Tag: যুবলীগ

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ

    শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে যুব সংগঠক রাজীব হাসান রাজনের নেতৃত্ব বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগের নেতা কর্মীরা।

    শনিবার (৪ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি কদমতলী থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

     

    এতে উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবনেতা সিরাজুম মনির সাকিব, ৩০নং ওয়ার্ড মাঝিরঘাট যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, যুবলীগ নেতা সৈয়দ আসিফ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, ৩০ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন, মোঃ ইকবাল, মোঃ রফিক, মোঃ জুয়েল, মোঃ হোসেন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক যুবনেতা মিহির লাল দত্ত, শুভ্রজিৎ শিবু।

    এ সময় যুব সংগঠক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম সরকারী সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রাজিব হাসান রাজন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা।
    কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না চট্টগ্রাম মহানগর আওয়ামী যুব লীগ।

    এ সময় তিনি আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত যুবলীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।

  • প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বারৈয়ারঢালা যুবলীগের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

    প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে বারৈয়ারঢালা যুবলীগের মিছিল ও বিক্ষোভ সমাবেশ

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবং তার মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ যুবলীগ সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকালে বারৈয়ারঢালাস্থ স্কেল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে বাজারে গিয়ে শেষ হয়।

    মিছিল শেষে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নুর হোসেন, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি দিদারুল আলম, ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য দিদারুল আলম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউপি সদস্য ইমাম হোসেন রাসেল, ৫নং ওয়ার্ড সভাপতি, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক টিটু দে, ৬নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক, ইউপি সদস্য মমিন হোসেন, ২নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মোঃ কবির, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, ইউপি সদস্য রফিউজ্জামা, আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক, আনোয়ার সওদাগর রবিউল হোসেন, আব্দুল লতিফ ভুঁঁইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

  • প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে রাউজানে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে রাউজানে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ।

    শনিবার (৪ জুন) সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার মুন্সিরঘাটা চত্বর থেকে বের হয়ে জলিলনগরে এসে শেষ হয়।

    মিছিল শেষে এক প্রতিবাদ সভা উপজেলা আওয়ামীলীগের কার্যালয় সন্মুখস্থ চত্বরে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

    যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল। প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সি. নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • আজমান আওয়ামী যুবলীগের উদ্যোগে মুজিবনগর দিবস পালিত

    আজমান আওয়ামী যুবলীগের উদ্যোগে মুজিবনগর দিবস পালিত

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজমান প্রাদেশিক শাখার উদ্যোগে গতকাল রবিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল আজমান স্পাইসি হাউস রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ইউএই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ আইয়ুব আলী বাবুল সিআইপি, বিশেষ অতিথি ছিলেন ইউএই আওয়ামী লীগের উপদেষ্টা শাহ মোহাম্মদ মাকসুদ ও ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন কাউছার, অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইউএই যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইউএই কেন্দ্রীয় কমিটির প্রতিষঠাতা সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল ইসলাম।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজমান প্রাদেশিক শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা মুরশেদুল কাদের মুন্নার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রঙ্গু’র সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আজমান যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সহ-সভাপতি হাজী আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএই যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাছির উদ্দিন, শারজাহ্ যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুল সিআপি, আজমান সেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি সরওয়ার আলম।

    এসময় আরো অন্যানদের মাঝে বক্তব্য রাখেন ফুজিরা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, দুবাই যুবলীগের সাধারণ সম্পাদক জাহেদ করিম চৌধুরী, শারজাহ্ যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শারজাহ্ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুনিরুল ইসলাম, উম্মুল কোয়াইন যুবলীগের যুগ্ম আহবায়ক মৌলানা ওমর ফারুক, রাস আল খাইমা যুবলীগের সহ সভাপতি মুহাম্মদ জামাল, সহ সভাপতি মুজিবুর রহমান, ফুজিরা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল বারী, আজমান যুবলীগের সহ সভাপতি এম এ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ দরবেশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আলমগীর, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ দাউদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ওমর আলী, যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইছমাঈল, সদস্য মুহাম্মদ শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

    শুরুতেই আজমান যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম পবিত্র কুরআন তেলোয়াত করেন। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ওমর ফারুক।

  • বোয়ালখালী যুবলীগ থেকে সম্পাদক ওসমানকে অব্যাহতি

    বোয়ালখালী যুবলীগ থেকে সম্পাদক ওসমানকে অব্যাহতি

    আওয়ামী যুবলীগ বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মো.ওসমান গনিকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

    গতকাল রবিবার (৯ জানুয়ারি) দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম.টিপু সুলতান ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জানুয়ারি অনুষ্ঠিত উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনসুর আহাম্মদের অভিযোগের প্রেক্ষিতে, নির্বাচনে সংগঠনের নিদের্শনা পরিপন্থী কার্যকলাপ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মো. ওসমান গনিকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।

    ৭ দিনের মধ্যে এ অভিযোগের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাকে চূড়ান্ত অব্যাহতি ও বহিস্কার হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েম কবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

    বোয়ালখালী যুবলীগ সাধারণ সম্পাদক মো.ওসমান গনি বলেন, ‘আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পরিবারের সাথে আমার পরিবার বিরোধ দীর্ঘদিনের।

    ওই পরিবার আমার পিতাকে হত্যা করেছিলো। এনিয়ে অপহরণসহ ৪টি মামলা রয়েছে। তাদের সাথে আপোষের কোনো সুযোগ নেই।’

    তিনি আরো বলেন, ‘জনবিচ্ছিন্ন ও বির্তকিত প্রার্থী দেওয়ায় নৌকার পরাজয় হয়েছে। আমাকে সংগঠন থেকে অব্যাহিত দেওয়ার যে সিদান্ত নেওয়া হয়েছে তা দূরভী সন্দেহমূলক। আমি রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছি।’

  • সীতাকুণ্ডের আলী শাহ আরব আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

    সীতাকুণ্ডের আলী শাহ আরব আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

    সীতাকুণ্ড প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া নিবাসী সুলতান মোহাম্মদ আলী শাহ।

    সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েল এ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    আলী শাহ প্রবাসে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও যুক্ত হয়ে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন।

    সুলতান মোহাম্মদ আলী শাহকে আরব আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রবাসে থেকেও বঙ্গবন্ধুর আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাপকভাবে প্রচার করতে কাজ করে যাবো।

    ২৪ ঘণ্টা/দুলু

     

  • যুবলীগকে একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    যুবলীগকে একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেছেন, আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না।

    প্রধানমন্ত্রী বলেন, ‘যুবলীগের নেতা-কর্মীদের বলবো জাতির পিতার আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে তাহলে সেই রাজনীতিতে টিকে থাকে।’

    ‘কিন্তু যে রাজনীতি করতে গিয়ে লোভের বসবর্তী হয়, অর্থ-সম্পদ যাদের কাছে বড় হয়ে যায়, তারা কিন্তু বেশিদিন টিকতে পারে না, এটা বাস্তবতা,’ যোগ করেন তিনি।

    প্রধানমন্ত্রী এ সম্পর্কে আরো বলেন, সংগঠনকে শক্তিশালী করে আদর্শ ভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সবসময় মনে রাখতে হবে, আমাদের রাজনীতি যাতে দেশের মানুষের কল্যাণের জন্য হয়, কারণ সেটিই সঠিক রাজনীতি।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

    তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করতে এসে যারা ভাগ্য তৈরি করতে লেগে পড়ে তারা কিছু টাকা পয়সা করতে পারলেও পরে তাদের আর কোন অস্তিত্ব থাকে না- এটাই প্রমাণিত সত্য।

    তিনি বলেন, ’৭৫ পরবর্তী ক্ষমতা দখলকারীরা ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে নেয়াতে মুষ্টিমেয় কিছু লোকের ভাগ্যের বদল করতে পারলেও দেশ ও জনগণের কোন কল্যাণ বয়ে আনতে পারেনি। তাই, আজকে জনগণের কাছে তাদের কোন স্থান নেই, এই স্থান আসলে থাকে না।

    এই উপমহাদের প্রাচীন সংগঠন আওয়ামী লীগ জাতির পিতার আদর্শ নিয়ে চলাতেই আজ পর্যন্ত টিকে রয়েছে উল্লেখ করে যুবলীগ নেতা-কর্মীদের তিনি বলেন, ‘যুবলীগকে আমি বলবো, জাতির পিতার সেই আদর্শকে বুকে নিয়েই সংগঠন করতে হবে। তাহলেই এদেশের তরুণ সমাজের জন্য কাজ করা যাবে। কারণ, তারুণ্যই হচ্ছে কাজের সময়। ’

    তিনি বলেন, ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি,’ এইটি যে কারণে আমাদের নির্বাচনী ইশতেহারের বক্তব্য।

    সাবেক যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, দলের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি এবং হারুনুর রশীদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল সঞ্চালনা করেন।

    প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিএনপি’র রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, ২ হাজার কোটি টাকা থাকলে কেউ কোনদিন তাদের ক্ষমতা থেকে সরাতে পারবে না বলে তারা ভেবেছিল। কিন্তু তাদেরকেও সরে যেতে হয়েছে।

    তিনি বলেন, ‘খালেদা জিয়া বড়াই করে আমার কথাই বলেছিলেন-শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা কোনদিন বিরোধীদলের নেতাও হতে পারবে না। তার কথাটি তার বেলাতেই ফলে গেছে। হাজার হাজার কোটি টাকা তার ছেলেকে (তারেক রহমান) নিয়ে বানিয়েও কিছু করতে পারেনি।’
    ‘একইভাবে আওয়ামী লীগ একশ’ বছরেও ক্ষমতায় আসতে পারবে না- এটাও তার (খালেদা জিয়া) ঘোষণা ছিল। আল্লাহর রহমতে শত্রুর মুখে ছাই দিয়ে আওয়ামী লীগ প্রথমবার ৫ বছর আর এর পরে টানা ১২ বছর ক্ষমতায় আছে বলেই জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।

    তিনি এ সময় বার বার ভোটে নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেন।
    জাতির পিতার নির্দেশে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে যুবসমাজকে কাজে লাগানোর জন্য ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবলীগ প্রতিষ্ঠিত হয়। ’৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা এবং তাঁর পরিবারের সঙ্গে হত্যাকান্ডের শিকার শেখ ফজলুল হক মনি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি। করোনার কারণে এবার যথাসময়ে এই অনুষ্ঠান হতে পারেনি।

    এদেশে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত সবসময়ই চলেছে এবং এদেশের তথাকথিত সুবিধাবাদী শ্রেনী তখন এবং পরবর্তীতেও তাদের অজানা কারণে সহযোগিতা করে গেছে, বলেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধকালীন যারা বিরোধিতা করেছে, হানাদারদের তোষামোদী করেছে, তাদের হাতে মা-বোনদের তুলে দিয়েছে, রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী গড়ে তুলেছে এবং এদেশের মুক্তিযুদ্ধে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল তাদের ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি। যেসব আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতায় বিশ^াস করেনি তাদের এই চক্রান্ত অব্যাহত ছিল।

    প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্য হলো এদেশের কিছু মানুষ তারা তখনো এটা উপলদ্ধি করতে পারেনি। অথচ যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার সময় জাতির পিতা কেবল মানুষ আর জমি পেয়েছিলেন আর কিছুই যুদ্ধে অবশিষ্ট ছিল না। সেই দেশ পুনর্গঠনকালে কিছু লোক নানা সমালোচনা, বদনাম করা, অপপ্রচার চালাতে শুরু করে।’
    ‘এত কিছু করেও বাঙালির মন থেকে জাতির পিতাকে মোছা যায়নি,’ বলেন তিনি।

    বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী ফারুক এবং রশিদের বিবিসিতে প্রদত্ত সাক্ষাৎকারে একটি স্বীকারোক্তিরও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তারা বলেছিল, ‘মুজিব এত জনপ্রিয় ছিল যে শত চেষ্টা করেও তাঁকে মানুষের মন থেকে মুছতে পারেনি তাই তাঁকে হত্যা করেছিল।’

    প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রতিটি সময়ে তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়েছে বা কোন দুর্যোগ এসেছে যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রতিটি সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে যুবলীগ। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা বুকের রক্ত ঢেলে দিয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

    স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ যুবলীগের সদস্য শহীদ নূর হোসেন, বাবুল, ফাত্তাহসহ অগণিত শহীদ তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন।

    স্মৃতিরোমন্থন করে ‘গণতন্ত্র মুক্তি পাক/ স্বৈরাচার নিপাত যাক/’বুকে-পিঠে লিখে মিছিলে যোগদারকারি জীবন্ত পোষ্টার নূর হোসেনের কথা প্রসঙ্গে তিনি বলেন,‘আমি তাঁকে সাবধান করেছিলাম, শার্টটা কোমরে বেঁধে আমার কাছে এসে সে শুধু বলেছিল আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন আপা আমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেব।’

    ‘আমি বলেছিলাম আমি শহীদ চাই না, গাজী চাই শার্টটা পর- তোমাকে কিন্তু গুলি করবে,’ বলেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পরেই চারদিকে বোমা ও গুলির আওয়াজ। তাঁর গাড়ি লক্ষ্য করেও গুলি করা হয়েছিল, বলেন প্রধানমন্ত্রী।

    অনেক সংগ্রামের মধ্যদিয়েই তাঁর দল আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর মাধ্যমে দেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেই কঠিন পথ আমরা পার হতে পেরছি বলেই জনগণের জন্য কাজ করত পেরেছি এবং আজকে তাঁদের পাশে দাঁড়াতে পেরেছি।

  • ত্যাগ আর নির্মোহ রাজনীতির জন্য যতন ত্রিপুরা’র স্থান অপূরণীয়

    ত্যাগ আর নির্মোহ রাজনীতির জন্য যতন ত্রিপুরা’র স্থান অপূরণীয়

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা’র স্মরণে শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    জেলা যুবলীগের সহ-সভাপতি মোমিনুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রয়াত যতন ত্রিপুরা’র আত্মার শান্তি ও মঙ্গল কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

    সভায় বক্তারা বলেন, খাগড়াছড়ির আওয়ামী রাজনীতিতে যে কজন মানুষ সাহস-ত্যাগ আর নির্মোহতার কারণে নির্ভীক নেতায় পরিণত হয়েছেন; প্রয়াত জেলা যুবলীগ সভাপতি যতন ত্রিপুরা তাঁর মধ্যে অন্যতম। বিগত ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ‘বিএনপি-জামাত’ দু:শাসন আমলে খাগড়াছড়িতে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই কালো সময়ে খেয়ে না খেয়ে জীবনবাজি রেখে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে খাগড়াছড়িতে সমুন্নত রাখতে যতন ত্রিপুরা অকুতোভয় ভূমিকা নিয়েছিলেন।

    প্রয়াত যতন কুমার ত্রিপুরা’র অসাম্প্রদায়িক চিন্তা চর্চার কারণে ‘পাহাড়ি-বাঙালি’ সকল মানুষের কাছে তাঁর ভিন্নরকম একটা গ্রহণযোগ্যতা ছিল।

    সভায় জেলা আওয়ামীলীগ’র সিনিয়র সহ-সভাপতি- বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সহ-সভাপতি তপন কান্তি দে, জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও জেলা আওয়ামী যুবলীগ’র সা: সম্পাদক কে এম ইসমাইল।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা’র মৃত্যু: সর্বমহলে শোকের ছায়া

    খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা’র মৃত্যু: সর্বমহলে শোকের ছায়া

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা শনিবার সকাল সাড়ে নয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পঞ্চাশোর্ধ এই যুবনেতা মৃত্যুকালে এক কন্যা-স্ত্রীসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

    যতন ত্রিপুরা’র মৃত্যু সংবাদে খাগড়াছড়ির সকল মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মরদেহ জেলা শহরের খাগড়াপুরস্থ বাসভবনে নিয়ে আসলে রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা ছুটে যান। নিজবাড়িতে এবং দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

    তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্ষীয়াণ রাজনীতিক-বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক-এর সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় নির্বাহী পরিষদ সদস্য কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি সাংবাদিক নুরুল আজম, মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সৈকত দেওয়ান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা ও সা: সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতি’র সা: সম্পাদক এস. অনন্ত ত্রিপুরা এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন-এর সা: সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

    উল্লেখ্য, জেলার মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত সাপমারা এলাকার সত্তর দশকের শুরুর দিকে জন্ম নেয়া যতন কুমার ত্রিপুরা ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

    বিগত ২০০১ থেকে ২০০৫ সালে ‘বিএনপি-জামাত’ শাসনামলে জেল-জুলুম ও নির্যাতনের মুখোমুখি হন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাত

    যুবলীগ নেতা আদিত্য নন্দীকে ছুরিকাঘাত

    চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে অংশ নিতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী।

    রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।

    তিনি বলেন, ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় নির্বাচনী গণসংযোগে যুবলীগ নেতা আদিত্য নন্দী ছুরিকাঘাতে আহত হন। যুবলীগের মিছিল শুরুর আগে দু’পক্ষের কথাকাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

    প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • যুবলীগের সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টন

    যুবলীগের সাংগঠনিক বিভাগের দায়িত্ব বণ্টন

    যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নিতে এবার দায়িত্ব বণ্টন করা হয়েছে নেতাদের মধ্যে।

    মঙ্গলবার রাতে আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস পরবর্তীতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। পরে যুবলীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের প্রেসিডিয়াম সদস্যদের প্রথম ভার্চুয়ালি সভায় এই দায়িত্ব বণ্টন করা হয় এবং বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, ডা. খালেদ শওকত আলী, এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, মো. এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জুয়েল আরেং এমপি, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন ও এম শাহাদাত হোসেন তসলিম।

    বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভার আনুষ্ঠানিক বক্তব্য প্রদান-পরবর্তীতে সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য প্রদান করেন।

    দীর্ঘ আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হচ্ছে সাংগঠনিক দায়িত্ব বণ্টন। ৯টি সাংগঠনিক বিভাগের জন্য ৯ জন সাংগঠনিক সম্পাদকবৃন্দের মাঝে দায়িত্ব বণ্টন করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদকদের সাংগঠনিক সম্পাদকদের সাথে দু’টি করে বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

    যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দের দায়িত্বপ্রাপ্ত বিভাগসমূহ : বরিশাল বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক, সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, রাজশাহী বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ বিভাগ: যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, চট্টগ্রাম উত্তর বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, ঢাকা উত্তর বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলাম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, রংপুর বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, ঢাকা দক্ষিণ বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহিদুল হক রাসেল, খুলনা বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগ, সিলেট বিভাগ : যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. রেজাউল কবির।

    যুবলীগ চেয়ারম্যানের এ সংক্রান্ত বিষয়ের উপর প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ প্রস্তাব উত্থাপন করে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে চলেছে। মানুষের মাথাপিছু আয় ক্রমান্বয়ে বাড়ছে, জীবন- যাত্রার মান বাড়ছে। এই সময়ে নির্বাহী সদস্যদের মাসিক চাঁদার পরিমাণ হওয়া উচিত ২০০০ টাকা এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের চাঁদার পরিমাণ হওয়া উচিত ১০০০ টাকা।

    যদি কোনো নির্বাহী সদস্য/কেন্দ্রীয় কমিটির সদস্য এককালীন বাৎসরিক/ষান্মাসিক/ত্রৈমাসিক চাঁদার অর্থ অগ্রীম পরিশোধ করতে চান, সেই সুযোগ সদস্যদের জন্য রাখা উচিত এবং সদস্যদের মাসিক চাঁদা ক্যাশ/মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস/ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করার সুযোগ রাখতে হবে। প্রস্তাবের পক্ষে সমর্থন জানান প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন। নীতি নির্ধারণী সভার সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে প্রস্তাবের পক্ষে মত দেন।

    বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন সংক্রান্ত কর্মসূচি প্রণয়ন কমিটি : ১) প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ২) প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ৩) সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, ৪) উপ- ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, ৫) সহ-সম্পাদক নাজমুল হুদা চৌধুরী ওয়ারেসী চঞ্চল আগামী এক মাসের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচির তালিকা দিতে হবে।

    এছাড়া যুবলীগের উদ্যোগে প্রকাশনা, পুস্তিকা, বুকলেট প্রকাশের জন্য একটি কমিটিও প্রস্তুত করা হয়।

    প্রকাশনা প্রকাশ সংক্রান্ত কমিটি : ১) প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, ২) গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, ৩) উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নবিরুজ্জামান বাবু। উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে বিভিন্ন ধরনের প্রকাশনা প্রকাশের রূপরেখা জমা দিতে বলা হয়েছে।

    যুবলীগের নীতি নির্ধারণী সভায় একটি বাজেট প্রণয়ন কমিটি গঠন করা হয়। বাজেট প্রণয়ন কমিটি : ১) প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম, ২) অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, ৩) উপ-অর্থ সম্পাদক শরিফুল ইসলাম দুর্জয়, ৪) সহ-সম্পাদক আজিজুর রহমান সরকার, ৫) নির্বাহী সদস্য ড. আশিকুর রহমান শান্ত। উপর্যুক্ত কর্মকর্তাবৃন্দ বাজেট প্রণয়নে সরকারি রীতি-নীতি অনুসরণপূর্বক আগামী দুই মাসের মধ্যে খসড়া বাজেট প্রণয়ন করবেন।

  • মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি রানা,সাধারণ সম্পাদক খলিল

    মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি রানা,সাধারণ সম্পাদক খলিল

    অবশেষে দীর্ঘ আট বছর  বহুল প্রতীক্ষিত মিরসরাই উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন মো. মাইনুর ইসলাম রানা ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া।

    রোববার (৬ ডিসেম্বর) উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন ও সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম কমিটি অনুমোদন করেছেন।

    এই কমিটিতে সহ সভাপতি করা হয়েছে তিন জনকে। তারা হলেন- শেখ আব্দুল আউয়াল তুহিন, মো. আশরাফুল কামাল মিঠু ও রাসেল ইকবাল চৌধুরী।

    অন্যদিকে একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফরহাদ হোসেন। ফরহাদ সদ্য বিলুপ্ত হওয়া মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

    আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উত্তর জেলার সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে নতুন নেতৃত্ব পাওয়া ৬ জনকে।

    দীর্ঘ দিন পর গত ২৮ নভেম্বর মিরসরাইয়ের মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। সেই অনুষ্ঠানে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত নেয়া হলেও কমিটি ঘোষনা দেয়া হয়নি।

    সম্মেলনের ৯দিন পর ঘোষনা করা হলো এই কমিটি।