Tag: রক্তের দাগ

  • সীতাকুণ্ডে রক্তের দাগ শুকানোর আগেই ফের লরী চাপা : এবার প্রাণ গেল নারীর

    সীতাকুণ্ডে রক্তের দাগ শুকানোর আগেই ফের লরী চাপা : এবার প্রাণ গেল নারীর

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের মহাসড়কে ব্যাংক কর্মকর্তা ও দুই মেয়ের তরতাজার রক্তের দাগ শুকানোর আগেই ফের লরী চাপায় প্রাণ হারিয়েছে এক পথচারি নারী। 

    রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঘাতক লরীর ধাক্কায় সড়কের সাথে মিশে গেছে পথচারি আম্বিয়া খাতুন (৬৫)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আরো খবর : একই পরিবারের ৩ জন নিহত

    নিহত আম্বিয়া খাতুন ফকিরহাট এলাকার বাসিন্দা মৃত নুর আহমদ এর স্ত্রী। বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন ফৌজদারহাট ট্রাফিক পুলিশ সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সন্ধ্যা সাতটার দিকে মহিলাটি রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরি ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং লরিসহ ড্রাইভারকে আটক করে।

    মাত্র একদিন আগে শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় ফৌজদারহাটস্থ বাংলা বাজারের বন্দর বাইপাস মোড়ের মহাসড়কে বান্দরবান থেকে বেড়িয়ে ঢাকার উদ্যেশে ফেরার পথে নিজের প্রাইভেট কারের সাথে লরীর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক সাইফুজ্জান মিন্টু ও তার দুই মেয়ে।ব্যাংক কর্মকর্তার পরিবার

    হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নিহত ব্যাংক কর্মকর্তা মিন্টুর স্ত্রী কণিকা বেগম ও একমাত্র শিশু পুত্র মন্টিও। তিলে তিলে গড়ে তোলা সারা জীবনের স্বপ্ন এক নিমিষেই নিবে দিলো ঘাতক লরী। আরো খবর : আর কত সাজানো সংসার এভাবে শেষ হয়ে যাবে