Tag: যুবলীগের

  • চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১৫০

    চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১৫০

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা চলাকালীন দু পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ১২০ থেকে ১৫০ জন। তবে সবাই অজ্ঞাত হিসেবেই দেখানো হয় মামলায়।

    তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন। তিনি বলেন, পুলিশের বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার গভীর রতে থানার এসআই সঞ্জয় পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দায়েরকৃত মামলাটিতে কোন আসামি গ্রেফতার হয়নি বলে জানান ওসি মো. মহসীন।

    যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীর মাঠে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে রাখা হলেও তিনি সভাস্থলে উপস্থিত ছিলেন না।

    সমাবেশ চলাকালীন বিকাল সাড়ে চারটার দিকে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বক্তব্য রাখার সময় লালদীঘি মাঠে একটি মিছিল প্রবেশ করে।

    এসময় এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ওয়াসিম উদ্দিন এবং সাত নম্বর ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ঢিল ছোড়াছুড়ি শুরু হয়।

    পরে ঘটনাস্থল থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাবেশস্থল ত্যাগ করলে সমাবেশ পণ্ড হয়ে যায়।

  • রাউজান যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ

    রাউজান যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেন রাউজান উপজেলা যু্বলীগ বনাম রাউজান পৌরসভা যুবলীগ একাদশ।

    দুই দলের লড়াইয়ে কোনো পক্ষ গোল করতে না পারায় উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ। খেলা শেষে উভয় দলের হাতে পুরষ্কার তুলে দেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব।

    উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

    এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাজু মোঃ নাসের, জাহাঈীর আলম, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, তপন দে, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসিফ প্রমুখ।

    উল্লেখ্য রাজনীতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে ফুটবল খেলাটি দেখতে মাঠে প্রচুর দর্শক সমাগম হয়।

  • রাউজানে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    রাউজানে বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১১ নভেম্বর সোমবার দুপুরে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

    যুবলীগের মনোগ্রাম সম্বলিত টি শার্ট আর ব্যনার, প্লাকার্ড হাতে যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মী র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মুন্সিরঘাটা-জলিল নগর হয়ে আবার কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

    জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়্যদ আব্দুল জব্বার সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, শাহ্ আলম চৌধুরী, কামরুল হোসেন বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন।

    এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক হাসান মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, বি এম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া, তছলিম উদ্দিন, রোকন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, যুগ্ম সম্পাদক তছলিম উদ্দিন, মুছা আলম খান চোধুরী ,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন।

    এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাসের, সুমন দে, জাহাঙ্গীর আলম, মোঃ নাছির, প্রকাশ শীল, যুগ্ন সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, তাজউদ্দীন খান সোলেয়মান, সাংগঠনিক সম্পাদক কাজী রাশেদ, মুহাম্মদ মনছুর আলম, মোঃ সেলিম, রাশেদুল আলম, প্রচার ও প্রকশনা সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক তপন দে, অর্থ সম্পাদক আবু জাফর রাশেদ, পৌর যুবলীগের সভাপতি হাসান মোঃ রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সহ সভাপতি মামুন, আরিফুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু ছালেক, উপজেলা যুবলীগ নেতা জাবেদ রহিম, ফোরকান উদ্দিন টিপু, আসাদ হোসেন, জসিম উদ্দিন মুন্না, আকতার হোসেন, সাজেদুল করিম সাজু, আবদুল্লা আল মাসুদ, দেলোয়ার হোসেন, সুজন মল্লিক, মোঃ মনিরুল ইসলাম,আরমান হোসেন, জাহেদুল আলম জাহেদ, নাজিম উদ্দীন, মোঃ শাহাজান, মোঃ সায়েদুর রহমান মনসুর, মোঃ নাহিদ হোসেন, আনোয়ার হোসেন, সোলেমান বাদশা, সেকান্দর হোসেন, বেলাল উদ্দিন, লোকমান হোসেন, সেকান্দর হোসেন, ওয়াহেদ বাবলু, মোঃ ইসমাল হোসেন সোহেল, মোঃ টিপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকাদর, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ।

    আলোচনা শেষে মধ্যহ্ন ভোজ, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।