Tag: যুবলীগ নেতা

  • রাঙ্গুনিয়া যুবলীগ নেতা পারভেজের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

    রাঙ্গুনিয়া যুবলীগ নেতা পারভেজের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

    রাঙ্গুনিয়া উপজেলাধীন শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ পারভেজ (৩৮) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩০ জুলাই) রাত ১২টায় তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    যুবলীগ নেতা পারভেজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

    তথ্যমন্ত্রী এক শোকবার্তায় মরহুম পারভেজের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    মন্ত্রী বলেন, মোহাম্মদ পারভেজ বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল একজন সাহসী যুবলীগ নেতা ছিলেন। তিনি দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যু দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

    উল্লেখ্য, রোববার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহন শেষে ঘরে ফেরে বুকে ব্যথা অনুভব করলে তাকে চট্টগ্রাম নগরস্থ পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মোহাম্মদ পারভেজ বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, কর্মী-সমর্থক ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাঙ্গুনিয়া আওয়ামী পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে শিলক উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • মিরসরাইয়ে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা খুন

    মিরসরাইয়ে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা খুন

    মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবলীগ নেতার নাম শহিদুল ইসলাম আকাশ (৩৫)। সে হিঙ্গুলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলির নুর ইসলামের ছেলে।

    সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চিনকির হাটে অতর্কিত হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে এই হত্যার ঘটনা ঘটানো হয়েছে।

    স্থানিয় সূত্রে জানাগেছে, হিঙ্গুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব হিঙ্গুলির মিজি বাড়ির নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম আকাশ চিনকীর হাটে গাছের ব্যাবসায় ও নতুন ব্রীজ এলাকায় বালির ব্যাবসায় করেন। অপর দিকে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইসলামপুর এলাকার ডাইরেক চেয়ারম্যান বাড়ির ডাইরেক চেয়ারম্যান এর ছেলে মামুনের সাথে দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। তার প্রেক্ষিতেই সোমবার সন্ধ্যা ৭টার দিকে চিনকীরহাট আকাশের ব্যাবসায় প্রতিষ্ঠানে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মামুন ও তার বাহিনীর লোকজন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই জ্ঞান হারায় আকাশ। মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা তাকে ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে দ্রুত জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। জেলা হাসপাতালে নেয়ার পথে আকাশের মৃত্যু হয়।

    মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আকাশের শরীরের হাতে ও মুখে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া মুখের ক্ষতছিল মারাত্মক। তার শ্বাসনালী কাটা পড়ায় শ্বাসকষ্ট ছিল।

    স্থানীয় জনপ্রতিনিধিরা জানান যুবলীগের রাজনীতি করলেও ছিলনা তাদের পদপদবি। দলের নাম ভাঙিয়ে চালায় সন্ত্রাসী কার্যক্রম। দুজনের নামে রয়েছে ডজন খানেক মামলা। সে সব নিয়েই উভয়ের ছিল ধন্দ। এর আগেও একবার আকাশকে কুপিয়েছে মামুন। সেবার জানে বেঁচে গিয়েছিল আকাশ। বহু মামলার আসামি মামুন সাম্প্রতিক জেল থেকে জামিনে এসেছে। ৪ দিন আগে জেল থেকে জামিনে এসে এবার হামলা চালিয়ে আকাশকে হত্যা করেছে।

    মিরসরাই যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম রানা জানান, তারা যুবলীগের পদপদবিধারী কোন নেতা নয়।

    জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর হোসেন মামুন জানান, ডাকাতি মামলায় দেশীয় আগ্নেয়াস্ত্র সহ মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিলাম। ৪দিন হলো ২২মাস জেল খাটার পর জামিনে এসেছে। আকাশের নামেও রয়েছে বহু মামলা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ধন্ধ ছিল। পুলিশ অভিযানে আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    ২৪ঘণ্টা/এনআর

  • বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ ৩ আসামি তিন দিনের রিমান্ডে

    বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ ৩ আসামি তিন দিনের রিমান্ডে

    কুষ্টিয়ার কুমারখালীতে বহুল আলোচিত ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় যুবলীগ নেতাসহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান ওই তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গ্রেফতার যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস (৩৫), তার সহযোগী সবুজ হোসেন (২০) ও হৃদয় আহমেদের (২০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত কয়া মহাবিদ্যালয়ের সামনে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত।

    কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার পুলিশ যৌথভাবে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল হককে গ্রেফতার করে।

    পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় জড়িত অপর দুজন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

  • যশোরে যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ

    যশোরে যুবলীগ নেতার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ

    নিলয় ধর,যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে এক ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে রাতের আঁধারে গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার সুন্দলী ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।

    অভিযোগ আছে, রাতে পথিমধ্যে ১টি বাশবাগানের পাশে ওই গৃহবধূকে (৩৫) একা পেয়ে সুন্দলী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রজিত বিশ্বাস বুলেট (৪৪) গৃহবধূর শ্লীলতাহানী ঘটায়।

    এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী মামলা করতে থানায় রওয়ানা দিলে স্থানীয় প্রভাবশালীরা তাকে মামলা করতে বাঁধা দিয়েছে। পরে ওই রাতেই সুন্দলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য প্রকাশ বিশ্বাস বুলেটকে দিয়ে ওই মহিলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে বিষয়টি রফা করে, বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

    স্থানীয়দের সাথে ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গিয়েছে , সোমবার রাত ৯ টার দিকে ওই গৃহবধূ বাড়ির পার্শ্ববর্তী দোকানে সদাই কিনতে যায়। সদাই কিনে ফেরার পথিমধ্যে একটি বাঁশ বাগানের কাছে পৌছালে ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রজিত বিশ্বাস বুলেট তাকে জাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টা চালিয়েছে। এই সময় ওই গৃহবধূ তার কাছ থেকে নিজেকে রক্ষার চেষ্টা করলে গৃহবধূকে চড়-থাপ্পড় মারে লম্পট বুলেটকে। এই সময় ওই গৃহবধূ চিৎকার দিলে যুবলীগ নেতা বুলেট পালিয়ে যায়। এই ঘটনা জানার পর ওই গৃহবধূর স্বামী ওই রাতেই থানায় মামলা করতে রওয়ানা দিলে স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি তার গতিরোধ করে ৭ নং ওয়ার্ড মেম্বর প্রকাশ বিশ্বাসের বাড়িতে নিয়ে যায়। সেখানে লম্পট বুলেটকেও হাজির করা হয়েছিল।

    তবে ওই গৃহবধূ সেখানে উপস্থিত ছিলেন না। পরে ইউপি মেম্বার উপস্থিত কতিপয় ব্যক্তির সাথে বুলেটকে ওই গৃহবধূর বাড়িতে ক্ষমা চাইতে পাঠায়। তবে বুলেট ওই বাড়িতে প্রবেশ করা মাত্রই গৃহবধূ তাকে চড়-থাপ্পড় মারে। পরে বুলেট ওই গৃহবধূর কাছে ক্ষমা চাইলে স্থানীয়দের চাপে ওই গৃহবধূ তাকে ক্ষমা করেছে বলে জানায়।

    এই ব্যপারে যুবলীগ নেতা প্রজিত বিশ্বাস বুলেটের ব্যবহৃত ০১৮৭৬-০৫৭২৪৪ নম্বরে একাধিক বার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সুন্দলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রকাশ বিশ্বাসের সাথে কথা বললে তিনি ক্ষমা চাইয়ে শ্লীলতাহানীর ঘটনার রফা করেছে স্বীকার করে বলেছেন, “যুবলীগ নেতা প্রজিত দাবি করে রাতের অন্ধকারে ওই গৃহবধূর সাথে তার ধাক্কা লেগেছিলো। তাই ক্ষমা চাইতে বলেছি। তবে ওই গৃহবধূর সাথে ইউপি মেম্বর কোন কথা বলেন নি বলে জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চট্টগ্রামে নীরবেই ত্রাণ দিয়ে যাচ্ছেন যুবলীগ নেতা ভুট্টো

    চট্টগ্রামে নীরবেই ত্রাণ দিয়ে যাচ্ছেন যুবলীগ নেতা ভুট্টো

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : কোন হাঁকডাক নেই, করোনা দূর্যোগে একপ্রকার নীরবে নিভৃতেই ত্রাণ দিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের মাঝে।

    পুরো হালিশহর জুড়েই গরীব দুস্থ মানুষের মাঝে পর পর কয়েকদিন ত্রাণ দিতে দেখা গেল যুবলীগ নেতা রেজাউল করিম ভুট্টোকে।

    মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে তার ত্রান বিতরণের ছবি তুলতে চাইলে অনাগ্রহ দেখান তিনি এ প্রতিবেদককে। কিন্তু নিউজের জন্য ছবি দরকার, এটা বলাতে শেষ পর্যন্ত রাজী হন তিনি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন করোনা ভাইরাস মহামারী চলছে। সেবা দিয়ে মানুষের জন্য কিছু করাই হলো আসল রাজনীতি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা বাংলাদেশের কেউ অভুক্ত থাকবে না।

    সেই ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা প্রায় একমাস ধরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি।

    বিভিন্নভাবে আমরা জেনেছি অনেক জায়গায় কেউ কেউ কয়েকবার ত্রাণ পাচ্ছে। আবার অনেকে কোন ত্রাণই পাচ্ছে না। সেজন্য যারা আসলেই অসহায় ও পরিবার পরিজন নিয়ে না খেয়ে আছে তাদের লিস্ট সরেজমিনে দেখে তারপরই আমরা ত্রাণ দিচ্ছি।

    এ যুবলীগ নেতা আরো বলেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন এলাকার সাংসদ ডা. আফসারুল আমিন। চিকিৎসার কারনে তিনি এমূহুর্তে বিদেশে আটকে থাকলেও তার পরিবারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন।

    ইতোমধ্যে তাঁর ছোট ভাই ডা. আরিফুল আমিন, আরশাদুল আমিন, ছেলে ফয়সাল আমিন আমাদের এই মানবিক কাজে এগিয়ে এসেছেন। তারা নিজেরাও এসে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন।

    তাছাড়া বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ও মাহমুদা আকতার ফাউন্ডেশন থেকেও সহযোগিতা করা হচ্ছে।

    সামনে যুবলীগের কমিটি হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি হেসে বলেন, এসব বিষয়ে চিন্তা করার সময় এখন নয়। মানুষের সাহায্য এগিয়ে আসাই এখন কাজ। তিনি যোগ করে বলেন, মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের ভালোবাসার প্যাকেট দিলেন পটিয়ার যুবলীগ নেতা

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের ভালোবাসার প্যাকেট দিলেন পটিয়ার যুবলীগ নেতা

    পটিয়া প্রতিনিধিঃ পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের উওর নাথ পাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ভালবাসার পোটলা নিয়ে হাজির হয়েছেন পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত ফয়সাল।

    এসময় আরো উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের মেম্বার টিটু দেব,আওয়ামীলীগ নেতা সুশীল দেবনাথ,যুবলীগ নেতা,মানিক,সৌরভ,এসকান্দর শাওন,এনাম,ছাত্রলীগ নেতা মঈনুদ্দীন খালেদ রানা,মোহাম্মাদ রাসেল,সোহেল চৌধুরী,বিশু চক্রবর্তী,নাঈম,আনোয়ার হাবিব আদনান,এমরান,তারেক,মঞ্জু,উজ্জ্বল প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/সনজয়

  • সৌদিতে করোনায় ফটিকছড়ির যুবলীগ নেতার মৃত্যু

    সৌদিতে করোনায় ফটিকছড়ির যুবলীগ নেতার মৃত্যু

    ফটিকছড়ি প্রতিনিধি:::সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফটিকছড়ির বাসিন্ধা ও উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ মিজানুল আলম (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    বুধবার (২৯ এপ্রিল) সৌদি আরবের দাম্মাম জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    তার মৃত্যুতে ফটিকছড়ি উপজেলার সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সক্রিয় ছিল।

    মরহুম মিজানুল আলম লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের সিরাজুল হক মুন্সী বাড়ির মুহাম্মদ ইউনুচের পুত্র।

    স্থানীয় চেয়ারম্যান ও পারিবারিক সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

    জানাগেছে, করোনার উপসর্গ নিয়ে মিজানুল আলম হাসপাতালে যান। সেখানে করোনার ভাইরাস পজেটিভ আসলে চিকিৎসকরা তাকে ভর্তি নিয়ে নেন। সেখানে ১৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে মরহুম মিজানুল আলম প্রবাসে ছিলেন। বছরখানেক সর্বশেষ দেশ থেকে ঘুরে যান।

    তিনি স্ত্রীসহ ১০ বছরের একটি মেয়ে ৭ বছর ও ৬ মাস বয়সের দুই ছেলে রেখে যান।

    জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন বলেন, আমার হাত ধরে মিজানের রাজনীতি শুরু। মহামারী করোনায় ওর মৃত্যু হয়েছে। মিজানের মৃত্যুতে আওয়ামীলীগ ও অংগ সংগঠন একজন প্রতিবাদী নেতাকে হারালো। শোকে স্তব্দ আমিসহ ফটিকছড়িবাসী। আমি তার বিধায়ী আত্নার মাগফেরাত কামনা করছি।

    যুবলীগ নেতা মরহুম মিজানুল আলমের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন- ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, সাবেক জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম. ফখরুল আনোয়ার, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন, বখপুর ইউপি চেয়ারম্যান এম.সোলাইমান বি.কম, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান এস.এম সোয়েব আল সালেহীনসহ উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

    ২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

  • নগরীর ৪ ওয়ার্ডের কর্মহীন মানুষদের খাদ্যদ্রব্য তুলে দিলেন যুবলীগ নেতা বাচ্চু

    নগরীর ৪ ওয়ার্ডের কর্মহীন মানুষদের খাদ্যদ্রব্য তুলে দিলেন যুবলীগ নেতা বাচ্চু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ || চট্টগ্রাম মহানগরী’র ৪১ টি ওয়ার্ডে কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু।

    তার ব্যক্তিগত উদ্যেগে ও ব্যবস্হাপনায় চলমান কর্মসুচির ধারাবহিকতায় আজ নগরী’র ১২,২৪,২৫,২৬ নং ওয়ার্ডে অসহায় কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু।

    এই সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ,মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামী লীগ যুগ্ন আহবায়ক রেজাউল করিম কায়সার, ২৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে সাধারন সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য আলমগীর আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম. আরিফুল ইসলাম,যুবলীগ নেতা এডভোকেট সৈয়দ রবি সহ অন্যান্য নেত্বৃবৃন্দ।

    এই সময় চট্টগ্রাম নগরীর ২৪,২৫ ও ২৬ নং ওয়ার্ডের হালিশহর এর নয়াবাজার রামপুরা এলাকায়, হালিশহর বি ব্লক, আবুালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুল চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর আগ্রাবাদ মিস্ত্রিপাড়া মুন্সী বাড়ীর প্রাঙ্গন সহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    এই সময় যুবলীগ নেতা বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে পর্যায়ক্রমে এই কার্যক্রম চট্টগ্রাম শহরের ৪১ টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    করোনা : পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষকে ত্রাণ দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রামের ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে কর্মহীন ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের ভি.পি, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী৷

    আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, জনগণের সেবা করার জন্য কাউন্সিলের নির্বাচন করতে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ছিলাম।

    জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমার উপরে আস্থা রেখে আমাকে ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগের সমর্থন দিয়েছেন ৷

    করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সরকারি বন্ধ চলছে এর মাঝে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে৷ মাননীয় জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য৷ এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সব চেয়ে বড় মানবসেবা বলে মনে করি৷

    তিনি বলেন, ইতিমধ্যে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ৫ হাজার পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে আমার পক্ষ থেকে ত্রাণ পোঁছে দিচ্ছেন আমার সহধর্মিণী রোমান চৌধুরী৷ পরিস্থিতি বিবেচনায় আরো ৫ হাজার পরিবারে মাঝে ত্রাণ বিতরণে প্রস্তুতি চলছে বলে জানান তিনি৷

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • করোনা : কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগ নেতা বাচ্চু

    করোনা : কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যুবলীগ নেতা বাচ্চু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দি কর্মহীন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন
    চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃমহিউদ্দিন বাচ্চু।

    আজ ৩ এপ্রিল শুক্রবার নগরীর ২ নম্বর গেইট এলাকায় ৪২নং নাসিরাবাদ (সাংগঠনিক) ওয়ার্ডে যুবনেতা ইন্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল এর উদ্যোগে এসব ত্রাণ দুস্থদের মাঝে তুলে দেন তিনি।

    এ সময় উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, মোঃ বদরুল, মোঃ জিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এস. এম আরিফুল ইসলাম, এডভোকেট সৈয়দ রবি, মোঃ আরিফ প্রমুখ।

    এ সময় মহিউদ্দিন বাচ্চু বলেন, সততাই শক্তি মানবতাই মুক্তি”, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশনায় আজকের এই ক্ষুদ্র প্রয়াস। এদিকে করোনা পরিস্থিতিতে থমকে গেছে খেটে খাওয়া কর্মহীন মানুষের জীবনযাত্রা।

    করোনা পরিস্থিতিতে গত ২৫ মার্চ থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন। এতে দুর্ভোগে বিত্তবানদের পাশে থাকার আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা। করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে প্রয়োজন সতর্কতা। আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে।

    ২৪ঘণ্টা/ সংগঠন সংবাদ

  • থানায় যুবলীগ নেতার জন্মদিন পালন করলেন ওসি!

    থানায় যুবলীগ নেতার জন্মদিন পালন করলেন ওসি!

    রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় ওয়ার্ড কাউন্সিলর ও বলাৎকারের অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা তৌহিদুল হক সুমনের জন্মদিন পালন করেছেন ওসি গোলাম মোস্তফা।

    রবিবার রাতে আলোচিত যুবলীগ নেতা তৌহিদুল হক সুমনকে নিয়ে ওসি নিজ চেম্বারে কেক কাটেন। পরে কাউন্সিলর সুমন ওসির আমন্ত্রণে থানায় জন্মদিন পালনের খবর নিজের ফেসবুক পেজে ছবিসহ শেয়ার করেন।

    জানা গেছে, গত ৮ ডিসেম্বর ছিল রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমনের জন্মদিন। এ উপলক্ষে দিনভর ওই ওয়ার্ডে নানা ব্যক্তির উদ্যোগে কেক কাটা হয়। সুমন নিজের ফেসবুকে সেগুলোর বর্ণনাসহ কৃতজ্ঞতা জানান। পরে রাতে নগরীর চন্দ্রিমা থানার ওসি গোলাম মোস্তফার কক্ষে কেক কাটার আয়োজন করা হয়। ওসির আমন্ত্রণে সুমন থানায় হাজির হন। এসময় ওসি গোলাম মোস্তফা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে ওসিকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন সুমন। এসময় ওসি গোলাম মোস্তফা তাকে কেক খাইয়েও দেন। অনুষ্ঠানে চন্দ্রিমা থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ও একজন এসআইও উপস্থিত ছিলেন।

    থানায় জন্মদিন পালনের বিষয়ে সুমন ছবিসহ নিজের ফেসবুকে লিখেন, ‘চন্দিমা থানার ওসি সাহেব গোলাম মোস্তফা মহোদয়ের স্নেহময় ভালোবাসায়’। ছবিতে দেখা যায়, কাউন্সিলর সুমন এবং ওসি মোস্তফা মোমবাতি জ্বালিয়ে কেক কাটছেন। তাদের পাশে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছেন ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ও একজন এসআই।

    এবিষয়ে কাউন্সিলর সুমন বলেন, ‘সবার ভালবাসায় বিভিন্নস্থানে কেক কেটে তিনি জন্মদিন উদযাপন করেন। চন্দ্রিমা থানার ওসি মোস্তফা সাহেব তাকে ভালবাসেন। তাই তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তার আমন্ত্রণেই গিয়ে কেক কেটেছেন।’

    যোগাযোগের চেষ্টা করা হলে, চন্দ্রিমা থানার ওসি গোলাম মোস্তফার সরকারি ফোন রিসিভ করেন ওসি (তদন্ত) শরিফুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘স্যার (ওসি) মিটিংয়ে আছেন’। তবে কাউন্সিলর সুমনের জন্মদিনে থানায় কেক কাটা অনুষ্ঠানের কথা অস্বীকার করেন তিনি।

    উল্লেখ্য, ২০১৮ সালে যুবলীগ নেতা সুমনের বিরুদ্ধে নগরীর শিরোইল এলাকার এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে। তখন এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপরই সুমনকে মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।

  • জেন্টস পার্লারের আড়ালে মিনি পতিতালয়, যুবলীগ নেতা আটক

    জেন্টস পার্লারের আড়ালে মিনি পতিতালয়, যুবলীগ নেতা আটক

    সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে সদ্য বহিষ্কৃত ও জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিন শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে জেন্টস পার্লারের নামে একটি মিনি পতিতালয় গড়ে তুলেছিলেন।

    গেল সাত অক্টোবর এই হোটেলটিতে অভিযান চালিয়ে নারীসহ আটজনকে আটক করেছিল পুলিশ। এ সময় হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    এরই প্রেক্ষিতে মানবপাচার আইনে পুলিশের দায়েরকৃত মামলার আসামি পৌর যুবলীগের সভাপতি পদ থেকে তুহিনুর রহমান তুহিনকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

    তবে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আজ শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।