Tag: যুবকের লাশ

  • মেঘনার জোয়ারে ভেসে এলো যুবকের লাশ

    মেঘনার জোয়ারে ভেসে এলো যুবকের লাশ

    লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২ জুন) পুলিশ উপজেলার নবীগঞ্জ এলাকার অদূরে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেন।

    পুলিশ জানান, নদীর স্রোতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

    কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, উদ্ধার হওয়া লাশটি চার থেকে পাঁচদিন আগের হতে পারে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে শার্ট ও হাফ প্যান্ট রয়েছে।

    তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • স্কুলের বারান্দায় মিলল যুবকের লাশ

    স্কুলের বারান্দায় মিলল যুবকের লাশ

    দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আবু সুফিয়ান (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কলাউজান সাম মহাজন বাড়ির নুরুল ইসলামের ছেলে।

    রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাউজান হিন্দুরহাট এলাকায় কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের বারান্দা থেকে পুলিশ সুফিযানের লাশটি উদ্ধার করে।

    স্থানীয় সুত্রে জানা গেছে, কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে স্কুলে আসলে বারন্দায় আবু সুফিয়ানের মৃতদেহ দেখে চিৎকার দেয়। এতে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পরে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।

    লোহাগাড়া থানার (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) মো. জহির উদ্দিন থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল শেষ করেন।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।

    স্থানীয়রা এ ঘটনাকে খুন বলে উল্লেখ করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, কিন্তু খুনের কারণ জানাতে পারেনি নিহতের পরিবার।

    নিহতের ছোট ভাই আবু তালেব বলেন, তার ভাই শনিবার দুপুর পর্যন্ত বাড়িতেই ছিল। রাতে বাড়িতে না যাওয়ায় রাতব্যাপী অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। পরে পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের বারান্দায় গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি বলেন, নিহত আবু সুফিয়ানের পরিবারে স্ত্রী ছাড়াও তার ২টি মেয়ে ও ১টি ছেলে সন্তান রয়েছে।