Tag: যুবক গ্রেফতার

  • সীতাকুণ্ডে ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার মামলায় যুবক গ্রেফতার

    সীতাকুণ্ডে ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার মামলায় যুবক গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম-ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন লাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণের আরেকজনের ক্ষতিপুরণ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় সীতাকুণ্ডের যুবক মোঃ হেলাল (৪০) কে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত।

    হেলাল উপজেলার ফোজদারহাটস্থ উত্তর সলিমপুরের জান মোহাম্মদের বাড়ির মৃত বাদশা মিয়ার পুত্র।

    মামলা সুত্রে জানা যায়, একই এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে ছাবের আহম্মদ(৫৮) তপশীলোক্ত সম্পত্তি রেজিস্ট্রিকৃত সাফ কবলা (নং-১০৬৬) ও সাফ কবলাকৃত-(১৭১৬) মূলে বসতবাড়ি নির্মান করে ১৯৫৬ সাল থেকে ভোগ দখল করে আসছে। অন্যদিকে অভিযোক্ত হেলাল পার্শ্ববর্তী সম্পত্তির মালিক হন।

    ছাবের আহম্মদ দীর্ঘদিন প্রবাসে বসবাস করার কারণে তার নামে বি,এস নামজারী খতিয়ান সৃজন না হওয়ায় তিনি বি,এস খতিয়ান সংশোধনের জন্য সিনিয়র সহকারী জজ আদালত (সীতাকুণ্ড) অপর মামলা নং(১৫১/২০১৮) দায়ের করেন।

    এদিকে নিন্ম তফশীলোক্ত সম্পত্তি সরকার চট্টগ্রাম ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল গ্যাস লাইন নির্মান প্রকল্পের জন্য এল মামলা নং-০৭/২০১৭- ২০১৮ ইং মূলে অধিগ্রহণ করে। সম্পত্তির প্রকৃত মালিক ও দখলদারকে ক্ষতি পুরনের টাকা প্রদানের নোটিশ প্রদান না করে এল এ শাখার কিছু লোকের জোগসাজসে বি.এস রেকর্ড এর অজুহাতে ভুল রেকর্ড দেখিয়ে সত্য গোপন করে বিবাদী নিজেকে সম্পত্তির দখলদার দেখিয়ে প্রতারনা করে ২১ লাখ ৯হাজার চারশত ৮০ টাকা উত্তোলন করে।

    এঘটনায় ছাবের আহম্মেদ বাদী হয়ে মোঃ
    হেলাল(৪০) পিতা- মৃত বাদশা মিয়া ও ইয়াছিন আরাফাত রুবেল(৩৫) পিতা- মৃত শাহ আলমকে আসামী করে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের করলে আদালত এর সত্যতা যাছাই করতে The code of criminal procedure,1898 এর ২০০২ ধারার বিধান মতে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ প্রদার করে।

    বাদীর অভিযোগ পেনাল কোড ৪০৬/ ৪২০/৫০৬ ধারায় অপরাধ প্রমানিত হলে আদালত দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করলে আসামী ইয়াছিন আরাফাত রুবেল আদলতে হাজির হয়ে অপরাধ স্বীকার করে আত্মসাৎকৃত টাকা ফেরত দেবে জবানবন্দি দিলে আদালত তাকে জামিন দেন। অপরদিকে অপর আসামী হেলাল মঙ্গলবার আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

    ২৪ ঘণ্টা/দুলু

  • বোয়ালখালীতে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    বোয়ালখালীতে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শিমুল দে (৩২) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছে থানা পুলিশ।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে গতকাল ৩১ অক্টোবর বিকেল ৩টার দিকে বাড়ী থেকে কৌশলে ডেকে নিয়ে উপজেলার শাকপুরা ইউনিয়নের ফিগো গার্মেন্টসের পেছনের নির্জনস্থানে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে শিমুল।

    এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে বোয়ালখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ শিমুলকে গ্রেফতার করে আজ রবিবার (১ নভেম্বর) সকালে আদালতে সোর্পদ করেছেন।

    শিমুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম পাড়া ফকির চাঁদ বাড়ীর মৃত মিলন দে’র ছেলে। সে বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা সুধীর মাস্টারের ভাড়াঘরে থাকে।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, গ্রেফতার হওয়া শিমুলকে আদালতে সোর্পদ করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/পূজন

  • মণিরামপুরে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেফতার

    মণিরামপুরে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেফতার

    নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলায় দুই যুবককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ জাহিদ হাসান ওরফে মানিক (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছেন। পূর্বশত্রুতার কারণে এই হত্যাকাণ্ড বলে পুলিশ জানতে পেরেছে।

    ২১ অক্টোবর সন্ধ্যায় যশোর সদরের চাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২২ অক্টোবর দুপুর সোয়া ২টায় নিজ কার্যালয়ে যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন প্রেস ব্রিফিংয়ে এই সব তথ্য দেন।

    তিনি বলেন, গত (১৫ অক্টোবর) সন্ধ্যারাতে মণিরামপুর উপজেলার উত্তরপাড়া এলাকায় খুন হন বাদল হোসেন (২২)ও আহাদ মোল্যা (২৫) নামে দুই যুবক। ক্লু লেস এই মামলায় পুলিশ প্রথমে ধারণা করেছিল মোটরসাইকেল ছিনতাই কিংবা ডিশ লাইনের কাজ সংক্রান্ত ঘটনায় এই হত্যাকাণ্ড। কিন্তু ঘটনার রাত থেকেই পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। সেইসময় সন্দেহভাজন বেশ কয়েকজনকে ধরে আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে ইনোসেন্টদের ছেড়ে দেওয়া হয়েছিল। ধৃতদের মধ্যে পুলিশি জিজ্ঞাসাবাদে মানিকের নাম আসে। এরপর ডিবি পুলিশের ইনচার্জ সৌমেন দাশের নেতৃত্বে তাদের একটি টিম অভিযান চালিয়ে মানিককে আটক করা হয়। মানিকের দেয়া তথ্য অনুযায়ী নিহত বাদলের একটি মোবাইলফোন সেট এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়।

    পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেছেন, জিজ্ঞাসাবাদে মানিক এ ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে পুলিশকে জানিয়েছে- বাদলের সঙ্গে প্রতিবেশী আহাদের নারীঘটিত বিষয়ে শত্রুতা ছিলো। বাদল তার শত্রু হিসেবে আহাদকে খুন করানোর জন্যে তারই বন্ধু মানিককে ম্যানেজ করে। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন বসুন্দিয়া জয়ন্তা বাজার থেকে বাদলের মোটরসাইকেলে তারা ৩জন বের হয়। এক পর্যায়ে মোটরসাইকেলটি চালাচ্ছিল মানিক, মাঝে বসেছিল আহাদ এবং পেছনে বাদল।

    মণিরামপুরে ঘটনাস্থলে পৌঁছালে বাদল তার কাছে থাকা চাকু দিয়ে আহাদের গলায় পোচ দেয়। আহাদ একটু শক্ত সামর্থ হওয়ায় বাদলের কাছ থেকে চাকুটি কেড়ে নেয় এবং তাকে আঘাত করে। মোটরসাইকেল পড়ে যাওয়ায় মানিক ঘটনা প্রত্যক্ষ করে। আহাদের চাকুর আঘাতে বাদলের মৃত্যু হলে সে মানিককে ধাওয়া করেন। একপর্যায়ে মানিক দেখতে পায়, আহাদ ধীরে ধীরে মোটরসাইকেলের কাছে গিয়ে লাইট নিভিয়ে নিজেও পড়ে যায়। তখন মানিক সেখানে পৌঁছে এবং আহাদের কাছে থাকা চাকুটি নিয়ে তার বুকে পেটে আঘাত করে। এরপর তার কাছে থাকা বাদলের মোবাইলফোন সেট পাশের একটি পুকুরে এবং চাকুটি আরও কিছু দূরে একটি ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়।

    পুলিশ সুপার জানায়, ধৃত মানিকের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ডুবুরি দিয়ে ফেলে দেওয়া সেই মোবাইলফোন সেট এবং আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ধানক্ষেত থেকে চাকুটি উদ্ধার করা হয়েছে।তিনি বলেছেন, আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

    প্রসঙ্গত, (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের মণিরামপুরে খুন হন যশোর সদরের জয়ন্তা গ্রামের আক্তার গাজীর ছেলে বাদল এবং একই এলাকার লুকমান মোল্যার ছেলে আহাদ। এ ঘটনায় নিহত বাদলের মা আঞ্জুয়ারা বেগম মণিরামপুর থানায় মামলা করেন। মামলা নম্বর ১০/১৮১ (১৬.১০.২০২০)।

    ২৪ ঘণ্টা/রিহাম

     

  • বোয়ালখালীতে ফেসবুকে নারীর নামে আপত্তিকর ছবি, যুবক গ্রেফতার

    বোয়ালখালীতে ফেসবুকে নারীর নামে আপত্তিকর ছবি, যুবক গ্রেফতার

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে বিবাহিত এক নারীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাব্বির (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    শনিবার (১৮ জুলাই) সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম।

    তিনি বলেন, উপজেলা সদরের এক বিবাহিত নারীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ায় গত ১৫ জুলাই আইসিটি আইনে মামলা দায়ের করলে তা থানায় রেকর্ড করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। ওই মামলায় গ্রেফতারকৃত সাব্বিরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

    মামলার এজাহারে জানা গেছে, উপজেলা সদরের ৬নং ওয়ার্ডের আবদুল হালিম বাবুর্চির ছেলে সাব্বির তার কলেজের এক সহপাঠীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি খুলে গত ২৯ মার্চ থেকে বিভিন্ন সময় গত ১৩ জুলাই পর্যন্ত আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও এডিট করে ছড়িয়ে দেয়। এছাড়া একই সাথে মোবাইলে হুমকি দিয়ে আপত্তিকর মেসেজ দিয়ে আসছিলো।

    এ ঘটনায় সাব্বিরকে আসামী করে আরো অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারীর পিতা।

    ২৪ ঘণ্টা/এম আর/পুজন

  • ধর্ষণ চেষ্টার মামলায় সীতাকুণ্ডে যুবক গ্রেফতার

    ধর্ষণ চেষ্টার মামলায় সীতাকুণ্ডে যুবক গ্রেফতার

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় দায়েরকৃত মামলায় শামসুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

    শামসুল আলম উপজেলার ১০ সলিমপূর ইউনিয়নের মৃত নুরুল ইসলামের পুত্র।

    থানা সূত্রে জানা যায়, ১মার্চ রবিবার সকাল ৯ টার সময় সীতাকুণ্ডে পোর্ট কলোনীর নিরাপত্তা প্রহরী শামসুল ইসলাম ৭ বছরের শিশু কন্যাটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন এসে শিশু কন্যাটিকে উদ্ধার করে।

    পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নিযার্তন আইনে একটি মামলা করেন।

    এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ইলিয়াস মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার জানান, ধর্ষেনর চেষ্টার মামলায় রবিবার গ্রেফতার করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

  • সীতাকুণ্ডের সলিমপুরে ইয়াবাসহ যুবক আটক

    সীতাকুণ্ডের সলিমপুরে ইয়াবাসহ যুবক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের সলিমপুরে ইয়াবাসহ মোহাম্মদ আলমগীর দীপু (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২ টার সময় গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এস আই মাহাবুব সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার ১০ নং ইউনিয়নের উত্তর সলিমপুরস্থ মহাসড়কের পশ্চিম পার্শ্বে মো. ফরিদুল আলম এর বাড়ির সামনে থেকে দিপুকে আটক করে।

    পরে তার শরীর তল্লাশী করলে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩২ হাজার সাতসত টাকা।

    আটক আলমগীর দীপু উত্তর সলিমপুর ওয়াপদা অফিসের সামনে চৌধুরী বাড়ির মো. ফরিদুল আলমের পুত্র।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার (ইন্টিলিজেন্স) সুমন বনিক বলেন, আটক দিপু দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর (ক) ধারায় মামলা করা হয়েছে।

  • মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

    মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার হাদি ফকিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার রামু উপজেলার বরুয়াপাড়া গ্রামের মো. হাসিমের পুত্র মো. আইয়েস (১৯), মো. মুকিম উদ্দিনের পুত্র রাজা মিয়া (১৮) ও মো. আবদুর জব্বারের পুত্র ওমর ফারুক (২০)।

    মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ জানান, ৬শ পিস ইয়াবাসহ তিন যুবককে হাদিফকির হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • চট্টগ্রামে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইলসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রামে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইলসহ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম থেকে চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন সংগ্রহ করে বিক্রি করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো. আরমান (২৮) নামের এক যুবক। তার কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি ছিনতাইয়ের একাধিক ব্রান্ডের ৬২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    শনিবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার হওয়া আরমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড়িকা গুচ্ছগ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

    নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ৬২টি মোবাইলসহ আরমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আরমান দীর্ঘদিন ধরে চুরি ছিনতাইয়ের মোবাইল সংগ্রহ করে চট্টগ্রামে স্টেশন রোডের আশেপাশে ভাসমান দোকানে এবং ঢাকার নির্দ্দিষ্ট কয়েকটি স্থানে বেশিদামে মোবাইল বিক্রি করে আসছে।

    শনিবার গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।