Tag: যুবলীগ নেতা নিহত

  • সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

    সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পৌরসভাধীন মীরেরহাট বটতল এলাকায় ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ ইউসুফ (৩৫)। সে পৌরসভার ১নং ওয়ার্ড নুনাছড়া এলাকার গরু ব্যবসায়ী মদিন উল্লাহর পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার সময় ইউসুফ কয়েকজন সঙ্গীসহ বটতল এলাকার একটি হোটেলে বসে নাস্তা করার সময় ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় অন্যরা ভয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও ইউসুফকে তারা উপর্যুপরি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিম জানান, সন্ধ্যা সাতটার সময় ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ঘাড়ে ও পেটে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।

    সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কি কারনে এই হত্যাকাণ্ড তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না।

  • চট্টগ্রামে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

    চট্টগ্রামে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

    চট্টগ্রামের আগ্রাবাদে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুরশীদ আহম্মেদ নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

    র‌্যাব জানিয়েছে, রোববার দিবাগত রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়েছে।

    নিহত খুরশীদ আহম্মেদ (৩৬) পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি ছিলেন।

    র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, খুরশীদকে পিস্তলসহ আটক করা হয়েছিল। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সঙ্গীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়।

    নিহত যুবলীগ নেতা খুরশীদ

    সংবাদমাধ্যমকে তিনি বলেন, রাত ৯টার দিকে আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ খুরশীদ আটক হন। এ সময় তিনি তার আস্তানায় আরও অস্ত্র থাকার তথ্য দেন।

    সাফায়াত জামিল আরও বলেন, সেই তথ্য নিয়ে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সংলগ্ন এলাকায় তার আস্তানায় অভিযানে গেলে খুরশীদের লোকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়।

    গোলাগুলি শেষে খুরশীদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে ‍দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দেশে তৈরি একটি এলজি উদ্ধারের কথাও তিনি জানান।

    খুরশীদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে বলে র‌্যাবের অভিযোগ।