করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যেও প্রান্তিক জনগোষ্ঠীর জরুরী চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, স্বাস্থ্য কর্মী এবং ফার্মাসিস্টদের সুরক্ষার জন্য পিপিইসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন।
আজ সোমবার (২০শে এপ্রিল) দুপুরে নগরীর পতেঙ্গায় এলাকায় সুরক্ষা সরঞ্জামাদি প্রদান কালে
তিনি বলেন, ডাক্তার, নার্সসহ স্বাস্থ্য কর্মীরা বিশ্বব্যাপী এই মহামারী যুদ্ধে অনেক ঝুঁকিতে রয়েছেন। তাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রথমে প্রয়োজন। আপনারা আতঙ্কিত না হয়ে রোগীদের সেবা দিয়ে যাবেন।
তিনি আরো বলেন, গ্রামীণ জনপদে রোগীদের সেবা যেন নিরাপত্তা রেখে দিতে পারেন তাই চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। ডাক্তার ও নার্সদের জন্য আমরা চেষ্টা করবো আরো প্রয়োজনীয় সুরক্ষায় সরঞ্জামাদি দিতে।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ শাকিল সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।