Tag: রজত জয়ন্তী উৎসব

  • সীতাকুণ্ডে আলম-সফি স্কুলের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব

    সীতাকুণ্ডে আলম-সফি স্কুলের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব

    সীতাকুণ্ড প্রতিনিধি : “আলম-সফি‘রা ছিলেন বলে শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চল গ্রামে গ্রামে ছড়িয়েছে। আজ এই স্কুলে পড়ালেখা শেষ করে শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে।

    তৎকালীন সময়ে সমাজে এসকল বিত্তবানরা শিক্ষার আলো ছড়ানোর জন্য জমি,পয়সা ও শ্রম দিয়ে স্কুল,কলেজ,মাদ্রাসা প্রতিষ্ঠান করেছিলেন।

    আজ এসকল গুনীজন চোখে পড়ে না। তাই স্কুল,কলেজ ও মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে গুরুত্ব সহকারে মূল্যায়ন করতে হবে।
    মুল্যায়ন কম হলে গুনীজন সৃষ্টি হবে না।

    রজত-জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক ও স্কুলের সাবেক শিক্ষার্থী ফজলে এলাহী পায়েলের সভাপতিত্বে শনিবার (২৯ ফেব্রুয়ারি) তিনব্যাপি এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা
    আওয়ামীলীগের সভাপতি আবদুল্ল্যাহ আল বাকের ভুইয়া।

    উদযাপন আহবায়ক কমিটির সদস্য সচিব মো.আমজাদ হোসেনের পরিচালনায় ও যুগ্ম মআহবায়ক সাইফ-উল-আলম পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক(অবঃ)সফিউল আলম।

    বিশেষ অতিথি ছিলেন,নারী নেত্রী সুরাইয়া বাকের, বিদ্যালয়ের দাতার পুত্র ও ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামাল উল্ল্যাহ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় যুগ্ন মহাসচিব এস.এম গোলাম খালেক, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৗেধুরী ,সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী,নাছির উদ্দিন অনিক, স্কুলের সাবেক প্রধান শিক্ষকগণ রতন মিত্র,আবু ইউসুফ রিপন,বর্তমান প্রধান শিক্ষক জাহাঙ্গীর ভুইয়া, সাবেক সহকারি শিক্ষক দুলাল দে, পৌর কাউন্সিলর মাসুদুল আলম, জেসমিন আক্তার,অভিভাবক প্রতিনিধি জাহেদুল কবির, নুরুল ইসলাম (পিপিএম),ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম,ক্যাপ্টেন আয়ুব আলী।

    বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক ইকবাল হোসেন টিপু, সাবেক শিক্ষার্থী সিরাজুল ইসলাম সজিব,তানভীর ইসলাম, পঞ্চম শ্রেণীর ছাত্রী মালিহা ইবনাত,চতুর্থ শ্রেণীর ছাত্রী তাছনিয়া ইলাহী।

    দাতা মরহুম আলহাজ্ব নুরুল সওদাগরের শোক প্রস্তাব পাঠ করেন তাসফিয়া সুলতানা ভুইয়া। অনুষ্ঠান শেষে সাবেক ও বর্তমান শিক্ষক ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।