Tag: যুব বিশ্বকাপ

  • বিশ্বকাপ জিততে যুবাদের লক্ষ্য ১৭৮ রান

    বিশ্বকাপ জিততে যুবাদের লক্ষ্য ১৭৮ রান

    দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে যুব বিশ্বকাপের ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শরিফুল-অভষেকদের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে মাত্র ১৭৭ রানে অল আউট করেছে বাংলাদেশ যুব দল। ফলে প্রথমবারের মত কোন বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১৭৮ রান।

    টসে জিতে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই বাংলাদেশি পেসার শরি ও সাকিব। প্রথম ৬ ওভারে ফেন মাত্র ৮ রান। এরপর নিজের প্রথম ওভারে এসেই উইকেট তুলে নেন ফাইনালে একাদশে আসা অভিশেক দাস। ফিরিয়ে দেন ভয়ঙ্কর সাক্সেনাকে।

    তবে জেসওয়াল ও তিলাক ভার্মার ৯৬ রানের জুটিতে ম্যাচে ফেরার প্রয়াস চালায় ভারত। তবে নিজের দ্বিতীয় স্পেলে এসে তিলাক ভার্মাকে ৩৮ রানে ফিরিয়ে দেন সাকিব। ফলে আবারও চাপে পড়ে ভারত। এর দুই ওভার পরেই ভারতীয় শিবরে আঘাত হানেন রকিবুল। ভারতীয় অধিনায়ক প্রিয়াম গার্গকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি।

    তবে দুর্দান্ত খেলে ভারতের ইনিংস একাই টেনে নিয়ে যাচ্ছিলেন জেসওয়াল। দারুণ খেলে তুলে নেন নিজের অর্ধশতক৷ এগিয়ে যাচ্ছিলেন নিজেত শতকের দিকে। তবে ব্যক্তিগত ৮৮ রান করে শরিফুলের দুর্দান্ত এক ডেলিভারিতে ফিরে যান তিনি। এরপরের বলেই উইকেটে আসা ভিরকে ০ রানে ফিরিয়ে ভারতকে আবার ব্যাকফুটে ঠেলে দেন শরিফুল।

    এরপরের ওভারেই দুর্দান্ত ফিল্ডিংয়ে সেট ব্যাটসম্যান জুরেলকে রান আউটের ফাদে ফেলে ফিরিয়ে দেয় বাংলাদেশ।

    যুব বিশ্বকাপ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টানা ৯ ম্যাচ জিতে নিজেদের টানা জয়ের রেকর্ড নতুন করে লিখেছেন আকবর আলি-মাহমুদুল হাসান জয়রা।

    অন্যদিকে ভারত তাদের শেষ ১৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। চলতি টুর্নামেন্টে তারাও বাংলাদেশের মতোই অপরাজিত। যে কারণে, শিরোপা জেতার জন্য টাইগারদের সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে খেলতে হবে তাদের।

    ফাইনালে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় দলে এসেছেন পেসার অভিষেক দাস।

    বাংলাদেশ একাদশ:
    তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলি, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম।

    ভারত একাদশ:
    ইয়াসভাসি জেসওয়াল, দিবায়ানস সাক্সেনা, তিলাক ভার্মা, প্রিয়াম গার্গ, ধ্রুব জুরেল, সিদ্ধেশ ভির, অথর্ব অঙ্কলেকার, আকাশ সিং, কার্তিক তিয়াগি, রভি বিষ্ণুই, শাস্বত রাওয়াত

  • বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে আকবর বাহিনী

    বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে আকবর বাহিনী

    যুব বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। স্বপ্নের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

    দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে (০৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ফাইনাল।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের যুবাদের হারিয়ে জুনিয়র টাইগাররা ফাইনালে পৌঁছে। তবে এই ম্যাচ নিয়ে বিশেষ কিছু না ভেবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যাবে আকবর আলীরা।

    যুব বিশ্বকাপ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টানা ৯ ম্যাচ জিতে নিজেদের টানা জয়ের রেকর্ড নতুন করে লিখেছেন আকবর আলি-মাহমুদুল হাসান জয়রা।

    অন্যদিকে ভারত তাদের শেষ ১৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। চলতি টুর্নামেন্টে তারাও বাংলাদেশের মতোই অপরাজিত। যে কারণে, শিরোপা জেতার জন্য টাইগারদের সামর্থ্যের শেষ বিন্দুটুকু দিয়ে খেলতে হবে তাদের।

    যুব অধিনায়ক আকবর ফাইনাল প্রসঙ্গে বলেন, ‘আমাদের ফাইনাল ম্যাচ জিততেই হবে বা বিশ্বকাপ নিতেই হবে- এরকম চিন্তা করলে হয়তো চাপ কাজ করবে। আমরা চেষ্টা করছি- পুরো টুর্নামেন্ট যেভাবে প্রতিটি ম্যাচকে নরমাল গেম হিসেবে নিয়েছি, ফাইনালটাকেও সেভাবে নরমাল গেম হিসেবেই নেওয়ার চেষ্টা করবো।’

    আকবর বলেন, ‘ভারত দুর্দান্ত একটি দল। তাদের ব্যাটিং-বোলিং দুটো ডিপার্টমেন্টই খুব ভালো। টুর্নামেন্টে অপরাজিত রয়েছে, আমরাও অপরাজিত রয়েছি। আশা রাখি ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে।’ নিজেদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে অধিনায়ক বলেন, ‘আমরা তাদের নিয়ে যে পরিকল্পনাগুলো সাজিয়েছি সেগুলো যদি মাঠে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

    নিজের দলের উপর যথেষ্ট আস্থা আছে আকবরের। এবার শুধু তাই মাঠের লড়াইয়ের অপেক্ষা।

    তিনি বলেন, ‘যদি আমাদের দলের কথা বলি, ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ভালো। টপ অর্ডাররা রানে আছে, বোলাররা উইকেট নিচ্ছে, ভালো ইকোনোমিতে বলও করছে।’ ভারতের বিপক্ষে একই প্রয়োগ ঘটাতে করতে পারলে ফল পক্ষে আসবে বলে আশাবাদ আকবরের।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

    তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলি, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম।

  • জয়ের সেঞ্চুরিতে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    জয়ের সেঞ্চুরিতে যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    প্রথমবারের মত কোনো বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতিহাস রচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের যুবারা। টাইগারদের জয়ে মূল অবদান ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের।

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পচেফস্ট্রুমে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২১১ রান। শুরুতে কিউইদের দারুণভাবে চেপে ধরলেও শেষদিকে বেকহাম হুইলার গ্রিনঅলের দৃঢ়চেতা ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ জড়ো করে কিউইরা।

    দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান আসে গ্রিনঅলের ব্যাট থেকে। ৮৩ বলের মোকাবেলায় ৫টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে এই ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এছাড়া নিকোলাস লিডস্টোন ৪৪ ও ফার্গুস লেলম্যান ২৪ রান করেন।

    বাংলাদেশের পক্ষে পেসার শরিফুল ইসলাম ৩টি উইকেট শিকার করেন। এছাড়া দুই স্পিনার শামিম হোসেন ও হাসান মুরাদ ২টি করে এবং আলোচিত স্পিনার রকিবুল হাসান ১টি উইকেট শিকার করেন।

    জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৩ রানেই তানজিদ হাসান তামিমকে (৯ বলে ৩) হারায় বাংলাদেশের যুবারা। ওয়ান ডাউনে নামা মাহমুদুল হাসান জয়কে দর্শক হিসেবে রেখেই বিদায় নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন (২৯ বলে ১৪)। ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে দল চাপে পড়ে গেলে খোলস ছেড়ে বেরিয়ে আসেন মাহমুদুল। কিউই বোলারদের ভোগানোর পাশাপাশি আগলে রাখছিলেন দলকেও।

    তৌহিদ হৃদয়ের সাথে তৃতীয় উইকেটে গড়েন ৬৮ রানের পার্টনারশিপ। জুটি ভাঙে হৃদয় ৪৭ বলে ৪০ রান (৪টি চার) করে বিদায় নিলে। তবে শাহাদাত হোসেনের ধৈর্যশীল ব্যাটিং দারুণ সঙ্গ দেয় মাহমুদুলকে। শাহাদাতের সঙ্গ পেয়ে শতক তুলে নিতে ভুল করেননি মাহমুদুল।

    তবে ম্যাচ জয়ের নায়ক দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। দলীয় ২০১ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ১২৭ বলের মোকাবেলায় ১০০ রান করেন ১৩টি চারের সাহায্যে। শাহাদাতের সাথে তার ১০১ রানের জুটি ভাঙলেও শাহাদাত অধিনায়ক আকবর আলীকে সঙ্গে নিয়ে দ্রুত জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। শাহাদাত ৫১ বলে ৪০ ও আকবর ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ জয় পায় ৩৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই।

    নিউজিল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট শিকার করেন ক্রিশ্চিয়ান ক্লার্ক, ডেভিড হ্যানকক ও আদিত্য অশোক।

    ৯ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

    দ্বিতীয় সেমিফাইনাল, সংক্ষিপ্ত স্কোর

    টস: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

    নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২১১/৮ (৫০ ওভার)
    গ্রিনঅল ৭৫*, লিডস্টোন ৪৪, লেলম্যান ২৪
    শরিফুল ১০-২-৪৫-৩, শামিম ৬-১-৩১-২, মুরাদ ১০-১-৩৪-২, রকিবুল ১০-১-৩৫-১

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২১২/৪ (৪৪.১ ওভার)
    মাহমুদুল ১০০*, হৃদয় ৪০, শাহাদাত ৪০*, ইমন ১৪, আকবর ৫*, তামিম ৩
    হ্যানকক ৭-০-৩১-১, ক্লার্ক ৯-০-৩৭-১

    ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।