Tag: যুবদল

  • প্রান্তিক চিকিৎসকদের জরুরী প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিলেন যুবদল নেতা ইকবাল হোসেন

    প্রান্তিক চিকিৎসকদের জরুরী প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিলেন যুবদল নেতা ইকবাল হোসেন

    করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর জরুরী চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, স্বাস্থ্য কর্মী এবং ফার্মাসিস্টদের সুরক্ষার জন্য পিপিইসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

    আজ সোমবার (২০শে এপ্রিল) দুপুরে নগরীর পতেঙ্গায় এলাকায় সুরক্ষা সরঞ্জামাদি প্রদান কালে
    তিনি বলেন, ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য কর্মীরা বিশ্বব্যাপী এই মহামারী যুদ্ধে অনেক ঝুঁকিতে রয়েছেন। তাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রথমে প্রয়োজন। আপনারা আতঙ্কিত না হয়ে রোগীদের সেবা দিয়ে যাবেন।

    তিনি আরো বলেন, গ্রামীণ জনপদে রোগীদের সেবা যেন নিরাপত্তা রেখে দিতে পারেন তাই চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। ডাক্তার ও নার্সদের জন্য আমরা চেষ্টা করবো আরো প্রয়োজনীয় সুরক্ষায় সরঞ্জামাদি দিতে।

    এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শাকিল সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • করোনা’য় অনাহারে দিন কাটাচ্ছে অসহায় মানুষ অন্যদিকে লুটপাটে ব্যস্ত শাসকগোষ্ঠি:শাহেদ

    করোনা’য় অনাহারে দিন কাটাচ্ছে অসহায় মানুষ অন্যদিকে লুটপাটে ব্যস্ত শাসকগোষ্ঠি:শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

    আজ সোমবার (২০ এপ্রিল) নগরীর ০৫, ২৮ ও ২৯ নং ওয়ার্ড এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি।

    এই সময় মুহাম্মদ শাহেদ বলেন, সরকার এখনো বাস্তবতা উপলব্ধি করতে পারছে না। মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। দেশের অসহায় মানুষ ত্রাণের জন্য বিক্ষোভ করছে অন্য দিকে শাসক দলের নেতা-কর্মীরা ব্যস্ত সরকারী ত্রাণ লুটপাটে। সব কিছুতেই তথ্য লুকানোর ব্যর্থ প্রয়াস আমাদের সংকটকে আরো ভয়াবহের দিকে নিয়ে যাচ্ছে। করোনা’র এই দুঃসময়েও দূর্নীতি থেমে নেই জাতী হিসেবে এর চেয়ে লজ্জার আর কি আছে। ডাক্তার, নার্স’দের নিন্ম মানের পিপিই, মাস্ক দেওয়ার ফলে করোনায় আক্রান্ত হচ্ছে। তিনি এ সময় জীবন রক্ষা সামগ্রী সরবরাহে দূর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। অবিলম্বে নিত্যপণ্যের বাজারে অস্হিরতা দূর করতে প্রশাসনকে অনুরোধ জানান।

    এ সময় উপস্হিত ছিলেন সহসভাপতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, খুলশী থানার আহবায়ক হেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক, সম্পাদক নুর হোসেন উজ্জল, নুরুল ইসলাম, সহ সম্পাদক আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, হাফেজ কামাল, সুলতান সুমন, মাহবুব জনি, মোঃ জাবেদ, সাইফুল, নাসিরউদ্দিন, আবু হানিফ, আখতার হোসেন, জহিরুল ইসলাম, শফিক, মানিক, ফারুক, আলমগীর, জাহেদ, কামাল শিকদার, সজিব, রাজিব, সুজন প্রমূখ।

     

  • একদিকে করোনা অন্যদিকে পেটের করুণায় মানুষের জীবন হুমকির মুখে:শাহেদ

    একদিকে করোনা অন্যদিকে পেটের করুণায় মানুষের জীবন হুমকির মুখে:শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় ১৫০ মানুষের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    আজ রোববার (১৯ এপ্রিল) নগরীর ৪ নং চান্দগাঁও, ২৩, ১৪ ওয়ার্ড এলাকায় তিনি ত্রাণ বিতরণ করেন।

    এই সময় মুহাম্মদ শাহেদ বলেন,নিত্যপণ্যেরবাজার প্রতিনিয়ত উর্ধমুখী মধ্যস্বত্বভোগীদের দৌড়াত্ম্যে সাধারণ মানুষ দিশেহারা। লুটপাট বন্ধ করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে এসময় তিনি প্রশাসনকে অনুরোধ করেন। একদিকে করোনা অন্যদিকে পেটের করুণার জ্বালায় মানুষের জীবন হুমকির মুখে।

    তিনি ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের প্রয়োজনীয় জীবন সুরক্ষা সামগ্রী ব্যতীত করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

    এসময় উপস্হিত ছিলেন, নগর যুবদলের সি.যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সহ-সাংগঠনিক আতিকুর রহমান, সহ-সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, এরশাদ, আলী আসমান ৪নং ওয়ার্ড আহবায়ক আবু বক্কর বাবু, মিনহাজ, মিজান, ফারুক, শাহজাদা, মুন্না, রহিম, শরীফ প্রমুখ।

  • সীতাকুণ্ডে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে যুবদল

    সীতাকুণ্ডে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে যুবদল

    সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ড উপজেলা যুবদল এর পক্ষ গরীব-অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেওয়া হয়েছে। বিএনপি’র যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীর নির্দেশনায় উপজেলার প্রতিটি ওয়ার্ডে খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ সহায়তা।

    বর্তমান উপজেলা যুবদলের কমিটিতে থাকা ১৭১জন সদস্য ও বর্তমান কমিটির সভাপতি ফজলুল করিমের ব্যক্তিগত তহবিল মিলিয়ে তিন লক্ষ টাকার একটি ফান্ড গঠন করে। যেখান থেকে ক্রমান্বয়ে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা যায়।

    শনিবার সকালে কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকা থেকে ট্রাকে করে প্রতিটা ইউনিয়নের পৌঁছে দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন থানা যুবদলের সভাপতি মোঃ ফজলুর করিম, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল, কাজী বদর উদ্দিন, মোঃ লিটন,একরাম, আব্দুল মালেক মানিক, সেলিম মাহামুদ,সালাম, হাসান,আলমগীর মন্জু,আলাউদ্দিন, টিটু, মুন্না সহ অন্যান্য নেতাকর্মীরা। থানা যুবদলের সভাপতি মোহাম্মদ ফজলুল করিম জানান, বাংলাদেশ জাতীয়বাদী দল জনগণের সমর্থিত একটি দল।

    দেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এই সহায়তা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজু জানান, সীতাকুণ্ড থানা যুবদল অতীতেও সীতাকুণ্ড বাসীর পাশে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে। আল্লাহ যদি না করে এই মহামারী যদি ভয়াবহ রূপ নেয় তাহলে করোনা আক্রান্ত ব্যক্তিদের দাফন কাফন থেকে শুরু করে জানাজাসহ সকল কার্যক্রমে থানা যুবদল পাশে থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • করোনা’র এই দুঃসময়ে দলমত নির্বিশেষে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে:শাহেদ

    করোনা’র এই দুঃসময়ে দলমত নির্বিশেষে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে:শাহেদ

    বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ লকডাউনে ঘরবন্দি অসহায় ২০০ পরিবারের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    শনিবার (১৮ এপ্রিল) নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    এই সময় মুহাম্মদ শাহেদ বলেন লুটপাট বন্ধ করে উন্নয়নের গল্প না শুনিয়ে অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান। বিবেককে জাগ্রত করুন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করুন।

    তিনি এ সময়, ভয়কে জয় করে করোনা রোগীদের সু-চিকিৎসা এবং জরুরী ভিত্তিতে চট্টগ্রাম আইসিইউ বেড, করোনা কীট ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানান।

    এ সময় উপস্হিত ছিলেন নগর যুবদলের সহসভাপতি নাসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোসাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জিয়াউল হক মিন্টু, কামাল উদ্দিন, হাফেজ কামাল, শেখ কামাল আলম, আইয়ুব আলী, রিদোয়ান, আব্দুর রহিম মিনু, জাবেদুল হক, সাদ্দামুল হক, নেজামউদ্দিন, মোঃ তুষার প্রমুখ।

  • বিশ্ব কলোনীর অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলেন দীপ্তি

    বিশ্ব কলোনীর অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলেন দীপ্তি

    বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রকোপের এই সময়ে সতর্কতা অবলম্বন করে নাগরিকদের ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    শুক্রবার (১০ই এপ্রিল) সকালে তিনি নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব ব্যাংক আবাসিক এলাকায় হত দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এ সময় ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, আকবরশাহ থানা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন কোম্পানী, আকবরশাহ থানা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুছ, থানা যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, ওয়ার্ড যুবদল নেতা রাসুল আমিন, ফায়সাল খান, সাইফুল ইসলাম রনি,লিটন, রুবেলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে দীপ্তির ত্রাণ বিতরণ

    উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে দীপ্তির ত্রাণ বিতরণ

    চট্টগ্রাম মহনগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনী এলাকায় খেটে খাওয়া অসহায় ১২০ দরিদ্র, কর্মহীন ও ছিন্নমূল পরিবারের সদস্যদের মাঝে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে চাল, ডাল, আলু,‌ তৈলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    এ সময় ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমদ, মহানগর মহিলা দলের সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী ছকিনা বেগম, ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ ইউনুস, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, খালেদ সাইফুল্লাহ, কফিল উদ্দিন পিন্টু, শামীম আহমেদ, সাদ্দাম হোসেন, মোঃ মাসুদ, নয়ন, ছাত্রদল নেতা মহরম আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • পাহাড়তলীতে নগর যুবদল সভাপতির ত্রাণ বিতরণ

    পাহাড়তলীতে নগর যুবদল সভাপতির ত্রাণ বিতরণ

    বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এর নোয়াপাড়া এলাকার অতিদরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন ৮০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    সোমবার (৬ এপ্রিল) বিকালে স্থানীয় চিতাখোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

    এসময় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৬০ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। এভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে বাংলাদেশের মানুষও। এই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা ‌সারাদেশের প্রায় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন দেশের খেটে খাওয়া মানুষ।

    এমন পরিস্থিতিতে অসহায়, কর্মহীন মানুষের সহযোগিতায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীরা পাশে রয়েছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

    এ সময় তিনি সমাজের সকল হৃদয়বান, দানশীল, ধনবানদের প্রতি গরিব, অসহায় ও কর্মহীন মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

    এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য আজিজ‌ চৌধুরী, পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ নেজাম, মোঃ মাসুদ, মোঃ জাবেদ, মোঃ মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • নিউ শহীদ লেইনে যুবদলের জীবাণুনাশক স্প্রে

    নিউ শহীদ লেইনে যুবদলের জীবাণুনাশক স্প্রে

    চট্টগ্রাম মহানগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডয়ের নিউ শহীদ লেইনের আশেপাশের এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে শুক্রবার (৩ এপ্রিল) জীবাণুনাশক ঔষধ ছিটানো কার্যক্রম পরিচালনা করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

    তিনি এসময় স্থানীয় জনসাধারণের প্রতি সংক্রমণ রোধে সবাইকে নিজের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।

    অন্যান্যের মধ্যে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, নিউ শহীদ লেইন ইউনিট যুবদলের সভাপতি মামুন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি হেলাল হোসেন, সহ-সভাপতি মোঃ স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন রাব্বি, মিজানুর রহমান, জাহিদ হোসেন আরবিসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • পতেঙ্গায় অসহায়দের মাঝে যুবদল নেতা ইকবাল

    পতেঙ্গায় অসহায়দের মাঝে যুবদল নেতা ইকবাল

    করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সমাজের গরিব, অসহায়, অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের জন্য জরুরী নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।

    তিনি শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নগরীর পতেঙ্গা এলাকায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল , তেল , আলু , লবণ , পিয়াজ সহ শুকনো খাবার বিতরণ করেন।

    এসময় তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ছুটি থাকায় আমাদের সমাজে যারা দৈনিক আয়ের উপর নির্ভরশীল রিকশা-ভ্যান চালায়, চা-বিক্রেতা, ফুটপাতের হকার তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।

    করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মানুষ এখন বাইরে আসছেন না। এতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। একজন সচেতন নাগরিক হিসাবে দেশের পাশে থাকা নৈতিক দায়িত্ব। তাই এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। যার যার অবস্থান ও সামর্থ্য অনুযায়ী এ দুর্যোগকালিন সময়ে মানুষদের পাশে দাঁড়াতে সকলের এগিয়ে আসা উচিত।

    তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে মরণব্যাধি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সমর্থ অনুযায়ী নগরীর নিম্ন আয় ও দিনমজুরদের পাশে দাড়ানোর আহবান জানান।

    খাদ্য সামগ্রী বিতরণসহ করেনা ভাইরাস সংক্রমণ রোধে‌‌ জীবাণু নাশক ঔষধ ছিটানো ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি।

  • পাহাড়তলীতে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে যুবদল

    পাহাড়তলীতে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে যুবদল

    প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এলাকার সড়ক, ফুটপাত, স্থানীয় বাজার, মসজিদসহ আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম পরিচালিত হয়।

    বুধবার (১ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি(চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র নেতৃত্বে ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে।

    এসময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া মহল্লায়‌ গত ৪দিনব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও আসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক ঔষধ ছিটানো, সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।
    এবং দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ জাতীয়তাবাদী যুবদলের এই কার্যক্রম চলমান থাকবে।

    অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবদুল আলী নগর ইউনিট বিএনপির সভাপতি কাজী মোনায়েম, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মন্জুর মোর্শেদ, বিএনপির নেতা মোঃ সেলিম, নয়ন , মনজুরুল আলম, মহানগর যুবদলের অন্যতম সদস্য সাব্বির আহমেদ ওসমানী, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদল নেতা মোঃ আজীম, হারুনসহ প্রমুখ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

  • চট্টগ্রামে বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

    চট্টগ্রামে বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

    চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে তা বাতিল করে পাহাড়তলী থানা বিএনপি ও যুবদলের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

    আজ বুধবার (৬ নভেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

    কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন- চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, ৯নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ নেজাম, রফিকুল ইসলাম পারভেজ, মোহাম্মদ মনির, মো. জানে আলম, মো. সেলিম ও আবু মিয়া।

    বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দীন চৌধুরী বলেন, ২০১৮ সালে পাহাড়তলী থানায় দায়ের একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন আসামিরা। বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।