যোগ দেয়ার তাগিদে মন্ত্রী নিজের গাড়ি থেকে নেমে পড়েন।

    এ সময় তিনি বন্দর থানার ওসি তদন্তের মোটরসাইকেলে চড়ে সমাবেশের উদ্দেশে রওয়ানা করেন। তাঁর নিজের গাড়ি ও পুলিশ প্রটোকলের গাড়ি পড়ে থাকে যানজটের মধ্যে।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বহনকারী মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছালে সমাবেশে উপস্থিত বিপুল সংখ্যক নারী ও দলীয় নেতৃবৃন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন। এ সময় তাঁকে ঘিরে নেতৃবৃন্দের মুহূর্মুহূ স্লোগানে সমাবেশে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মন্ত্রীকে স্বাগত জানান। এরপরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    দীর্ঘ পথ মোটসাইকেলে পাড়ি দিয়ে সমাবেশে যোগ দেয়ায় দলীয় নেতাকর্মী ও উপস্থিত সুধীজন মন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ হন। মন্ত্রী নিজের ও প্রটোকলের গাড়িতে এলে কোনোভাবেই এ সমাবেশে যোগ দিতে পারতেন না।

  • মহাসড়ককে যানজট মুক্ত রাখতে পুলিশের সাথে শিল্প প্রতিষ্ঠানের মতবিনিময়

    মহাসড়ককে যানজট মুক্ত রাখতে পুলিশের সাথে শিল্প প্রতিষ্ঠানের মতবিনিময়

    সীতাকুণ্ডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধিদের সাথে মতবিনিয়ম করেছেন হাইওয়ে পুলিশ চট্টগ্রাম (সার্কেল) এর সিনিয়র এএসপি মোঃ সফিকুল ইসলাম।

    সোমবার বেলা ১১ টায় বার আউলিয়া হাইওয়ে থানা প্রঙ্গণে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এএসপি সফিকুল ইসলাম শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদেশ্যে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ড অংশে বহু বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠেছে, তাদের লরী, কাভার্টভ্যান, ট্রাকসহ মালামাল ভর্তি গাড়িগুলো মহাসড়কের পাশে রেখে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

    অনেক প্রতিষ্ঠান তাদের ফ্যাক্টরির সামনে পার্কিংকে ফুলের বাগান বানিয়ে দখলে রেখে মহাসড়কের উপর গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক কারখানার মালিক বড় বড় ফ্যাক্টরী করেছে অথচ নিজেদের গাড়ি পার্কিং এর জন্য জায়গা রাখেনি। মহাসড়ককে যানজটমুক্ত রাখতে যার যার ফ্যাক্টরীর গাড়ি নিজস্ব পার্কিং এ রাখা, রাস্তার উপর কোন ধরনের গাড়ি না রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

    বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল এর সভাপতিত্বে উক্ত মতোবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম,সেকান্দর হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, এসআই সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ কাউসার, চট্টগ্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সম্পাদক মোঃ সেলিম।

    এছাড়াও উপস্থিত ছিলেন রয়েল সিমেন্ট, কে এস আর এম, কে ওয়াই সি আর, কেডিএস লজিস্টিক, আরএফএল, বিএসআরএম, শীতলপুর স্টিল, বিএম কন্টেইনার ডিপো, পোর্ট লিংক ডিপোসহ বিভিন্ন ইন্ডাট্রিজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।