Tag: যুবককে পিটিয়ে হত্যা

  • ভাটিয়ারীতে যুবককে পিটিয়ে হত্যা মামলায় এসআইসহ দুইজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

    ভাটিয়ারীতে যুবককে পিটিয়ে হত্যা মামলায় এসআইসহ দুইজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

    মোবাইল চুরির সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে চট্টগ্রামে গ্রেফতার হওয়া পুলিশের এসআই ইকবাল পারভেজ রায়হানকে রিমান্ডে নিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ।

    আজ রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম,তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন দুইদিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে গত ২২ অক্টোবর মঙ্গলবার বিকালে নগরীর হালিশহর পুলিশ লাইন থেকে তাকে আটক করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সীতাকুণ্ড থানা পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আজ রবিবার শুনানীর দিন ধার্য্য করেন।

    জানাগেছে, বোনের মোবাইল ফোন চুরি করেছে এমন অভিযোগে এসআই ইকবাল পারভেজ রায়হান ওইদিন সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে এজাহার মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের বউ এবং এলাকাবাসী।

  • সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

    মোবাইল চোর সন্দেহে আজহার নামে ২৬ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

    আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভাটিয়ারী কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে। পিটুনীতে নিহত আজহার ভাটিয়ারী ৪নং ওয়ার্ডের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, মোবাইল চুরির সন্দেহে প্রশাসনের এক কর্মকর্তাসহ এলাকার কয়েকজন উত্তেজিত জনতা মিলে আজহারকে পিটিয়ে হত্যা করেছে। কয়েকজন যুবক আজহারের মরদেহটি উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে রাখে। সেখানে শত শত মানুষ যুবকের পরিচয় সনাক্ত করতে ভীড় জমায়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন বলেন- মোবাইল চুরির অভিযোগে এক যুবকে পিটুনী দিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন মিলে যুবকটিকে পিটিয়ে হত্যা করেছে। তবে ওই পুলিশ সদস্য সীতাকুণ্ড থানার কেউ নয় জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন।

    সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।