Tag: যুবকের মৃত্যু

  • সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

    সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

    সীতাকুণ্ডে চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত যুবকের (১৮) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সীতাকুণ্ড রেল স্টেশন থেকে ১ কিলোমিটার দুরে শেখ পাড়া এলাকায় এঘটনা ঘটে।

    জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায় যুবকটি। তার নাম পরিচয় পাওয়া যায়নি।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে থানার এসআই মোঃ খোরশেদ আলম বলেন, সীতাকুণ্ড স্টেশন থেকে এক কিলোমিটার দুরে রেললাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

    তিনি চট্টগ্রামগামী একটি ট্রেন থেকে পড়ে যায় বলে স্থানীয়রা জানান। আমরা লাশটি উদ্ধার করে ডিএনএ পরিক্ষার জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু

  • রাউজানে করোনা উপসর্গে যুবকের মৃত্যু/ দাফন-কাফনে এগিয়ে এল এমপি’র স্বেচ্ছাসেবক টিম

    রাউজানে করোনা উপসর্গে যুবকের মৃত্যু/ দাফন-কাফনে এগিয়ে এল এমপি’র স্বেচ্ছাসেবক টিম

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে করোনা উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) নিয়ে মোহাম্মদ এরশাদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মরহুম নাজমুল হুদা চৌধুরী বাড়িস্থ মোহাম্মদ ইদ্রিচের পুত্র।

    গতকাল ১৩ জুন শনিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর এরশাদকে প্রথমে রাউজান গহিরাস্থ জে কে মেমোরিয়ালে নিয়ে যায় তার স্বজনরা। এ সময় এরশাদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার করোনা করোনা পরীক্ষার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

    পরে এরশাদকে নিয়ে তার স্বজনরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই রাত সাড়ে ১১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    এরশাদের মৃত্যুর সংবাদ জানতে পেরে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর ব্যাবস্থাপনায় রাউজানে করোনা আক্রান্ত ব্যক্তিদের লাশ দাফন-কাফনে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে সমন্বয়ক সাইদুল ইসলামসহ টিমের সদস্যরা এরশাদের লাশ দাফন-কাফন কাজের প্রস্তুতি নেন।

    ১৪ জুন রবিবার সকাল পৌনে দশটার দিকে মোহাম্মদপুর গ্রামের প্রখ্যাত অলিয়ে কামেল আবদুল জলিল শাহ (রহ:) এর মাজার চত্বরে নামাজে জানাজা স্বেচ্ছাসেবী টিমের সদস্য ও উপজেলা জামে মসজিদের খতিব মৌলানা এম এ মতিনের ইমামতিতে সম্পন্ন হয়। জানাজা শেষে লাশের দাফন কাজ সম্পন্ন করেন স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা।

    এ সময় বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজ, সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান, যুবলীগ নেতা মোহাম্মদ ছাবের, স্বেচ্ছাসেবী টিমের নাছির উদ্দিন, বখতেয়ার, শফি, সম্রাট, ইউসুফসহ এরশাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মোহাম্মদপুর গ্রামের মরহুম নাজমুল হুদা চৌধুরী বাড়ীর মোহাম্মদ ইদ্রিচের তিন সন্তানের মধ্যে এরশাদ ছিল পরিবারের বড় সন্তান। ২০০৭ সালে এসএসসি পাশের পর ইউএসটিসি থেকে বিবিএ সম্পন্ন করে ব্যাবসায় জড়িয়ে পড়েন এরশাদ।

    বন্ধু বৎসল ও বিনয়ী হিসেবে এলাকায় সকলের প্রিয় পাত্র ছিল সে। গত কিছুদিন যাবৎ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার অকাল মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেয়।

    রাউজান সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফোরকার এরশাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট জনিত কারণে শনিবার রাতে এরশাদকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। এরশাদ খুবই শান্ত প্রকৃতির ছিল।

    তার মৃত্যুর পর সাংসদ ফজলে করিম চৌধুরী ও সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবী টিমের প্রধান সমন্বয়ক জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে টিমের সদস্যরা দাফন-কাফনে অংশ নেয়।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কাস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    আজ সোমবার (২৭এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ কিপাইত নগর এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত আক্কাস আলী ওই এলাকার পেদাই বাড়ির মৃত নুরুল হকের পুত্র। সে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সে সকাল ১১টার দিকে তার পার্শ্ববর্তী বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন, এমন সময় অসাবধানতা বশত সে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি

  • চমেক হাসপাতালের আইসোলেশনে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে যুবকের মৃত্যু

    চমেক হাসপাতালের আইসোলেশনে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে যুবকের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালের আইসোলেশনে থাকা এক যুবক মারা গেছে।

    জানা গেছে, গতকাল রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বানিন্দা মৃত আবুল কালামের ২২ বছর বয়সী ছেলে শরীফ মোহাম্মদ।

    হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই করোনা ভাইরাস সন্দেহে রোগীকে হাসপাতালটির করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। রবিবার রাতে হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

    ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, শ্বাসকষ্টজনিত রোগে শরীফের মৃত্যু হয়েছে। তার লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে রবিবার রাতেই আমরা ওই এলাকায় গিয়েছি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যায় বিআইটিআইডি থেকে রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • কোতোয়ালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

    কোতোয়ালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে সড়ক দুর্ঘটনায় মো. রফিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সোয়া ৯টার সময় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সড়কের মুসলিম হলের সামনে দুর্ঘটনাটি ঘটে।

    নিহত রফিক কিশোরগঞ্জ জেলার সিরাজ মিয়ার ছেলে এবং নগরীর বিভিন্ন বাজারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন বলে জানা গেছে।

    ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, শুক্রবার সকাল সোয়া ৯টার সময় রেয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে নগরীর কোতোয়ালি থানা মুসলিম হলের সামনে তিন চাকার একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় রফিক।

    পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।

  • পাহাড়তলী আমবাগানে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    পাহাড়তলী আমবাগানে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী আমবাগান রেল ক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

    বুধবার ১৫ জানুয়ারি দুপুর পৌনে ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর ধারণা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন কান্তি জানান, বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন বগি আমবাগান এলাকার ডক থেকে বের হয়ে চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। ইঞ্জিনটি আমবাগান রেল ক্রসিং এলাকায় গেলে সেখানে অসাবধানতাবশত ইঞ্জিনের নিচে কাটা পড়ে এক যুবক। এতে ঘটনাস্তলেই তার মৃত্যু হয়।

    খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে যুবকের মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

  • ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমান (২৬) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

    ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে ফটিকছড়ি পৌরসভায় এ ঘটনা ঘটে। নিহত আমান ফটিকছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ডের দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের আবু সুফিয়ানের প্রথম পুত্র। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান।

    স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে তার নিজ বাড়ির রমজান আলীর নতুন ঘরে কাজ করছিলো, এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফটিকছড়ি ২০ শয্যা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

  • বোয়ালখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

    বোয়ালখালীতে আগুনে পুড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :  চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় মারা গেছে নুরুল আজিম (৩০) নামের এক যুবক।

    শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী কোরবান আলী সওদাগর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    নিহত নুরুল আজিম ওই এলাকার মো. হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি বেকারীতে চাকুরী করতেন। তার ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।

    নিহত আজিমের মা জাহানারা বেগম জানান, রাতের খাবার সেরে যার যার ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন ছড়িয়ে পড়লে আজিমকে অনেক ডাকাডাকি করে জাগাতে না পেরে তার স্ত্রী ছেলেকে নিয়ে বের হয়ে পড়ে।

    বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কীরীটী রঞ্জন বড়ুয়া।

    তিনি জানান অগ্নিকান্ডে আজিম ও শাহ আলম মাঝির বসত ঘর পুড়ে গেছে। আগুনে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও নুরুল আজিম নামের এক যুবক এ ঘটনায় মারা গেছেন।

    অগ্নিকান্ডের ঘটনায় বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • লামায় টমটম উল্টে যুবকের মৃত্যু, আহত ২

    লামায় টমটম উল্টে যুবকের মৃত্যু, আহত ২

    লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে মো. রাজন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।

    শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী সড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মো. রাজন ঢাকা কেরানী গঞ্জের দক্ষিণ কুন্ডা ইউনিয়নের দক্ষিণ কেরাণীগঞ্জ গ্রামের বাসিন্দা আবদুল খালেকের ছেলে।

    সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি টমটম গাড়ি শনিবার দুপুর ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজারে যাচ্ছিল। এ সময় টমটম গাড়িটি সড়কের পাঁচ মাইল নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

    টমটম গাড়ি উল্টে এক যুবক নিহত ও দুই যাত্রী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত রাজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

  • খুলশীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    খুলশীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শান্ত (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার সময় খুলশীর সেগুনবাগান এলাকার নিজ বাসার পাশের একটি নারিকেল গাছে উঠলে পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে মারা যায়।

    নিহত শান্ত (২২) ওই এলাকার মো. রশিদ বাড়ির ভাড়াটিয়া মো. মালেকের ছেলে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জে বলে জানা গেছে।

    সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

    তিনি বলেন, বাসার পাশের নারিকেল গাছে উঠে নারিকেল পারার সময় গাছের সাথে লাগানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শান্ত। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার কওে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্ত’র লাম হাসপাতাল মর্গে রয়েছে বলে তিনি জানান।

  • ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু মাগুরায়

    ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু মাগুরায়

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরায় নাজমুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তার মৃত্যু হয়। নিহত নাজমুল মাগুরা সদরের বরুণাতৈল গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে। তিনি শহরের পারনান্দুয়ালী মসজিদ মার্কেট এলাকায় ভাঙ্গারীর ব্যবসা করতেন।

    প্রতিবেশী সোহাগ হোসেন জানান, নাজমুল গত শুক্রবার জ্বরে আক্রান্ত হন। ওইদিন পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

    মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

    মাগুরায় নাজমুল মোল্লাসহ এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। অন্য তিনজন হচ্ছেন- সদরের পুটিয়া গ্রামের জয়া সাহা, ধরহরা চাঁদপুর গ্রামের কলেজছাত্র সুমন মোল্লা ও সিকিরিটি কর্মী জয়নাল শরীফ।

    এ পর্যন্ত মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু আক্রন্ত হয়ে মোট ৪১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে পাঁচজন ভর্তি আছেন। যারা সবাই স্থানীয়ভাবে আক্রান্ত বলে জানিয়েছেন হাসাপাতালের ।