Tag: রফিকুল আলম

  • খাগড়াছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা

    খাগড়াছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পৌরসভার নির্বাচন চলাকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভাংচুর, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক মেয়র রফিকুল আলমসহ তাঁর সমর্থকদের বিরুদ্ধে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদর থানায় মামলা গুলো গ্রহণের কথা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ রশীদ।

    মামলার এজাহারে, গত ১৬ জানুয়ারী দুপুরে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের নির্দেশে পৌরসভার ৬নং ওয়ার্ডের শালবন ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাংচুর করা হয়। এছাড়া ভোট কেন্দ্রে আসা ভোটার ও আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীদের ভয়-ভীতি প্রদর্শন এবং মহিলাদের শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ করা হয়েছে।

    খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. মতি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাব্বি ও জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মেহেরুন নেছা মামলাগুলো দায়ের করেন।

    খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ রশীদ জানান, সাবেক মেয়র রফিকুল আলমকে তিনটি মামলায় অন্যতম আসামী করে একাধিক ব্যক্তির বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারী খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে শালবনের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী রফিকুল আলমের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

  • খাগড়াছড়িকে ‘আধুনিক নগরী’ হিশেবে গড়ে তুলতে চান বর্তমান মেয়র রফিকুল

    খাগড়াছড়িকে ‘আধুনিক নগরী’ হিশেবে গড়ে তুলতে চান বর্তমান মেয়র রফিকুল

    খাগড়াছড়ি প্রতিনিধি : অসমাপ্ত কাজ শেষ করে পরিবেশবান্ধব, যানজট মুক্ত এবংং পরিচ্ছন্ন পর্যটন নগরী গড়তে চান, খাগড়াছড়ি পৌরসভার দু’বারের মেয়র এবং এবার আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ রফিকুল আলম।

    পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হলে সুপরিসর সড়ক-বাণিজ্যিক-আবাসন অবকাঠামো ব্যবস্থাপনার মাধ্যমে খাগড়াছড়ি শহর ‘আধুনিক নগরী’-তে পরিণত হবার দ্বারপ্রান্তে। ১৬ জানুয়ারির নির্বাচনে যিনিই জিতে আসবেন, তাঁর পক্ষে পৌরসভা পরিচালনা অনেক সহজ হবে।

    শুক্রবার সকালে পানখাইয়া পাড়ায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

    তিনি বলেন, খাগড়াছড়ি পৌরসভা জরাজীর্ণ প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে উন্নয়নমুখী একটি প্রতিষ্ঠানের সক্ষমতা অর্জন করেছে। পরিকল্পিত আধুনিক শহর করতে মাস্টার প্ল্যান অনুযায়ী উন্নয়ন কাজ চলছে।

    অন্য প্রার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, পৌর কর আদায়ের হার নিম্নে ৭৫ ভাগের নিচে হলে পৌর পরিষদ বাতিল হয়। তাই বার্ষিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করেই কর নির্ধারণ করতে হয়। দেশী বিদেশী সকল প্রতিষ্ঠান প্রকল্প দেয়ার আগে পৌরসভার কর আদায়কে গুরুত্ব দেয়।

    ইভিএম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশংকা রয়েছে জানিয়ে প্রশাসনকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজনের অনুরোধ জানান তিনি।

    এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হোসেন আহম্মদ চৌধুরী, এডভোকেট আকতার উদ্দিন মামুন, তাজুল ইসলাম বাদল এবং আবদুল মোমিন উপস্থিত ছিলেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী

  • খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রফিকুল আলম

    খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী রফিকুল আলম

    খাগড়াছড়ি প্রতিনিধি : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, বর্তমান মেয়র মো: রফিকুল আলম।

    এর আগে গত ১৮ ডিসেম্বর (শুক্রবার) রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলের মেয়র প্রার্থী হিশেবে জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী’র নাম ঘোষণা করা হয়।

    এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান মেয়রের বিদ্রোহী প্রার্থী হবার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেন্দ্রের কাছে জেলা আওয়ামীলীগের প্রেরিত প্রস্তাবিত প্রার্থী তালিকায় মেয়র রফিকের নামও ছিল।

    মেয়র রফিকুল আলম নিজেই শনিবার বিকেলে টেলিফোনে সাংবাদিকদের কাছে মেয়র প্রার্থী হবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘আগামীকাল(২০ ডিসেম্বর) রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবো।

    খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সদস্য মো: রফিকুল আলম জানান, তিনি জেলা আওয়ামীলীগের কাছে দলীয় মনেনানয়ন পেতে আবেদন করেননি। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ডেকে নিয়ে দলীয় প্রার্থী হিসেবে প্যানেলে নাম দিয়েছিলেন। তাই তিনি, দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন মাত্র। পৌরবাসীদের অনুরোধে অতীতের মত এবারও তিনি নাগরিক কমিটির ব্যানারেই এ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।

    পৌর আওয়ামীলীগের সভাপতি মো: জাবেদ হোসেন জানান, রফিকুল আলম দলের মনোনয়ন পাবার জন্য সর্বোচ্চ চেষ্টা-তদবির করেছেন। তাঁর বড়োভাই জাহেদুল আলম এবং ছোট ভাই দিদারুল আলমকে জেলা আওয়ামীলীগ সভাপতি’র কাছে বার বার ধর্ণা দিয়েছেন। কেন্দ্র থেকে দলের মনোনয়ন ফরম কিনেছেন। বিভিন্ন টিভিতে নিজের মনোনয়ন পাবার বিষয়ে দাম্ভিকতা প্রকাশ করেছেন।

    আওয়ামীলীগ নেতা জাবেদ দাবি করেন, চূড়ান্ত মনোনয়ন না পেয়ে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন।
    জেলা আওয়ামীলীগের যুগ্ম-সা: সম্পাদক এম. এ. জব্বার জানান, মো: রফিকুল আলম জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম নির্বাহী সদস্য। গত ৫ ডিসেম্বর খাগড়াছড়ি সদরসহ জেলার তিন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মেয়র পদে দলীয় প্রার্থীর প্যানেল তৈরী করতে বিশেষ বর্ধিত হয়েছে। ঐ সভায় খাগড়াছড়ি সদর পৌরসভায় মেয়র পদে ৭ জনের নাম প্রস্তাব আসে। পরে ঐ প্রস্তাবিত নামের তালিকা থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বর্তমান পৌরসভার মেয়র মো: রফিকুল আলম ও জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলের নাম কেন্দ্রে পাঠানো হয়।

    জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি মনির হোসেন খান জানান, অতীতের দুটি নির্বাচনে দলের প্রার্থী হেরে গেলেও এবার সে সুযোগ নেই। জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রার্থী যথেষ্ট যোগ্য এবং জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য। তাঁকে জিতিয়ে আনতে দলের সব স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

    আওয়ামীলীগের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, যে কারো প্রার্থী হবার অধিকার রয়েছে। আমিও দেশের প্রাচীনতম একটি রাজনৈতিক দলের প্রার্থী। যে দল মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যে দল পদ্মা সেতু বানিয়েছে; আমি সে দলেরই প্রার্থী।

    তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, আমি বিশ্বাস করি; শান্তি ও সহাবস্থানের স্বার্থে পৌর এলাকার সম্মানিত ভোটাররা আমাকে নির্বাচিত করবেন।

    উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৪টাঢ গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চুড়ান্ত হয়।

    রোববার (২০ ডিসেম্বর) খাগড়াছড়িতে রিটার্নি অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়পত্র জমা দেবেন।

    ২৪ ঘণ্টা/প্রদীপ চৌধুরী