Tag: যুবকের বিকৃত লাশ উদ্ধার

  • ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর যুবকের বিকৃত লাশ উদ্ধার

    ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর যুবকের বিকৃত লাশ উদ্ধার

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর ইউনুস (৩৮) নামের এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (৭মার্চ) দুপুর ২টায় উপজেলার লেলাং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালপুল সংলগ্ন লেলাং খাল থেকে বালি চাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

    স্থানীয় ইউপি সদস্য সরোয়ার জানান, সকাল ১১টার দিকে লেলাং খালের পাড় দিয়ে যাতায়াতকারী কয়েকজন ব্যক্তি খালে বালি চাপা দেওয়া লাশটির কিছু অংশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

    খবর পেয়ে থানার ওসি বাবুল আকতারের নেতৃত্বে ওসি(তদন্ত) রবিউল হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ২ঘন্টা চেষ্ঠা চালিয়ে বালি ও পানি সরিয়ে মরেদহটি উদ্ধার করেন।
    এসময় মরদেহটি হাত- পা বাঁধা অবস্থায় ছিল।
    তার শরীরের পুরো অংশ বিকৃত হলেও পরনের জামা-কাপড় দেখে স্বজনরা লাশটি নিখোঁজ ইউনুসের বলে নিশ্চিত করেন।

    তার বাড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে।  পিতার নাম আবুল বশর,তার
    ৩ ও ৫ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।

    গত রোববার (১ মার্চ) রাতে ইউনুস বিবিরহাট বাজারের উদ্দ্যেশ্যে বের হয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখু্ঁজি করেও তার সন্ধান পায়নি।

    ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার বলেন- আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে আমাদের টিম সম্ভাব্য আলামত জব্দ করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।