২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিপন নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল আমিন নামে আরো এক যুবক আহত হয়েছে এবং হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করার তথ্য জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শের শাহ বাজার সংলগ্ন ফরিদ কমিশনারের বাড়ির পেছনে হামলার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার থার্টি ফাস্ট নাইট রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর বাসায় মেজবান খেয়ে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন রিপন ও আমিনের উপর হামলা চালায়। এসময় আতংক ছড়াতে কয়েক রাউন্ড ফাঁকা ফায়ারও করে হামলাকারীরা।
রিপন ও আল আমিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর অনুসারি।
স্থানীয়রা জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড কাউন্সিলরের সাথে স্থানীয় যুবলীগ নেতা আবু মোহাম্মদ মহিউদ্দিন ও দিদার গ্রুপের দীর্ঘদিনের দ্বন্ধ চলে আসছিলো। প্রতিপক্ষের কয়েকজনের নাম উল্লেখ করে সম্প্রতি বায়েজিদ থানা ও চট্টগ্রাম আদালতে মামলাও দায়ের করে রিপন।
এর রোষানলে পড়ে রিপনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে এলাকাবাসী।
ছুরিকাঘাতে যুবক নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার। তিনি বলেন, মঙ্গলবার রাতে মেজবান খেয়ে ফেরার পথে প্রতিপক্ষ গ্রুপের লোকজনের হাতে হামলার শিকার হন রিপন ও আল আমিন। একপর্যায়ে দু’জনকেই ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা রিপনকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত অপর যুবক আল আমিন (৩২)কে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে হত্যাকারীদের শাস্তির দাবিতে রিপনের অনুসারীরা হাসপাতালের মর্গের সামনে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল পালিত। এসময় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।