Tag: যুবক খুন

  • তুচ্ছ ঘটনায় রাঙ্গুনিয়ায় যুবক খুন

    তুচ্ছ ঘটনায় রাঙ্গুনিয়ায় যুবক খুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা হাজীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছেন মো. সুজন নামে এক যুবক।

    সোমবার (২০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. সুজন হাজীপাড়ার পেতাগাজী বাড়ির ইউছুপ মিস্ত্রির ছেলে।

    খুনের ঘটনায় অভিযুক্ত মো. জাশেদ একই এলাকার শামসুর রহমানের ছেলে। রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছে এক যুবক। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

    তিনি জানান, অভিযুক্ত জাশেদ পেশায় একজন নির্মাণ শ্রমিক। সুজনের বাবার অধীনে সে কাজ করে। সোমবার কাজে যোগ না দিয়ে এলাকায় ঘুরছিল জাশেদ। তাকে ঘুরতে দেখে সুজন বকা দেয় এবং কাজে যোগ দিতে বলে। তার সঙ্গে তর্ক হলে থাপ্পড়ও মারে সুজন।

    ‘ঘটনার কিছুক্ষণ পর চায়ের দোকানে বসে থাকা সুজনকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে জাশেদ। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সুজন।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামের খুলশীতে যুবক খুন

    চট্টগ্রামের খুলশীতে যুবক খুন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা ওয়ারলেস এলাকায় ছুরিকাঘাতে ১৯ বছর বয়সী এক যুবক খুন হয়েছে বলে জানা গেছে।

    গতকাল ২৭ মে বুধবার মধ্যরাতে দুপক্ষের মারামারিতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এক ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও পুলিশ হত্যাকাণ্ড ধরেই লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    নিহত যুবকের নাম মো. সাব্বির। তিনি পেশায় দিনমজুর এবং সে একই এলাকার মো. ইকবালের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।

    এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেন, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে খুনের কারণ এখনও অস্পষ্ট।

    এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করার কথা জানিয়ে তিনি বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • পটিয়ায় দেড়শ টাকার জন্য যুবক খুন

    পটিয়ায় দেড়শ টাকার জন্য যুবক খুন

    পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌর সদরের গোবিন্দারখীল এলাকায় দেড়শ টাকার জন্য জসিম উদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছে।

    মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯ টার সময় গোবিন্দারখীল তিতা গাজী পোল এলাকায় এই ঘটনা ঘটে। সে পৌরসদরের ৮নং ওয়ার্ড এলাকার মৃত জাকির হোসেনের পুত্র।

    নিহতের বড় ভাই মোঃ সেলিম জানায়, পৌর সদরের ৯নং ওয়ার্ড এলাকার জীবন নামে একজনের কাছ থেকে ১৫০ টাকা পাওনা ছিল নিহত জসিম উদ্দিন। রাত সাড়ে ৮ টার দিকে নিহত জসিম উদ্দিন তার পাওনাকৃত একশত পঞ্চাশ টাকা খুঁজতে গেলে জীবন ও ইমন এর সাথে ঝগড়া বাধে। ঝগড়া ঝাটির একপর্যায়ে জসিম ছুরিকাঘাতে নিহত হয়।

    পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানায় জসিম উদ্দিনকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানাতে ১৫০ টাকার জন্য জসিম উদ্দিন নামের এক যুবকের সাথে অপর দুই যুবকের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে জসিম উদ্দিন নিহত হয়েছে। নিহতের লাশ সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হইবে।

  • মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

    মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ছুরিকাঘাতে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এই ঘুনের ঘটনা ঘটেছে। নিহত রাকিব ওই এলাকার চুনু মিয়ার পুত্র।

    এদিকে শনিবার ভোর রাত ৪টায় ফেনী জেলা থেকে ফেনী জেলা ডিবি পুলিশ এবং জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে খুনের সাথে জড়িত প্রধান আসামী আশরাফুল আলম হৃদয়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুল আলম হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

    হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন জানান, কে বা কারা রাকিবকে খুন করেছে তা স্পষ্ট হয়নি। প্রথমে হামলার পর তাকে উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে ও পরে শারীররিক অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, রাকিবকে খুনের ঘটনায় জড়িত প্রধান আসামী আশরাফুল আলম হৃদয়কে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৪টায় ফেনী জেলার ডিবি পুলিশ সহ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বায়েজিদে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১ গ্রেফতার ২

    বায়েজিদে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, আহত ১ গ্রেফতার ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিপন নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল আমিন নামে আরো এক যুবক আহত হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করার তথ্য জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শের শাহ বাজার সংলগ্ন ফরিদ কমিশনারের বাড়ির পেছনে হামলার ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার থার্টি ফাস্ট নাইট রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর বাসায় মেজবান খেয়ে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন রিপন ও আমিনের উপর হামলা চালায়। এসময় আতংক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা ফায়ারও করে হামলাকারীরা।

    রিপন ও আল আমিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর অনুসারি।

    স্থানীয়রা জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড কাউন্সিলরের সাথে স্থানীয় যুবলীগ নেতা আবু মোহাম্মদ মহিউদ্দিন ও দিদার গ্রুপের দীর্ঘদিনের দ্বন্ধ চলে আসছিলো। প্রতিপক্ষের কয়েকজনের নাম উল্লেখ করে সম্প্রতি বায়েজিদ থানা ও চট্টগ্রাম আদালতে মামলাও দায়ের করে রিপন।

    এর রোষানলে পড়ে রিপনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে এলাকাবাসী।

    ছুরিকাঘাতে যুবক নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, মঙ্গলবার রাতে মেজবান খেয়ে ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের হাতে হামলার শিকার হন রিপন ও আল আমিন। একপর্যায়ে দু’জনকেই ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।

    পরে মুমূর্ষু অবস্থায় দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত অপর যুবক আল আমিন (৩২)কে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে হত্যাকারীদের শাস্তির দাবিতে রিপনের অনুসারীরা হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল পালিত। এসময় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।