Tag: যুবক

  • সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    সড়ক বন্ধ করে সাইকেল র‌্যালির প্রতিবাদ করায় প্রাণ হারায় যুবক

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় সড়ক অবরোধ করে সাইকেল র‌্যালি করার প্রতিবাদ জানাতে গিয়ে খুন হলেন মো. হাশেম খান নামে ৩৩ বছর বয়সী এক যুবক। তিনি নগরীর হালিশহর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে নগরীর ডবলমুরিং থানা আগ্রাবাদ জাম্বুরি পার্ক সংলগ্ন এলাকায় খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

    তথ্যটি নিশ্চিত করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বললেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

    তিনি বলেন, আটককৃতদের বেশিরভাগই আগ্রাবাদ ইস্টার্ণ বয়েজ ক্লাব নামে একটি সংগঠনের সদস্য। তারা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র‌্যালি করছিলো।

    ওইসময় রিকশাযোগে জরুরি কাজে বাসায় যাচ্ছিলেন যুবক হাশেম। সড়ক বন্ধ করে র‌্যালি করার প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা।

    পরে হাশেমের প্রতিবাদে একমত পোষণ করে আশেপাশের আরো কয়েকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। পিটুনীতে এক পর্যায়ে গুরুতর আহত হয় হাশেম, সজীব, আরমান ও রবিউল।

    পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় যুবক হাশেম। আহত অপর তিনজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানায় ওসি।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • স্ত্রী কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করে গ্রেফতার হলেন যুবক

    স্ত্রী কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করে গ্রেফতার হলেন যুবক

    ডেস্ক নিউজ : ভারতে শুধু মানুষ, নারী নয়, অবলা পশুরাও এখন আর নিরাপদ নয়। কিছুদিন ধরে দেশটিতে বেড়ে গেছে কুকুর ধর্ষণের ঘটনা। গরুকেও যৌন হয়রানি করছে বিকৃত রুচির ধর্ষকরা।

    এবার দেশটির মুম্বাইতে অবলা এক কুকুরের মুখ বেঁধে ধর্ষণ করেছে ৩০ বছর বয়সী এক শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায়। এই ঘটনায় শোভানাথ সরোজ নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

    জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মুম্বাইয়ের পশ্চিম মুম্বইয়ের মুলুন্দ অঞ্চলের একটি পার্কিংয়ে ওই নারকীয় কাণ্ডটি ঘটে। কুকুরটিকে পার্কিং এলাকার একটি ছোট ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে শোভানাথ সরোজ।

    কুকুরটির আর্তনাদ কানে আসায় নিরাপত্তারক্ষীরা দৌড়ে সেখানে পৌঁছলে অসহায় কুকুরটি কাতর অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে এবং তার যৌনাঙ্গ থেকে রক্ত ঝরতে দেখা যায়। তবে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়।

    এ নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ব্রিজ ভনশালির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি মুলুন্দ থেকে খবর পাই একটি স্ত্রী-কুকুরকে এক শ্রমিক কার পার্কিং এলাকায় ধর্ষণ করেছে।

    আমি সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশে খবর দিতে বলি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আহত কুকুরটিকে একটি পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন আরেক কুৎসিত ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বই। সেবারও একটি নিরীহ কুকুরকে ধর্ষণ করা হয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    ফ্লাইওভারে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর লালখানবাজার আখতারুজ্জামান ফ্লাইওভারের দামপাড়া গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় মারা গেছে মো. রিয়াজ উদ্দিন রায়হান নামে ২৫ বছর বয়সী এক যুবক।

    আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় ফ্লাইওভারের উপর নষ্ট মোটর সাইকেল মেরামতের সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত রিয়াজ উদ্দিন বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী শেখপাড়া আব্দুল মজিদের ছেলে।

    সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী এ যুবকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন।

    তিনি বলেন, শনিবার বিকেল পৌণে ৫টার সময় লালখান বাজার ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় আহত রায়হান নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে কয়েকজন পথচারি। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এদিকে এ দুর্ঘটনার পর চালকসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান।

    তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, ফ্লাইওভারের গরীবউল্লাহ শাহ মাজারের কাছে রায়হানের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। রাস্তার উপর দাড়িয়ে সেটি মেরামত করার সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।

    এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রায়হানকে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ঠাকুরগাঁওয়ে যুবকের মৃত্যু নিয়ে রহস্য : হত্যা না আত্মহত্যা?

    ঠাকুরগাঁওয়ে যুবকের মৃত্যু নিয়ে রহস্য : হত্যা না আত্মহত্যা?

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের খানকাহ ইসলামবাগ এলাকার সাজ্জাদ হোসেন সাজু (২২)নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য দেখা
    দিয়েছে।

    শনিবার (৪ এপ্রিল) সকালে ওই যুবকের পিতা জুনায়েত হোসেন ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

    অভিযোগে জানা যায়, সাজ্জাদ হোসেন সাজু পার্শ্ববর্তী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বলরামপুরে দীর্ঘ ১ বছর ধরে তার নানীর বাসায় ছিল। সেখানে সে তার নানা বাড়িতে জমিজমা দেখাশুনা করতো। শনিবার ভোর রাতে মোবাইল ফোনে জনৈক মতিউর রহমান সাজুর পিতাকে জানায় তার ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ খবর শোনার পর তিনি সেখানে গিয়ে সাজুর নানী হুসনে আরা ও প্রতিবেশিদের সাথে কথা বলে জানতে পারেন, গত শুক্রবার রাতে সাজুসহ সকলে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পরে। রাত আড়াইটায় সাজুর ঘরের দরজা অর্ধেক খোলা দেখে সেখানে প্রবেশ করে সাজুর গলায় ফাঁস দেওয়া মরদেহ দেখতে পায় তার নানী।

    পরক্ষনেই সাজুর মরদেহ নিয়ে তার পিতা জুনায়েত হোসেন ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে চলে আসেন এবং সদর থানায় বিষয়টি অবগত করলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

    এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় বিষয়টি জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।

    পুলিশ জানায় ভিসেরা রিপোর্ট আসার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

  • পটিয়ায় মাদকসহ যুবক গ্রেফতার

    পটিয়ায় মাদকসহ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

    গতকাল শনিবার দিনগত রাতে গোপন সূত্রের খবরে পুলিশ অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ এ যুবককে হাতে নাতে গ্রেফতার করে।

    গ্রেফতার যুবকের নাম মো. আরমান প্রকাশ আরিফ প্রকাশ ছোটন (২৬)। তিনি পটিয়া ভেল্লা পাড়ার ফারুকী বেপারীর পুরাতন বাড়ির বাসিন্দা আবুল কালাম প্রকাম আবুর ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার এসআই কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/সনজয়/আরএসপি

  • ঠাকুরগাঁওয়ে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    ঠাকুরগাঁওয়ে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে এক কিশোরীকে গণধর্ষণের অপরাধে তিন যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পৃথক ধারায় অপহরণের দায়ে প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এ রায় প্রদান করেন।

    মামলার অভিযুক্ত আসামিরা হলো- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মলিফত হোসেনের ছেলে মকিম উদ্দিন (৪৩), রঘুনাথপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন (৩৩) ও দৌলতপুর গ্রামের মকিম উদ্দিনের (শুকনা) ছেলে আব্দুল মালেক (সানু) (৩২)।

    মামলার অপর আসামি সখিনা বেগম মামলা চলা অবস্থায় মৃত্যুবরণ করায় তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। নিহত সখিনা বেগম (৪৮) পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

    মামলা সূত্রে যানা যায়, ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর বিকালে দণ্ডিত আসামি মকিম উদ্দিন রানীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা এলাকার রিকশাচালক মনতাজ আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এমন সংবাদ দিয়ে তার বাসা হতে নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। সেই দিন রাতে পীরগঞ্জ উপজেলার জগথা এলাকায় জনৈক সখিনা বেগমের বাসায় নিয়ে গিয়ে ওই আসামিসহ অপরাপর সহযোগীরা মেয়েটিকে দুই দিন যাবত পালাক্রমে ধর্ষণ করে।

    এ ঘটনায় মেয়েটির মা লতিফা খাতুন বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর রানীশংকৈল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

    পরে পুলিশ ভিক্টিমকে উদ্ধার করে ও আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তদন্ত শেষে ২০০৯ সালের ১৩ জানুয়ারি ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন দণ্ডিত আসামিসহ চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

     

  • ঠাকুরগাঁওয়ে যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

    ঠাকুরগাঁওয়ে যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সামসুল হক (৩৫) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

    মঙ্গলবার (১০ মার্চ) রাত দশটায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী শিববাড়ী নামক এলাকার একটি আমবাগানের পাশে থেকে মুখমন্ডল রক্তাক্ত ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়ছে।নিহত যুবক সামসুল হক পৌরসভাধীন কাজিবস্তি গ্রামের বাসিন্দা।

    লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম। তিনি বলেন, লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

  • বোয়ালখালীতে স্কুল শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় যুবক গ্রেফতার

    বোয়ালখালীতে স্কুল শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে স্কুল শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে ইমন সদ্দার (১৮) নামের এক যুবক গ্রেফতার করে রবিবার (২ ফেব্রুয়ারি) আদালতে সোর্পদ করেছে থানা পুলিশ।

    অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কানুনগোপাড়া এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণিতে অধ্যয়ণরত শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে তিন যুবক। এ সময় শিক্ষার্থীদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে এসে বখাটে ইমন সদ্দারকে আটক করেন।

    এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনকে জানালে তিনি আটককৃত বখাটেকে থানায় সোর্পদ করার নির্দেশ দেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তার নিদের্শ মোতাবেক বখাটে ইমন সদ্দারকে চৌকিদার দিয়ে থানায় সোর্পদ করা হয় বলে জানিয়েছেন স্থানীয় আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে।

    এ ব্যাপারে আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খোকন সদ্দারের ছেলে ইমন সদ্দার (১৮) ও সারোয়াতলী ইউনিয়নের নেপাল সদ্দারের ছেলে রণি সদ্দারের (২৫) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে করে এক স্কুল শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।

    তিনি বলেন, মামলা দায়েরের পর আটককৃত আসামী ইমনকে গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

  • পটিয়ায় ইয়াবাসহ ধরা টেকনাফের যুবক,আদালতে প্রেরণ

    পটিয়ায় ইয়াবাসহ ধরা টেকনাফের যুবক,আদালতে প্রেরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরে দেড় হাজার পিস ইয়াবাসহ টেকনাফের বাসিন্দা যুবক মো. ইব্রাহিমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর।

    আজ ৮ জানুয়ারি বুধবার সকাল ১০টার সময় পৌরসদরের মুন্সেফ বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইয়ং ইউনিয়নের ঝিমংখালীর মোঃ শফির ছেলে বলে জানা গেছে।

    মাদকদ্রব্য অধিদপ্তরের খ সার্কেল এ কে এম আজাদ উদ্দিন তথ্য নিশ্চিত করে বলেন, আগে থেকে খবর ছিলো টেকনাফ থেকে পটিয়া হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবার চালান আসছে। এমন খবরে চট্টগ্রামের মুন্সেফ বাজার এলাকায় অবস্থান নেন অধিদপ্তরের লোকজন। বুধবার সকাল ১০ টার দিকে সূত্রমতে যুবককে আটক করে তল্লাশী করে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আটক যুবকের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হচ্ছে বলে পটিয়া থানা সূত্রে জানা গেছে।

  • কোতোয়ালিতে পথচারীর মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ল তিন যুবক

    কোতোয়ালিতে পথচারীর মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ল তিন যুবক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে এক পথচারীকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েছে তিন যুবক। পরে কোতোয়ালি থানা পুলিশের হাতে তিনজনকে সোপর্দ করা হয়।

    মঙ্গলবার ৩ ডিসেম্বর রাত ১০টার সময় পথচারীদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন কোতোয়ালি তুলাতলি লিজা বিল্ডিংয়ের আব্দুর রহমান রকি ও সৎপিতা মো. রুবেলের ছেলে মো. মেহেরাজ রহমান রাকিব (১৯), নগরীর আলকরণ দোভাষ কলোনীর মামুনের ভাড়াটিয়া মো. আলমগীরের ছেলে মো. রানা ও ফিরিঙ্গিবাজার বংশাল রোডের শাহজাহান ড্রাইভার বাড়ির মো. জামাল হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৯)।

    পুলিশ জানায়, নগরীর জেল রোডস্থ রিফাত রেক্সিন নামক একটি দোকানের কর্মচারী মো. নাছির মঙ্গলবার রাতে ডিউটি শেষ করে নিজ বাড়ি পটিয়ার উদ্দ্যেশে যাচ্ছিলেন। রাত ১০ টার সময় সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে নাছিরের পথরোধ করে অপরিচিত তিন যুবক।

    কিছু বুঝে উঠার আগেই তারা তিনজনে মিলে নাছিরকে মারধর করে তার মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় নাছিরের সাথে থাকা তার অপর দুই বন্ধু পথচারীদের সহায়তায় তিনজনকেই ধরে ফেলে। পরে পাশ্বস্থ কোতোয়ালি থানা পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

    সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালি থানা পুলিশ আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতার দেখায়।

  • কুমিরা ঘাটঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্দ্বীপের যুবক আটক

    কুমিরা ঘাটঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্দ্বীপের যুবক আটক

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকা থেকে ২১ পিস ইয়াবা, ১ টি দেশীয় তৈরী ওয়ান গান ও ২ টি কার্তুজসহ আকবর হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব ৭।

    গোপন সংবাদে গতরাত সাড়ে ৮ টার দিকে কুমিরা-সন্দ্বীপ ঘাটঘরের পরশমনি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

    আটক আকবর হোসেন সন্দ্বীপের হারামিয়া গ্রামের আলাউদ্দিনের বাড়ির আজিজুল হকের পুত্র। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি অস্ত্র আইনে, (মামলা নং১৯) তাং১৩/১১/১৯ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ( ২০১৮ ধারায় মামলা নং২০) দায়ের করা হয়েছে।

    এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আকবর অস্ত্র ও মাদক নিয়ে বিক্রিয়ের উদ্যেশ্য অবস্থান করছে এমন সংবাদের সূত্রে র‌্যাব তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ২১ পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরী ওয়ানগান ও ২ টি কার্তুজ উদ্ধার করে।

    পরে উদ্ধার হওয়া ইয়াবা ও অস্ত্রসহ আকবর হোসেনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • শিশুদের প্যাম্পাসকে লাশের ছবি বলে গুজব ছড়ানো সাঈদ গ্রেফতার

    শিশুদের প্যাম্পাসকে লাশের ছবি বলে গুজব ছড়ানো সাঈদ গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : ছিল শিশুদের প্যাম্পাস। কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে অসংখ্য নবজাতকের লাশ উল্লেখ করে মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষ ও প্রশাসনের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছিলো মোঃ সাঈদ হোসাইন কানন(২৭) নামে এক যুবক।

    সাঈদ যে উদ্দেশ্যে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে লাইভ করেছিলো তার উদ্দেশ্য অনেকটা সফল। মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। বেশ আলোচিতও হয়েছে এ যুবক। তবে এ ক্ষেত্রে প্রশাসন হয়েছে সমালোচিত। অবশেষে কোতোয়ালি পুলিশের জালে আটকা পড়েছে সেই আলোচিত ভাইরাল বয়।

    গতকাল সোমবার রাত পৌণে ১১ টার সময় নগরীর পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল এলিনার সামনে থেকে এ ভাইরাল বয়কে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাছাড়া তার এ কাজে সহযোগী অপর যুবকের তথ্য দিয়েছে গ্রেফতার সাঈদ।

    গ্রেফতার মো সাঈদ হোসাইন কানন (২৭), কুমিল্লা জেলার লাকসাম কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ পশ্চিম পাড়ার মো. কোরবান আলীর ছেলে। বর্তমানে সে নগরীর রিয়াজউদ্দিন বাজার বানিয়াটিলা ইব্রাহিম কমিশনারের বিল্ডিং এর ৩য় তলায় ব্যাচেলর বাসা নিয়ে থাকতেন এবং পলাতক আসামি মো. পারভেজ একই জেলার মনোহরগঞ্জ আমতলী ট্যুর হামিরাবাগ এলাকার আব্দুল বারেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সম্প্রতি নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের দক্ষিণ পার্শ্বের পাহাড়ে অসংখ্য নবজাতকের লাশ ফেলে দেয়া হয়েছে মর্মে ফেসবুক লাইভের মাধ্যমে মিথ্যা বিভ্রান্তিক তথ্য প্রচার করেছে যুবক মোঃ সাঈদ হোসাইন কানন(২৭)।

    ওসি বলেন, ফেসবুকে কুৎসা রটানো, উস্কানি দেওয়া, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সাঈদসহ একটি চক্র দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার রাতে এ ফেসবুক লাইভকারীকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারের পর সাঈদের কাছ থেকে তথ্য নিয়ে মিথ্যা তথ্য পাচারের সাথে জড়িত তার অপর সহযোগী মো. পারভেজকেও গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে জানিয়ে গ্রেফতার সাঈদ ও পলাতক পারভেজের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মহসীন।

    কোতোয়ালী থানা পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৪টার সময় বৃষ্টির পানিতে ফুলে ফুলে জেলি আকৃতি ধারণ করা কিছু প্যাম্পাসের ভিডিও ধারণ করেন পারভেজ এবং সাঈদ। পরে সন্ধ্যা ৬টার দিকে সেগুলো অবৈধ বাচ্চার ভ্রুন উল্লেখ করে মিথ্যা বিভ্রান্তমূলক তথ্যসহ নিজেদের ফেসবুক লাইভে ছড়িয়ে দেন এ দুই যুবক।

    মিথ্যা তথ্য সম্বলিত, উসকানিমূলক, আক্রমাত্বক পোস্টটি মুহুত্বেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ হাজার শেয়ারসহ বিষয়টি নিয়া ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এমনকি মিডিয়াতেও আলোচনা সমালোচনায় বিষয়টি নিয়ে শুরু হয় ঝড়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে পোস্টটি।

    প্রকৃত ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা যায়, কোতোয়ালী থানা জামিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স এর দক্ষিণ পাশ্বের সহকারী ইমাম মোয়াজ্জিমদের জন্য তৈরিকৃত টিনসেড ঘরের দক্ষিণ পাশের জামিয়াতুল ফালাহ কমপ্লেক্স এর কম্পিউটার অপারেটর মো. ইলিয়াছ থাকতেন সেখানকার একটি বাসায়। তিনি দীর্ঘদিন ধরে তার বাচ্চার ব্যবহৃত প্যাম্পাসগুলো বাসার পেছনের ময়লা আবর্জনার মধ্যে ফেলে আসছেন। প্যাম্পাসগুলো বৃষ্টির পানি পড়ে ফুলে জেলি আকৃতি ধারণ করে।

    কিন্তু ঘটনার দিন বিকেলে এ দুই যুবক রেডিসন হোটেলের উত্তর পাশের মাঝখানে পাহাড়ের ভেতর ফ্লাইওভারের নিচের গেইট দিয়ে আসার সময় এ বিষয়টি দেখতে পান।

    তখন তারা দুজনে ভিডিও ধারণ করে ফেসবুকের লাইভে এসে ফেসবুক ইউজারদের উদ্দ্যেশে বলেন, অনেকগুলো অবৈধ বাচ্চা, অবৈধ না বৈধ সেটা আমরা সঠিক জানতে পারতেছি না, নড়াচড়া করিয়া দেখায় যে সবগুলো অবৈধ বাচ্চার ছবি”। ভিডিও প্রকাশের পর বিভিন্ন শ্রেনী সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃনা বা বিদ্বেষ সৃষ্টিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি উপক্রম হয়।

    এদিকে ঘটনাটি তাৎক্ষণিকভাবে পুলিশের নজরে আসলে ফেসবুক ব্যবহারকারী সাঈদের আইডি তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে ফেসবুকে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে দুই যুবককে খুঁজতে থাকে পুলিশ। কিন্তু ঘটনার প্রচার পাওয়ার পরপরই দুজন চট্টগ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় তাদের গ্রেফতারে প্রশাসনকে কিছুটা বেগ পেতে হয়। এমনকি তাদের দুজনের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধসহ ফেইসবুক আইডিটি ডিএকটিভ করে দেয়।

    তবে গতকাল রাত পৌণে ১১ টার সময় নগরীর পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন হোটেল এলিনার সামনে সাঈদকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের একটি টিম গিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিডিও ধারণ এবং ধারা বর্ণনার বিষয়টি স্বীকার করে নেন। এবং তার অপর সহযোগী পারভেজ (২৫) জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নেন।