Tag: যুবককে

  • মিরসরাইতে এক যুবককে কুপিয়ে জখম

    মিরসরাইতে এক যুবককে কুপিয়ে জখম

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইতে অন্ত কোন্দলের জের ধরে নুরুন্নবী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতি পক্ষ। আজ ২৭ মার্চ শুক্রবার সকালে উপজেলার সাধুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

    জানা যায়, নুরুন্নবী সাধুর বাজার থেকে জমির আইল দিয়ে হেটে বাড়ি যাওয়ার পথে প্রতি পক্ষের দশ থেকে বার জন রামদা ও দেশিয় ধারালো অস্ত্রনিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপে নুরুন্নবীর মাথায় গুরুতর জখম হয়।

    এসময় আহতের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। উপস্থিত লোকজন গুরুতর আহত নুরুন্নবীকে উদ্ধার করে স্থানীয় মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে তার আবস্থা ঝুকিপূর্ণ হওয়ায় তাকে চমেকে প্রেরণ করেছে।

    মাতৃকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার আঘাত খুবই গুরুতর, রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না তাই চমেকে প্রেরণ করা হয়েছে। রুগির আবস্থা আশঙ্কা জনক।

    নুরুন্নবীকে উদ্ধারকারী ও প্রত্যক্ষ দর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের কমিটি নিয়ে অন্ত কোন্দলের জের ধরে হামলাকারীরা একই কায়দায় গত তিন দিন আগেও এক জনকে কুপিয়ে আহত করেছে।

    আহতের ভাই সাখাওয়াত হোসেন রুবেল বলেন, আমার ভাইয়ের আবস্থা খুবই খারাপ বাচার সম্ভাবনা খুবই কম। কোন প্রকারে মাথার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। যারা হামলা করেছে তারা আমাদেরই দলের লোক। জাহাঙ্গীর চেয়ারম্যান এর মুল হোতা। আমার ভাইকে নিয়ে আমরা চমেকে যাচ্ছি এই মুহূর্তে মামলা করার সময় নেই।

    মিরসরাই থানা ওসি তদন্ত বিপুল দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আহত ব্যক্তিকে আমরা দেখেছি তার আবস্থা গুরুতর। ঘটনার স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতের ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া মাত্রই মামলা নেওয়া হবে।

    ২৪ ঘন্টা/ আশরাফ/ আর এস