মোবাইল চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার হওয়া পুলিশের এসআই ইকবাল পারভেজ রায়হানকে রিমান্ডে নিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।
আজ রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম,তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন দুইদিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২২ অক্টোবর মঙ্গলবার বিকালে নগরীর হালিশহর পুলিশ লাইন থেকে তাকে আটক করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সীতাকুণ্ড থানা পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আজ রবিবার শুনানীর দিন ধার্য্য করেন।
জানাগেছে, বোনের মোবাইল ফোন চুরি করেছে এমন অভিযোগে এসআই ইকবাল পারভেজ রায়হান ওইদিন সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে এজাহার মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের বউ এবং এলাকাবাসী।