Tag: যুক্তরাষ্ট্র

  • করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

    করোনায় যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

    মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। এটিই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রথম মৃত্যু বলে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

    ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’
    যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কয়েকজনের শরীরে সম্প্রতি করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর মধ্যে তারা করোনা কবলিত দেশগুলোতে বেড়াতে যাননি, দেশেই ছিলেন। তা সত্ত্বেও কীভাবে সংক্রমণ ছড়াল তা নিয়ে তারা চিন্তিত। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসা এক মহিলাও করোনা আক্রান্ত।

  • সোলাইমানির মরদেহ ইরানে পৌঁছেছে

    সোলাইমানির মরদেহ ইরানে পৌঁছেছে

    যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের কমান্ডার শহীদ লেঃ জেনারেল কাসেম সোলাইলমানির মরদেহ ইরানে পৌঁছেছে।

    আজ (রোববার) ভোররাতে ইরাক থেকে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ বিমানবন্দরে তার লাশ পৌঁছায়।এ সময় আহওয়াজ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের শীর্ষস্থানীয় শত শত সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    এর আগে গতকাল (শনিবার) ইরাকের কাজেমাইন, বাগদাদ, কারবালা ও নাজাফ শহরে জেনারেল সোলাইমানি ও তার সহযোদ্ধাদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইরাকের লাখ লাখ মানুষ এসব জানাযার নামাজে অংশগ্রহণ করেন।

    ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আজ (রোববার) স্থানীয় সময় সকাল ৮টায় খুজিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর আহওয়াজে জেনারেল সোলাইমানির জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ নগরীতে। সেখানে দুপুরে ইমাম রেজা (আ.)’র মাজার প্রাঙ্গণে আরেক দফা জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

    এরপর যথাক্রমে তেহরান, কোম ও জেনারেল সোলায়মানির জন্মস্থান দক্ষিণ ইরানের কেরমান শহরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর জেনারেলের ওসিয়ত অনুযায়ী কেরমানেই তার দাফন সম্পন্ন হবে।

    শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি শাহাদাৎবরণ করেন। ওই হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় সরকার-পন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ দু’দেশের মোট ১০ জওয়ান ও কমান্ডার শহীদ হন।

    শাহাদাতপ্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লেঃ জেনারেল কাসেম সোলাইমানি যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছেন বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন জানিয়েছে। আমেরিকার এ ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

  • যুদ্ধবিমানের মহড়া, যুদ্ধের প্রস্তুতি ইরানের

    যুদ্ধবিমানের মহড়া, যুদ্ধের প্রস্তুতি ইরানের

    ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক কমান্ডার এবং ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

    দেশ দু’টির মধ্যকার উত্তেজনার মধ্যেই নিজেদের যুদ্ধবিমানের মহড়া শুরু করে দিয়েছে ইরান। দেশটির পশ্চিম আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিমান উড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিমান সতর্ক অবস্থানে থেকে পাহারা দিচ্ছে।

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষণিকের এই আনন্দ-উল্লাস শোকে পরিণত হবে। শুক্রবার ইরাকের একটি বিমানবন্দরে মার্কিন হামলায় অভিজাত এই বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি নিহত হন।

    এদিকে, ইরান যেভাবে যুদ্ধবিমান উড়াতে শুরু করেছে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে শুক্রবার ড্রোন হামলা চালিয়ে সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

    পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছে। ইরানের ভবিষ্যত হামলা প্রতিহত করতেই এই অভিযান চালানো হয়েছে। পেন্টাগন বলছে, জেনারেল সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি এবং তার কুর্দস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের পেছনে দায়ী বলেও উল্লেখ করা হয়েছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এক টুইট বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রকে তাদের হঠকারিতার পরিণতি ভোগ করতে হবে।

    ওয়াশিংটন এক বিবৃতিতে জেনারেল সোলাইমানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।যুক্তরাষ্ট্রের অভিযোগ, চলতি সপ্তাহে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার অনুমোদন দিয়েছিলেন জেনারেল সোলাইমানি।

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আলোচিত নাম মেজর জেনারেল কাসেম সোলাইমানি।

    তিনি ছিলেন বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট ইউনিট কুদস ফোর্সের প্রধান। বলা হচ্ছে, দেশের বাইরে ইরানের সামরিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টায় সোলাইমানি ছিলেন মূল ব্যক্তি। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণেও তার ভূমিকা ছিল।

    বিবিসি লিখেছে, গত দুই দশক ধরে ইরাক, ইয়েমেন, সিরিয়া ও লেবাননের মতো দেশে শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর শক্তিশালী হয়ে ওঠার পেছনে তিনিই ছিলেন প্রধান রূপকার। এর মোকাবিলায় তেহরানের আঞ্চলিক শত্রু সৌদি আরব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে বেগ পেতে হয়েছে। ফলে বহুদিন ধরেই তিনি ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘টার্গেট’।

     

  • ট্রাম্প মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসিত

    ট্রাম্প মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসিত

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। এর ফলে দেশটির তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হলেন তিনি।

    প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করতে যে পরিমাণ ভোট প্রয়োজন, হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথম দুই অভিযোগের ভোট গণনায় ঐ পরিমাণ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।

    স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে তার বিরুদ্ধে ২৩০/১৯৭ ভোটে এ প্রস্তাব পাস হয়।

    এখন প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পকে অপসারণ করতে হলে এই প্রস্তাব সিনেটেও পাস হতে হবে। আগামী মাসে সিনেটে প্রস্তাবটি আনা হতে পারে।

    তবে এতে বাধ সাধবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। কেননা ১০০ সদস্যের সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে অপসারণে দুই তৃতীয়াংশ বা ৬৭ ভোট লাগবে। কিন্তু ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে আছে ৪৭ ভোট।

    ট্রাম্পের আগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন প্রেসিডেন্ট অ্যান্ড্রো জনসন ও বিল ক্লিনটন। তবে তাদেরকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়নি।

    ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ হলো, ক্ষমতার অপব্যবহার ও মার্কিন কংগ্রেসের কাজে বাধাদান। অভিযোগগুলোতে ডেমোক্র্যাটরা সমর্থন দিলেও, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি বিরোধিতা করে।

    তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেসময় তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার জন্য জেলেনস্কির প্রতি আহ্বান জানান।

    জো বাইডেন আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে ধারণা করা হচ্ছে। বাইডেনের ছেলে ইউক্রেনের একটি জ্বালানি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। সেখানেই কিছু অনিয়ম হয়, যেগুলো তদন্তের জন্য ট্রাম্প জেলেনস্কিকে চাপ দেন বলে অভিযোগ উঠে। ট্রাম্প ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা বন্ধেরও হুমকি দেন।

    এরপরই ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জাতীয় স্বার্থকে ব্যবহারের অভিযোগ তুলে ডেমোক্র্যাটরা অভিশংসন তদন্ত প্রস্তাব আনেন।

  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্দুকযুদ্ধে এক পুলিশসহ নিহত অন্তত ৬ জন

    যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্দুকযুদ্ধে এক পুলিশসহ নিহত অন্তত ৬ জন

    যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৬ জন নিহত হয়েছে।

    বন্দুকধারীরা একটি দোকানের ভেতর থেকে গুলি চালায়। তবে এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে না কর্তৃপক্ষ।

    নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি।

    স্থানীয় সময় দুপুর বারোটার পরপর একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়।
    সেসময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে।

    দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি সুপারমার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখে।
    এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা ঐ এলাকাটি ঘিরে ফেলে।

    হামলাকারীদের সাথে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত পাঁচজন নিহত হয়। নিহতদের মধ্যে দু’জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

    পুলিশ জানিয়েছে হামলাকারীরা ‘ভারী অস্ত্রশস্ত্র’ বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে ‘শত শত রাউন্ড’ গুলি ছোঁড়ে।

    দোকানের ভেতরে থাকা গোলাগুলিতে আহত একজনকে চিকিতসা দেয়া হচ্ছে এবং হামলাকারীদের ব্যবহার করা গাড়িটি বোমা বিশেষজ্ঞ দল তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

  • যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

    যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

    যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ৯ জন নিহত হয়েছে।

    স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনায় বিমানের পাইলটও মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছে আরও তিনজন।

    এনবিসি নিউজ ও সিএনএন জানিয়েছে, পিলাটাস পিসি-১২ নামের বিমানটি চেম্বারলেইন বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প পরেই বিধ্বস্ত হয়।

    ১২ যাত্রী নিয়ে এক ইঞ্জিনের ছোট বিমানটি আইডাহো যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনায় পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    এক বিবৃতিতে ফেডারেল অ্যাভিয়েশন জানিয়েছে, চেম্বারলেইন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরে প্রায় এক মাইল দূরে ব্রুল কাউন্টিতে বিধ্বস্ত হয় বিমানটি।

    রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই সময় আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ ছিল। সাউথ ডাকোটার ওই এলাকায় তখন তুষার ঝড় ছিল।

  • যুক্তরাষ্ট্রে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র প্রস্তুতি কমিটি ঘোষণা

    যুক্তরাষ্ট্রে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র প্রস্তুতি কমিটি ঘোষণা

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ও ২৯ মার্চ শনি ও রবিবার নিউইয়র্ক সিটিতে হোটেল লাগোর্ডিয়া ম্যারিয়টে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হবে।

    সম্মেলনকে সফল করতে আমেরিকার সকল অঙ্গরাজ্যের বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

    ২৫১ সদস্যের কমিটিতে ৩টি আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিতদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

    কমিটির আহবায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী এবং নিউজার্সি প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরুন নবী।

    নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীকে সদস্য সচিব এবং কমিউনিটি লিডার আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়াকে প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করা হয়েছে।