Tag: যুবক

  • পটিয়ায় ইয়াবাসহ যুবক আটক

    পটিয়ায় ইয়াবাসহ যুবক আটক

    চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মুজাফরাবাদ কলেজের সামনে থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. মামুন। মামুন কক্সবাজার জেলার টেকনাফ থানা যাদি মুড়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।

    মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া খ সার্কেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মামুনের বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে শান্ত জল দাশ(২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

    শুক্রবার বিকালে উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করেছে। শান্ত দাশ উক্ত এলাকার সিদাম জল দাশের পুত্র।

    এ ব্যাপারে পিতা সিদাম জল দাশ বলেন, আমি ও তার মা বেলা ১২ টার দিকে বেড়ানোর উদ্যেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় আমার থেকে সে পাঁচশত টাকাও চেয়ে নেয়,বিকালে আমরা ঘরে ফিরে দেখি সে ঘরের ভিমের সাথে রশি লাগিয়ে আত্নহত্যা করেছে। কি কারণে সে আত্নহত্যা করেছে তা বুঝতে পারছিনা।

    বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং ইউপি সদস্য মোহাম্মদ মাঈন উদ্দিন।

    খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।