২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা চলাকালীন দু পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ১২০ থেকে ১৫০ জন। তবে সবাই অজ্ঞাত হিসেবেই দেখানো হয় মামলায়।
তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন। তিনি বলেন, পুলিশের বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার গভীর রতে থানার এসআই সঞ্জয় পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দায়েরকৃত মামলাটিতে কোন আসামি গ্রেফতার হয়নি বলে জানান ওসি মো. মহসীন।
যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীর মাঠে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে রাখা হলেও তিনি সভাস্থলে উপস্থিত ছিলেন না।
সমাবেশ চলাকালীন বিকাল সাড়ে চারটার দিকে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বক্তব্য রাখার সময় লালদীঘি মাঠে একটি মিছিল প্রবেশ করে।
এসময় এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ওয়াসিম উদ্দিন এবং সাত নম্বর ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ঢিল ছোড়াছুড়ি শুরু হয়।
পরে ঘটনাস্থল থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাবেশস্থল ত্যাগ করলে সমাবেশ পণ্ড হয়ে যায়।