Tag: যুবদল

  • একদিকে প্রহসনের নির্বাচন,অপর দিকে বাস পুড়িয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে বিনা ভোটের সরকার

    একদিকে প্রহসনের নির্বাচন,অপর দিকে বাস পুড়িয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে বিনা ভোটের সরকার

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে আজ বুধবার(১৮ নভেম্বর) ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ওয়ার্ড কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এ, কে খান ইস্পাহানী রেল ক্রসিং মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, একদিকে প্রহসনের নির্বাচন, আরেক দিকে বাসে আগুন দিয়ে সরকার বিএনপি, যুবদল নেতৃবৃন্দের নামে মিথ্যা গায়েবী মামলা দিয়েছে। আওয়ামী দুঃশাসনে পুরো দেশটা আজ কারাগারে পরিণত হয়েছে।

    এই সরকারের অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। দেশের ৮৫ ভাগ মানুষ এখন এই সরকারের পাশে নেই। আইনশৃংখলা ও প্রশাসনের কিছু আজ্ঞাবহ অফিসারের উপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছেন। তাদের অবস্থা কচুঁর পাতার উপর পানির ন্যায় হয়ে পড়েছে। একটু দোলা লাগলেই পড়ে যাবে। আর উঠতে পারবেনা।

    নেতৃবৃন্দ আরো বলেন, বিনা ভোটের বর্তমান সরকার সন্ত্রাস ও জালাও পোড়ানোতে বিশ্বাস করে। তারা লগি বইঠা দিয়ে প্রকাশ্যে মানুষকে মেরে, সেই মানুষের লাশের উপরে নৃত্য করতে পারে। নিজের দোষ আড়াল করতে যে কোন ধরনের কাজ আরওয়ামী লীগ করতে পারে।
    কয়েকদির পূর্বে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জে উপনির্বাচনে ভোট ডাকাতী ঢাকতে নিজেরাই বাসে আগুন দিয়ে বিএনপি’র উপর দোষ চাপিয়ে দিয়ে বিএনপি, যুবদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন ও হয়রানী করছে। এই নির্যাতন করে ও মামলা দিয়ে বিএনপিকে স্তদ্ধ করা যাবেনা।

    সমাবেশ থেকে এই ধরনের হয়রানীমূলক মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেইসাথে আগামীতে সরকার পতনের আন্দোলনে সকল নেতাকর্মীসহ দেশের জনগণকে রাজপথে নামার আহবান জানান।

    ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ ইউনুছ এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন টুনু, সদস্য মোহাম্মদ আজিজ চৌধুরী, আকবর শাহ থানা যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, মুনছুর আহমেদ মোহন, শাহাদাত হোসেন, মিজানুর রহমান রাজু, মোহাম্মদ শামীম, কফিল উদ্দিন পিন্টু, ইব্রাহিম খলিল সবুজ, পেয়ার আহমেদ আলী, ইমাম উদ্দিন তারেক, আবুল কালাম জেসি, মোঃ সোহেল, সিরাজুল ইসলাম বাপ্পী, মোঃ শরিফ, মোঃ আজিম, মোঃ সুমন, দেশী রুবেল, সাদ্দাম হোসেন, মোঃ রাসেল, মোঃ ইমরান, জিয়া, মোঃ মিজান, মোঃ সবর, মোঃ আরমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/রিহাম

     

  • যুবদল নেতাদের মামলা প্রত্যাহারের দাবীতে পাঁচলাইশে বিক্ষোভ মিছিল

    যুবদল নেতাদের মামলা প্রত্যাহারের দাবীতে পাঁচলাইশে বিক্ষোভ মিছিল

    জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নামে ঢাকায় গাড়ী পোড়ানো ও নাশকতার মামলা প্রত্যাহারের দাবীতে পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকালে নগরীর বিবিরহাট এলাকায়।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান লেবু, রাজন খান,ওমর ফারুক,পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আইয়ুব খান,রিদুয়ান হোসেন জনি,সাহিদুল ইসলাম মাসুম,জাবেদ আলী,সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ নাছির, ইলিয়াস ইলু,জুনায়েত হোসেন রানা,মোহাম্মদ হোসেন রাশেদ,মোহাম্মদ ইউনুছ,আবুল কাশেম চাঁন মিয়া, ৭ নং ও ৪৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক সোলাইমান হোসেন মনা,রাশেদ আলম,মোহাম্মদ সুমন,মোহাম্মদ সাইফুল,হানিফ রানা,বেলাল হামজা,সদস্য শাহাদাত হোসেন,মোহাম্মদ সেলিম মোহাম্মদ জসিম,সাদেক হোসেন ইদু,মোহাম্মদ জহির,আবদুর রহিম,মোহাম্মদ সুজন,মোহাম্মদ পাবেল,মোহাম্মদ রাকিব,মোহাম্মদ নাছির প্রমূখ।

  • গণতন্ত্র রক্ষার আন্দোলনে যুবদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে: দীপ্তি

    গণতন্ত্র রক্ষার আন্দোলনে যুবদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে: দীপ্তি

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, এদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে, এবারও আন্দোলনের মাধ্যমে গৃহবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

    স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা জীবন দিয়েছি, তেমনি গণতন্ত্র ও ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা প্রয়োজনের আবারো জীবন দিব। তারপরও গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।
    আগামী দিনে যে কোন কর্মসূচিতে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

    ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দীন চৌধুরী’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এটিএম সায়েম আজমী’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি আব্দুল গফুর বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, আকবর শাহ থানা বিএনপির সহ-সভাপতি মহসিন তালুকদার, ওয়ার্ড বিএনপি নেতা সেলিম উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ শফি, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী রিপন, নগর যুবদলের সহ-সাধারন সম্পাদক ফেরদৌস আলম, মোহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ-দপ্তর সম্পাদক গিয়াস উদ্দীন টুনু।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক, বিএনপি নেতা শওকত আলী, দিদার, হোসেন, জহির উদ্দীন বাবলু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, নগর যুবদলের সদস্য আব্দুল করিম, আকবরশাহ থানা যুবদল রাহাত চৌধুরী, মাসুদুল করিম সম্রাট, নেজাম উদ্দীন রকি, জানে আলম, নেজাম উদ্দীন, মালেক, এরশাদ, ৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, ১০ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোরশেদ, শহিদুল ইসলাম টিটু, জোবায়ের আলম জুয়েল, মোহাম্মদ নবী, মোহাম্মদ মহসিন, সান্টু, আনোয়ার, জাহেদ, হেলাল উদ্দীন, খোরশেদ আলম রুবেল, ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল সরোয়ার সুমন, যুবদল নেতা মুনছুর আলী মোহন, আবদুল আউয়াল টিপু, দেলোয়ার হোসেন, খালেদ সাইফুল্লাহ, মিজানুর রহমান রাজু, সোহেল বাবু, মোহাম্মদ আলী, মোহাম্মদ শামিম, ইব্রাহিম খলিল সবুজ, ইমাম উদ্দিন তারেক, রুবেল, জেসি, ফারুক, বাদশা, আলমগীর, আব্দুল আজীমসহ প্রমূখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে দিতে হবে: বক্কর

    অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে দিতে হবে: বক্কর

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও নেশার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছেন। সারাদেশে আজ যুবদলের শক্ত ভিতের উপর দাড়িয়েছে। বর্তমান সরকারের হাজারো দমন নিপীড়ন সহ্য করে সারাদেশের মতো চট্টগ্রামেও আজ শক্তিশালী অবস্থানে আসীন হয়েছেন। ওয়ার্ড, মহল্লা থানায় থানায় যুবদলকে সংগঠিত করে সরকারের অবৈধ ক্ষমতার মসনদ ভেঙে দিতে হবে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ জাহেদের সভাপতিত্বে আর. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

    এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, মো. নওশাদ, মহানগর যুবদলের সদস্য মোহাম্মদ যুবরাজ, সাবেক যুবদল নেতা সালেহ আহমদ, কোতোয়ালি থানা যুবদল নেতা ওয়াহিদ মুরাদ, ২২নং ওয়ার্ড যুবদল নেতা মো. মোর্শেদ, মো. হাবিব, মো. জাবেদ, মো. হাসান, মো. হেলাল, মো. ইসলাম, মো. জসিম, মো. ইসকান্দর, মো. রুবেল, মো. ওয়াদুদ, মো. জিহাদ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • রিজভী-টুকু-নয়নের সুস্থতা কামনায় হালিশহর থানা যুবদলের দোয়া ও মিলাদ

    রিজভী-টুকু-নয়নের সুস্থতা কামনায় হালিশহর থানা যুবদলের দোয়া ও মিলাদ

    বিএনপির সিঃ যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সিঃ‌ যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুবদল হালিশহর থানার উদ্যোগে সোমবার (১৯ই অক্টোবর) বাদ আসর মধ্যম রামপুর হযরত রসু শাহ(রা) মাজারস্থ মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুলসহ হালিশহর থানা আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উক্ত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ দলের সকল নেতাকর্মীদের রোগমুক্তি কামনা, করোনা মহামারী ও অন্যান্য রোগে মৃত্যবরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

    ক্যাপশন: বিএনপির সিঃ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সিঃ‌ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর সুস্থতা কামনায় হালিশহর থানা যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • রিজভী-টুকু সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় খুলশী থানা যুবদলের দোয়া মাহফিল

    রিজভী-টুকু সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় খুলশী থানা যুবদলের দোয়া মাহফিল

    বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু সহ অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় খুলশী থানা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর টাইগারপাস মামা-ভাগিনা মাজার সংলগ্ন জামে মসজিদের খতিব দোয়া মাহফিল পরিচালনা করেন।

    উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আব্দুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম,সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল টিপু, সহ-শিল্প বিষয়ক সম্পাদক গোলজার হোসেন মিন্টু, খুলশী থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আশিক মল্লিক, মোঃ ইউনুস মুন্না, মোঃ হোসেন, মোহাম্মদ মিল্টন, মোঃ জাভেদ, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রাসেল রানা বাবু, মোহাম্মদ ইমরান, নাসির উদ্দিন পিন্টু, মোঃ কামাল হোসেন, সৈয়দ হাসানুর করিম ফারজুু, নগর যুবদলের সদস্য আব্দুল করিম,থানা যুবদলের সদস্য এমদাদ হোসেন মিঠু, তাইজুল ইসলাম, কামাল সিকদার, শফিকুল ইসলাম শফি, মোঃ মানিক, মোঃ হোসেন, মোঃ লিটন, মোঃ কাউছার বাবু, মোঃ নবী, মাইনুদ্দিন খান, নিরব, মোবারক হোসেন, ১৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুর রহমান, মোঃ জসিম, মোঃ পারভেজ, মোঃ আমিন, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আজমীর, মোঃ জাহিদ, যুবদল নেতা মোঃ সেলিম, আব্দুল রহমান, ছোটন, মোঃ বিপ্লব, মোঃ ফারুক, মোঃ আলমগীর, কামরুল, ফয়েজ, মোঃ সোহেল, মোঃ আকাশ, মোঃ আনোয়ার, মোঃ বাদশা, শরিফ, শুক্কুর, আবু কালাম, তানভীর, আরজু সহ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১১টি ইউনিট কমিটি ঘােষণা

    চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১১টি ইউনিট কমিটি ঘােষণা

    চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১১ (এগারাে) টি ইউনিট কমিটি ঘােষণা করা হয়েছে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অধীনস্থ ১১ (এগারাে) টি ইউনিট কমিটির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমােদিত হয়েছে।

    যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উপস্থিতিতে যুবদল চট্টগ্রাম বিভাগীয় টীমের পর্যালােচনা শেষে জেলা যুবদলের সভাপতি মােহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক মােহাম্মদ আজগর কমিটি অনুমােদন করেন।

    কমিটি সমূহঃ

    ০১। কর্ণফুলী উপজেলায় আহবায়ক মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব মােঃ জাহেদুল ইসলাম শামীম।

    ০২। আনােয়ারা উপজেলায় আহ্বায়ক হারেছ আহমদ (হারেছ), সদস্য সচিব মােঃ ফারুক হােসেন।

    ০৩। বাঁশখালী উপজেলায় আবু আহমদ কে আহবায়ক ও মােঃ রাসেল চৌধুরী সিনিয়র যুগ্ম আহবায়ক।

    ০৪। চন্দনাইশ উপজেলায় আহবায়ক মােঃ আমিনুল ইসলাম, সদস্য সচিব তারিকুল ইসলাম টুটুল।

    ০৫। লােহাগাড়া উপজেলায় সাব্বির আহমেদ আহবায়ক, সদস্য সচিব আবু তালেব রুবেল।

    ০৬। দোহাজারী পৌরসভায় মােঃ ইফতিয়ার উদ্দিন সুমন কে আহবায়ক, সদস্য সচিব মীর হােসেন মীরু।

    ০৭। সাতকানিয়া পৌরসভায় আহবায়ক মােঃ আরিফ মঈনুদ্দিন শিপন, সদস্য সচিব মােঃ মহিউদ্দিন।

    ০৮। বােয়ালখালী পৌরসভায় আহবায়ক মােঃ খায়রুল বশর, সিনিয়র যুগ্ম আহবায়ক মােঃ লোকমান।

    ০৯। চন্দনাইশ পৌরসভায় আহবায়ক মােঃ খালেদ রায়হান, সদস্য সচিব আব্দুল মান্নান।

    ১০। বাঁশখালী পৌরসভায় আহবায়ক শহীদুল হক চৌধুরী, সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার বাদশা।

    ১১। বোয়ালখালী উপজেলায় আহবায়ক এস এম ইকবাল, সদস্য সচিব মো: আতিকুল্লাহ।

    ঘােষিত কমিটি সমূহকে আগামী ৩০ দিনের মধ্যে অধীনস্থ ইউনিটের কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

  • খালেদা জিয়া দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতীক : দীপ্তি

    খালেদা জিয়া দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতীক : দীপ্তি

    সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিনে নগরীর আকবরশাহ এলাকায় যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, দমন পীড়ন মামলা ও গ্রেফতার এবং নির্যাতনে ক্ষমতা বা পরিবারের জন্য কখনো আপস করেননি খালেদা জিয়া। তিনি দেশপ্রেমিক শক্তির ঐক্যের প্রতীক। আপসহীন নেতৃত্বের কারণেই খালেদা জিয়া আজ দেশনেত্রী থেকে দেশমাতা উপাধীতে সিক্ত হয়েছেন।

    তিনি আরও বলেন, দুই বছর অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে রাখা হয়েছে। তুবুও তিনি অক্ষয়-অব্যয় গণতন্ত্রের প্রশ্নে মাথা নত করেননি তিনি। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

    উক্ত দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
    আরোগ্য-দীর্ঘায়ু কামনা এবং করোনাভাইরাসে মৃতদের আত্নার শান্তি, অসুস্থদের সুস্থতা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশার হাত থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, সাহেদ আকবর, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, মিয়া মোঃ হারুন, জসিমুল ইসলাম কিশোর, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের সহ সম্পাদক সম্পাদক ফেরদৌস আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সহ‌ সম্পাদক গিয়াস উদ্দিন টুনু, শওকত খাঁন রাজু, আবদুল করিম, মোহাম্মদ ইউনুছ, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল সবুজ, মোমিনুল ইসলাম জনি, পেয়ার আহমেদ আলী, ইব্রাহিম হোসেন সাদ্দাম, নুরু হোসেন, লেদুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • করোনায় মারা গেলেন যুবদল সভাপতি দীপ্তির বাবা

    করোনায় মারা গেলেন যুবদল সভাপতি দীপ্তির বাবা

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রিয় যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির বাবা আলহাজ্ব হাবিবুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    সোমবার (১ জুন) সকাল সাড়ে সাতটায় নগরীর আকবরশাহতে ছেলের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত ফোরম্যান ছিলেন।

    মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

    এর আগে করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রয়োজন হয়ে পড়ে আইসিইউ সাপোর্ট।

    দীপ্তি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউ সাপোর্ট প্রদানে অপরাগতা জানালে তারা বাবার বাঁচা-মরা আল্লাহর উপর ছেড়ে দেন। গত তিনদিন ধরে তার বাবার অবস্থা আরও খারাপ হয়।

    উল্লেখ্য, হাসপাতালে চিকিৎসাকালে বাবার দেখভাল করতে গিয়ে মোশাররফ হোসেন দীপ্তি নিজেও করোনা-আক্রান্ত হন। তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পিতার মৃত্যুর খবর পেয়ে সকালে বাসায় ছুটে আসেন দীপ্তি।

    চট্টগ্রামে প্রথম জানাযা শেষে মরহুমকে গ্রামের বাড়ী নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার অম্বরনগরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

    দীপ্তির পিতার মৃত্যুতে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপির কেন্দ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়ে নিহতের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

    ২৪ ঘন্টা/এম আর

  • জিয়াউর রহমান ছিলেন সত্যিকার জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক: শাহেদ

    জিয়াউর রহমান ছিলেন সত্যিকার জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক: শাহেদ

    বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্র নায়ক ক্ষণজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদাত বার্ষিকীতে মহান নেতার রূহের মাগফিরাত কামনায় বীর চট্টলার অসহায় ভাসমান মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

    আজ রবিবার (৩১ মে) বিকালে মিচকিন শাহ (রাঃ) মাজারে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

    এ সময় মুহাম্মদ শাহেদ বলেন, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তম পঁচাত্তর পরবর্তী রাষ্ট্র ক্ষমতার শীর্ষে উঠেছিলেন দেশের প্রয়োজনে, নিজের জন্য নয়। তিনি একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র কায়েমের লক্ষে সব রাজনৈতিক দলকে রেজিস্ট্রেশন দিয়েছিলেন। জিয়াউর রহমান ছিলেন সত্যিকার জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক।

    তিনি আরো বলেন, আওয়ামীলীগ নামে রাজনৈতিক দলকে তৎকালীন সময় অনুমোদন না দিলেও কারো বলার কিছু ছিলো না কিন্তু তিনি এমন চিন্তা কখনো মাথায়ই আনেননি। মরহুম জিয়াউর রহমানের উদারতার মাত্রা সাধারণের তুলনায় অনেক উঁচুতে ছিলো। অথচ এই আওয়ামীলীগকেই দেখা যায় জিয়াউর রহমানকে নিয়ে অকথ্য ভাষায় লাগামহীন বক্তব্য দিতে, অযৌক্তিক গাত্রদাহ সম্বল করে।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, নগর যুবদলের সহ-সম্পাদক জিয়াউল হক মিন্টু প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়: শাহেদ

    জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়: শাহেদ

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল অবিস্মরণীয়।

    তিনি সকল সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে তাঁর অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। স্বাধীনতা যুদ্ধের শেষে জাতি বিদেশী শাসন থেকে মুক্তি লাভ করে বিজয় অর্জনের অব্যবহিত পরে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর দুর্বিনীত দু:শাসনে মানুষের নাগরিক স্বাধীনতা ও কাঙ্খিত গণতন্ত্র মাটিচাপা পড়ে।

    একের পর এক দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা হরণ করা হয়, দেশ একদলীয় সামন্ততান্ত্রিক শাসনের নিষ্ঠূর কবলে পড়ে পিষ্ট হতে থাকে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে মানুষের বাক ও চিন্তার স্বাধীনতাকে খর্ব করা হয়। সেই সময় দেশের সর্বত্র বিভৎস অরাজকতা নেমে আসে। গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিশার দুর্যোগের মুখে দেশের সিপাহী-জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন। ফিরিয়ে দেন বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্র ও নাগরিক স্বাধীনতা।

    তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করেন। উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী করেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আখ্যা থেকে খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত করেন।

    তিনি আজ শনিবার (৩০ মে) ০৪নং চান্দগাঁও ওয়ার্ড যুবদলের উদ্যোগে বাদ জোহর হযরত সুলতান শাহ (রাঃ) মাজারে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্র নায়ক ক্ষনজন্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৯ তম শাহাদত বার্ষিকীতে মহান নেতার রূহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে এ কথা বলেন।

    তিনি আরো বলেন, জাতীয় জীবনের চলমান সংকটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে। বর্তমান সরকার দেশে একদলীয় সরকার পুন:প্রতিষ্ঠা করেছে। কর্তৃত্ববাদী শাসনের নির্মমতা চারিদিকে বিদ্যমান। বিরোধী দলের অধিকার,
    চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সবচেয়ে বড় শত্রু মনে করে বর্তমান সরকার। সেজন্য গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। এখন
    তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে। তাঁর মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দিতে হবে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী চলছে অজ্ঞাত দানব করোনা মহামারির তান্ডব। ইতোমধ্যে তিন লক্ষাধিক মানুষ এই রোগে মৃত্যুবরণ করেছে, আর আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এখন গভীর আতঙ্ক ও উৎকন্ঠার মধ্যে রচিত হচ্ছে দিনযাপনের মানবিক কাহিনী।

    খতমে কোরআন শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুমিন। তিনি এসময়, শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা করেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট দোআ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সহ-সভাপতি নূর আহমেদ গুড্ডু, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আব্দুল করিম, সাহাব উদ্দিন হাসান বাবু, জসিমুল ইসলাম কিশোর, মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, তাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক হেলাল হোসেন,
    গুলজার হোসেন, বজল আহমেদ, সাজ্জাদ হোসেন সাজু, জমির উদ্দিন মানিক, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন
    মুকুল, আসাদুজ্জামান রুবেল সহ- সম্পাদক কামরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, জাহাঙ্গীর আলম মানিক, ইব্রাহীম খান, দেলোয়ার হোসেন, সাইদুল ইসলাম, বেলাল হোসেন, হোসেন জামান, সদস্য মাহবুব খান জনি, আব্দুল করিম, মনজুর আলম, রাজু খান, জাবেদ আলী, রাসেল আকাশ, সাইফুল ইসলাম, মোঃ মিল্টন, জসিম উদ্দিন, আকতার হোসেন, আবু বক্কর বাবু, এস এম আলী, সাইফুল ইসলাম, মোঃ জাবেদ, মোহাম্মদ হাসান, জহিরুল ইসলাম, মেহেদী হাসান, মাসুদ আলম, সাইফুল, মুহাম্মদ সোহেল, একরাম, ইফতেখার, ইদ্রিস, ইউছুফ, জাহিদ ইউসুফ প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লকডাউনে থাকা পরিবারদের ইফতার ও ঈদ উপহার পৌঁছে দিলেন যুবদল নেতা ইকবাল

    লকডাউনে থাকা পরিবারদের ইফতার ও ঈদ উপহার পৌঁছে দিলেন যুবদল নেতা ইকবাল

    করোনা ভাইরাসের সংক্রমণের কারণে নগরীর পতেঙ্গায় এলাকায় লকডাউন হওয়া দুইটি বাড়ীর অসহায় ২৩ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

    আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

    এসময় আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, ওর্য়াড় বিএনপি নেতা মোঃ হোসেন, মোঃ ইউছুপ, পতেঙ্গা থানা যুবদল নেতা মুশফিকুর রহমান নয়ন, সাঈদ আনোয়ার, ইব্রাহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    ২৪ ঘণ্টা/এম আর