Tag: যুবতীর লাশ

  • সীতাকুণ্ডে অজ্ঞাত নামা এক যুবতীর লাশ উদ্ধার

    সীতাকুণ্ডে অজ্ঞাত নামা এক যুবতীর লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ।সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত নামা (২১) এক যুবতীর লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

    সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট কে.এম হাই স্কুলের উত্তর পাশে রেলওয়ে কলোনীর সংলগ্ন থেকে এই লাশটি উদ্ধার করে। দুপুরে চট্টগ্রাম থেকে একটি সি আইডি টিম ঘটনাস্থলে আসেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সলিমপুর ইউনিয়নের ফৌজদার হাট কে.এম হাই স্কুলের উত্তর পাশে রেলওয়ে কলোনীর সংলগ্ন একটি কলা বাগানের পার্শ্বে একটি যুবতীর লাশ দেখতে পায় এলাকবাসী।

    পরে সীতাকুণ্ড থানাকে খবর দিলে এস. আই জুলফিকার হোসেন ঘটনস্থলে আসেন। বিকালে সি আইডি টিম তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতলে প্রেরণ করেন।

    সীতাকুণ্ড থানার এস এম জুলফিকার হোসেন জানান, সোমবার সকালে ফৌজদার হাট এলাকায় এক যুবতীর লাশ পড়ে আছে বলে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। যুবতীর লাশটি আনুমানিক (২১) বলে ধারণা করা হচ্ছে। গলায় উড়না দিয়ে পেছিয়ে গিট দেওয়া আছে।

    তিনি বলেন, কে বা কারা যুবতীকে হত্যা করে এখানে ফেলে রেখে চলে গেছে। পরে চট্টগ্রামের সি আইডির একটি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সি আইডি তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।