Tag: যুবলীগ নেতা আটক

  • ফটিকছড়িতে গাঁজা ব্যবসায়ী যুবলীগ নেতা আটক

    ফটিকছড়িতে গাঁজা ব্যবসায়ী যুবলীগ নেতা আটক

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির রায়হানকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।

    পুলিশ জানায়, দীর্ঘ দিন থেকে কৌশলে এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল রায়হান। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর পুলিশ ছদ্দবেশে মাঠে নামে মাদক সহ রায়হানকে হাতে নাতে ধরতে। গত শনিবার রাত ২টার সময় ইউনিয়নের ইসলামপুর গ্রামে গাঁজার একটি চালান বিক্রির সময় পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থাকা দুই কেজি গাঁজা জব্দ করে।

    দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আতাউল হক চৌধুরী জানান, রবিবার তাকে মাদক আইনে মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ইতোপূর্বে তক্ষক পাচারের মামলা রয়েছে।

    ২৪ ঘণ্টা/জুনায়েদ

  • হিন্দু গ্রামে হামলা: প্রধান আসামি যুবলীগ নেতা স্বাধীন মেম্বার গ্রেফতার

    হিন্দু গ্রামে হামলা: প্রধান আসামি যুবলীগ নেতা স্বাধীন মেম্বার গ্রেফতার

    সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে (স্বাধীন মেম্বার) গ্রেফতার করেছে পিবিআই সিলেট।

    বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।

    তিনি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে প্রযুক্তি সহায়তায় স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।

    জানা যায়, ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর থেকেই উঠে আসে স্বাধীন মেম্বারের নাম।

    হামলার পরদিন স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়ের করা মামলায়ও স্বাধীন মেম্বারকে আসামি করা হয়। স্বাধীনের বাড়ি শাল্লার পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

    হেফাজত ইসলামের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে এক যুবকের দেওয়া স্ট্যাটাসের জেরে ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে হামলার ঘটনা ঘটে।

    অস্ত্রশস্ত্র নিয়ে হাজারও লোক মিছিল নিয়ে এসে এই হামলা চালায়।

    স্থানীয়দের অভিযোগ, হামলাকারীদের বেশিরভাগই আসে স্বাধীনের গ্রাম দিরাইয়ের নাচনি থেকে। স্বাধীন মেম্বারও হামলাকারীদের দলে ছিলেন। তার উপস্থিতিতেই হামলা হয়।

    স্বাধীন মেম্বারের সঙ্গে জলমহাল নিয়ে নোয়াগাঁও গ্রামবাসীর বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে মামুনুল অনুসারীদের সঙ্গে তিনি এই হামলায় অংশ নেন বলেও অভিযোগ স্থানীয়দের।

    প্রসঙ্গত, ১৫ মার্চ দিরাইয়ে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এতে বক্তব্য রাখেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। পরদিন মামুনুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন নোয়াগাঁওয়ের এক যুবক।

    এই স্ট্যাটাসের জেরে হিন্দু অধ্যুষিত ওই গ্রামটিতে হামলা চালিয়ে ৯০টিরও বেশি বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনায় দু’টি মামলা এবং স্বাধীনসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

  • আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড সভাপতি বশর আটক

    আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড সভাপতি বশর আটক

    চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিকের মুখে যুবলীগের মিছিল শুরুর আগে কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের ঘটনায় ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশরকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (২৪ জানুয়ারি) রাতে ষোলশহর এলাকা থেকে আবুল বশরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    গ্রেফতার আবুল বশর নিজেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নিজেকে মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচয় দেন।

    আবুল বশর ২ নম্বর গেইট এলাকায় সংগঠিত ডাবল মার্ডারের আসামি বলে জানা গেছে।

    আবুল বশরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মো. আবদুর রউফ।

    এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান শাহ মো. আবদুর রউফ।

    রোববার দুপুরে যুবলীগের আয়োজনে মিছিল শুরুর আগে কথা কাটাকাটির জেরে যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দীকে ছুরিকাঘাত করেন আবুল বশর।

    ছুরিকাঘাতে আহত আদিত্য নন্দী মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।

    তবে ঘটনার পর মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু আদিত্য নন্দীকে ছুরিকাঘাতের বিষয়টি কাছে অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নালায় পড়ে গিয়ে আদিত্য নন্দী আহত হয়েছেন।

  • পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্রসহ মেয়রপ্রার্থী যুবলীগ নেতা আটক

    পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্রসহ মেয়রপ্রার্থী যুবলীগ নেতা আটক

    চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় যুবলীগ নেতা ও মেয়রপ্রার্থী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

    শুক্রবার ফরিদগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকালে পুলিশের ওপর হামলা ও অস্ত্র এবং বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা হয়েছে।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামে গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী গংদের আবাদকৃত মাছের ঘেরের বাঁধ কেটে দেয়ার ঘটনা ঘটে।

    ওই মাছের ঘেরের পাহারাদার সাহাবুদ্দিন জানান, যুবলীগ নেতা মেয়রপ্রার্থী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী নিজে ওই মাছের ঘেরের বাঁধ কেটে দেন। যাতে পানির স্রোতে মাছ ভেসে যায়। এতে পাহারাদার বাধা দিতে গেলে বাঁধন পাটওয়ারী তাকে অস্ত্র দিয়ে মারার হুমকি দেন।

    পরে মাছের ঘেরটি রক্ষার জন্য মালিকপক্ষ থানা পুলিশের শরণাপন্ন হলে শুক্রবার ভোরে থানা পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় বাঁধন পাটওয়ারী পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে লিপ্ত হন। একপর্যায়ে পুলিশ তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোরা এবং ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে এবং তাকে আটক করে।

    ঘটনার ব্যাপারে গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারীর ভাই সালাউদ্দিন পাটওয়ারী জানান, গত কয়েক দিন ধরে তারা মাছের ঘের থেকে মাছ ধরছেন। কিন্তু বাঁধন পাটওয়ারী বৃহস্পতিবার রাতে ঘেরের বাঁধ কেটে দেন। এতে তাদের বিপুল পরিমাণ মাছ ভেসে গেছে।

    তবে আটক বাঁধন পাটওয়ারী জানান, তাকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। তিনি পুলিশের ওপর হামলা করেননি।

    এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, আটক বাঁধন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ১২শ কোটি টাকার চেকসহ যুবলীগ নেতা আটক

    ১২শ কোটি টাকার চেকসহ যুবলীগ নেতা আটক

    সিরাজগঞ্জের তাড়াশ থেকে উপজেলা যুবলীগের সহসভাপতি রাব্বী শাকিলকে দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১২শ কোটি টাকার বেশ কয়েকটি চেক জব্দ করা হয়েছে।

    বুধবার (১২ আগস্ট) বিকেলে তাড়াশে শাকিলের ব্যক্তিগত কার্যালয় থেকে আটক করে বগুড়া নেয়া হয়।

    আটক অন্য দুজন হলেন শাকিলের সহযোগী হুমায়ুন কবির ও হারুনুর রশীদ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের গ্রাহকের স্বাক্ষরিত চেকের পাতা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র এবং বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।

    পুলিশ জানায়, শাকিল নিজেকে উপজেলা যুবলীগ সহ-সভাপতি হিসেবে দাবি করেছেন। তার বিরুদ্ধে ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে ঋণ পাইয়ে দেয়ার আশ্বাসে অনেকে কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ছিল। গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মণিরামপুরে সরকারী চাউল পাচারকাণ্ডে যুবলীগ নেতা কুদ্দুস আটক

    মণিরামপুরে সরকারী চাউল পাচারকাণ্ডে যুবলীগ নেতা কুদ্দুস আটক

    নিলয় ধর, (যশোর) প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে চাউল পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা আব্দুল কুদ্দুসকে আটক করেছেন ডিবি পুলিশ সদস্যরা। সে পৌরসভার জুড়ানপুর গ্রামের আকবর আলীর ছেলে। এছাড়াও কুদ্দুস পাতন-জুড়ানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

    জানা যায় যে, মণিরামপুর থানা পুলিশের একটি টিম (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে পৌরশহরের বিজয়রামপুরে ভাই ভাই রাইস মিল এন্ড চাতালে অভিযান চালিয়েছিলো ।

    এই সময়ে উপজেলা নিবাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর উপস্থিতিতে সরকারি কাবিখার ৫৪৯ বস্তা চাউল জব্দ করা হয়েছিলো। আটক করা হয়েছে, চাতাল মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাক চালক ফরিদ হাওলাদারকে। অবশ্য সেখানে চাতাল মালিক আব্দুল্লাহ আল মামুন নির্বাহী কর্মকর্তা, পুলিশ, সাংবাদিকসহ উপস্থিতিদের সামনে চাউল পাচারের ঘটনায় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), চাউল বেচাকেনার সিন্ডিকেটের সদস্য শহিদুল ইসলাম, অষ্টম দাস, জগদিশ দাস, দেবাশীষ দাসসহ জড়িত অনেক কুশিলবদের নাম এখানে প্রকাশ করে।

    এছাড়াও উপজেলা চেয়ারম্যান নাজমা খানম পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ভাগ্নে ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চুর বিরুদ্ধে চাউল পাচার সিন্ডিকেট পরিচালনার অভিযোগ তোলা হয়েছে। এর কয়েকদিন পর নাজমা খানমের বিরুদ্ধে সিন্ডিকেটে জড়িত থাকার পাল্টা অভিযোগ তোলেন উত্তম চক্রবর্তী বাচ্চু। কিন্তু পুলিশ শুধুমাত্র চাতাল মালিক মামুন এবং ট্রাকচালক ফরিদের নামে মামলা করেছিলেন।
    পুলিশ ৫ এপ্রিল মামুন এবং ফরিদকে আদালতের মাধ্যমে ২ দিনের রিমান্ডে। রিমান্ড শেষে ৭ এপ্রিল তাদেরকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা বসুর আদালতে ১৬৪ ধারা মোতাবেক মামুন এবং ফরিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
    মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানিয়েছেন, আদালতে দেওয়া জবানবন্দিতে তারা উল্লেখ করেন, চাউল পাচারের সাথে আরো জড়িত ছিলেন সিন্ডিকেট নেতা শহিদুল ইসলাম, জগদিশ দাসসহ আরো ২ জন সরকারি কর্মকর্তা। মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানিয়েছেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য ২১ এপ্রিল যশোর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিলো। অপরদিকে সরকারি চাল আটক হবার পর পরই সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কমকর্তা মনিরুজ্জামান মুন্নাকে খুলনায় বদলি করা হয়েছে।

    মামুনের স্বীকারোক্তি মোতাবেক চাউল পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ মে রাতে ডিবি পুলিশের একটি টিম পৌরশহর থেকে সিন্ডিকেট নেতা শহিদুল ইসলামকে আটক করে।

    পরে শহিদুল ইসলাম আদালতে জবানবন্দিতে উল্লেখ করেন, সরকারি চাউল পাচারের ঘটনায় তার সাথে জড়িত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু এবং পাতন-জুড়ানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস।

    প্রথম আটক চাতাল মালিক আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তি মোতবেক জড়িত সিন্ডিকেটের প্রধান আদায়কারী জুড়ানপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী জগদিশ দাসকে আটক করে ডিবি পুলিশ।

    জগদিশ আদালতে জবানবন্দিতে জানিয়েছে চাউল পাচারের সাথে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু এবং যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস জড়িত। সে সূত্র ধরে রবিবার ১২ জুলাই রাত ২ টার দিকে জুড়ানপুরের নিজ বাড়ি থেকে আব্দুল কুদ্দুসকে আটক করে ডিবি পুলিশ। এই দিকে সরকারী চাউল পাচার কান্ডে জড়িত সরকারী কর্মকর্তা ব্যতিত প্রায় সকল আসামী আটক হলেও বহাল তবিয়তে রয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। যে কোন সময় তাকেও আটক করা হতে পারে বলে সুত্র জানিয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর