Tag: যুবকের লাশ উদ্ধার

  • হরিপুরে নাগর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

    হরিপুরে নাগর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদীর সীমান্ত এলাকা থেকে রাজু (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রাজু হরিপুর উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।

    ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘ ৮ মাস আগে শ্রমিকের কাজের জন্য ভারতের পাঞ্জাব প্রদেশে গিয়েছিল। রাজুসহ কয়েকজন বাংলাদেশি কাজ শেষে ৬ জুলাই দিবাগত রাতে ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে চোরাই পথে দেশে ফিরছিলেন।সীমান্ত ঘেঁসা নাগর নদী পার হওয়ার সময় রাজু পানির প্রবল স্রোতে তলিয়ে যায়।

    পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জনৈক এক ব্যক্তি রাজুর লাশ সীমান্তের ৩৬৮/ নং মেইন পিলারে ৩-এস ও ৪-এস পিলারের মাঝামাঝি স্থানের নাগর নদীতে ভাসতে দেখে।

    বিষয়টি থানা পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ রাজুর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

    হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/গৌতম

  • সীতাকুণ্ডের শীতলপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

    সীতাকুণ্ডের শীতলপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের শীতলপুর এলাকা থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুর দুইটার দিকে শীতলপুরস্থ মদনহাট ফরেষ্ট আফিসের পার্শ্ববর্তী পাহাড়ের নিচে জঙ্গলের ভিতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

    জানা যায়, স্থানীয় কয়েকজন এলাকাবাসী একটি লাশ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা, মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ ঘটনাস্থলে উপস্থিত হন।

    লাশটির বয়স আনুমানিক (২৮) বছর। ধারণা করা হচ্ছে লাশটি ৪/৫ দিন আগের। লাশের শরীরে পঁচন ধরাতে মুখমন্ডল চেনা যাচ্ছে না।

    এব্যাপারে মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ বলেন, স্থানীয় এলাকাবাসীর দেওয়া খবরে আমরা মদনহাটের ফরেষ্ট বিটের একটু দুরে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করি।

    বিষয়টি চট্টগ্রাম সিআইডি টিমকে জানানো হয়েছে তারা এলে লাশ শনাক্ত করবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

    ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির পাইন্দং এ হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে উত্তর পাইন্দং আংকির বাড়ি সংলগ্ন পাইন্দং খালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত হোসেন উত্তর পাইন্দং ২নং ওয়ার্ড আংকির বাপের বাড়ীর ছালে আহমদের কনিষ্ট পুত্র। বিবিরহাট হক মার্কেটস্থ জিন্নাত ক্লথ স্টোরে চাকরী করে মোঃ হোসেন। তার স্ত্রী, দেড় বছরের ছেলে এবং ২মাসের এক কন্যা সন্তান রয়েছে।

    নিহতের নাকে মুখে রক্তের চিহ্ন রয়েছে এবং লাশের পাশ থেকে বাজারের ব্যাগ ও কিছুদুর থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

    নিহতের বাবা ছালে আহমদ জানান, তার ছেলে বিবিরহাট একটি কাপড়ের দোকানে চাকরী করে। তার ছেলের সাথে কারো কোন শত্রুতা নেই। প্রতিদিন রাত ৯টা ১০টার মধ্যে ঘরে চলে আসত কিন্তু গতকাল রাতে বাড়ী না ফেরায় মুটোফোনে যোগাযোগ করলে রাত ১২টার পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে সকালে জানতে পারি তার ছেলে মৃত অবস্থায় পাইন্দং খালের পাশে পড়ে আছে। তিনি এই হত্যাকান্ডের সুষ্টু বিচার দাবী করেন।

    ফটিকছড়ি থানা অফিসার ইনিচার্জ বাবুল আকতার ঘটনাস্থন পরিদর্শন করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে মোবাইল, ব্যাগ ও ২টি মদের বোতল উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।