সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার মগধরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
ওই যুবকের নাম মো. সৌরভ (২৭)। সে হারামিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুধাবি প্রবাসী মোছাদ্দেকুল মাওলার ছেলে। কী কারণে তিনি খুন হয়েছেন, সেটা এখনো জানতে পারেনি পুলিশ।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম বলেন, হাত-পা বাঁধা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। সৌরভের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সৌরভের পিতা মো. মোছাদ্দেক স্থানীয় সাংবাদিকদের বলেন, বছরখানেক আগে তাঁর ছেলে প্রবাস থেকে দেশে আসেন। সৌরভ মঙ্গলবার রাত দশটার পরেও ঘরে না ফেরায় তার মা তার মোবাইলে ফোন করে। তখন অপরিচিত কেউ ফোন রিসিভ করে কেটে দেয়। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যায়নি। পরদিন সৌরভের বাড়ির পাশের অন্য আরেকটি বাড়ির পাশের পুকুর পাড়ের বাগানে একটি গাছের সাথে বাধা অবস্থায় তার লাশ দেখতে পায়।লাশের শরীরের মুখ, চোখ, মাথা পেটে আঘাতের ফুলা চিহ্ন দেখাযায়। পা থেকে রক্ত পড়তে দেখাযায়। লাশের পড়নের লুঙ্গি ছিড়ে হাত ও পা বেধে তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।